ETV Bharat / sports

BCCI New Team Sponsor: ভারতীয় দলের প্রধান স্পনসর এবার অনলাইন 'বেটিং সংস্থা' - অনলাইন বেটিং সংস্থা

বিসিসিআই-এর অফিসিয়াল স্পনসরশিপের পর, ভারতীয় ক্রিকেট দলের প্রধান বিনিয়োগকারী হল ভারতের অন্যতম জনপ্রিয় অনলাইন বেটিং সংস্থা ৷ আগামী 12 জুলাই ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দলের প্রথম টেস্ট ম্যাচের জার্সিতে থাকবে নয়া স্পনসরের নাম ৷

BCCI New Team Sponsor ETV BHARAT
BCCI New Team Sponsor
author img

By

Published : Jul 1, 2023, 2:02 PM IST

মুম্বই, 1 জুলাই: এ মাসের 12 তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2 ম্যাচের টেস্ট, 3 ম্যাচের ওয়ান ডে ও 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ভারতীয় দল ৷ কিন্তু, তার আগে দলের প্রধান স্পনসর কারা হবে ? সেনিয়ে বিস্তর জল্পনা চলছিল ৷ আজ বিসিসিআই-এর তরফে জাতীয় দলের স্পনসরের নাম ঘোষণা করা হল ৷ অনলাইন বেটিং সংস্থা ‘ড্রিম ইলেভেন’ ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর বা বিনিয়োগকারী হয়েছে ৷ এতদিন ভারতীয় দলের স্পনসরশিপ ছিল অনলাইন এডুকেশন অ্যাপ ‘বাইজুস’ ৷ এবার নয়া চুক্তিতে ‘ড্রিম ইলেভেন’-এর নাম ঘোষণা করল বিসিসিআই ৷

বিবৃতি দিয়ে নয়া স্পনসরের নাম ঘোষণা বিসিসিআই-এর

আজ বিসিসিআই-এর তরফে একটি বিবৃতি জারি করা হয় এ নিয়ে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ঘোষণা করছে, ভারতের সবচেয়ে বড় ফ্যানটাসি স্পোর্টস গেমিং প্ল্যাটফর্ম ‘ড্রিম ইলেভেন’ ভারতীয় ক্রিকেট দলের প্রধান বিনিয়োগকারী সংস্থা ৷ 3 বছরের জন্য তারা ভারতীয় দলের হয়ে বিনিয়োগ করবে ৷’’ এও জানানো হয়েছে, আগামী 12 জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে চলা 2 ম্যাচ টেস্ট সিরিজে ভারতীয় দলের জার্সিং প্রধান স্পনসর হিসেবে এই অনলাইন বেটিং সংস্থার নাম জুড়ে যাবে ৷

আরও পড়ুন: বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান

নয়া স্পনসর নিয়ে বোর্ড কর্তাদের বার্তা

বোর্ডের সঙ্গে ভারতীয় দলের প্রধান স্পনসর হিসেবে চুক্তি সই করার পর, বিসিসিআই প্রেসিডেন্ট ও সচিবের তরফেও একটি বার্তা দেওয়া হয়েছে ৷ সেখানে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি জানিয়েছেন, ‘‘আমি ড্রিম ইলেভেনকে অভিনন্দন এবং আবারও বোর্ডে স্বাগত জানাচ্ছি ৷ বিসিসিআই-এর অফিসিয়াল স্পনসর থেকে দলের প্রধান স্পনসর, বিসিসিআই ও ড্রিম ইলেভেনের সম্পর্ক দিনে দিনে আরও পোক্ত হচ্ছে ৷’’ বোর্ড সচিব জয় শাহ বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘‘ড্রিম ইলেভেন বোর্ড ও দলের স্পনসর হিসেবে আমাদের এই চুক্তিকে আরও উচ্চস্তরে নিয়ে যাবে ৷’’

আরও পড়ুন: নির্বাচকদের বেতন বাড়াতে চলেছে বিসিসিআই

তবে, ড্রিম ইলেভেনকে ভারতীয় দলের প্রধান স্পনসর করা নিয়ে, নানান মহলে কানাঘুষো শুরু হয়েছে ৷ অনলাইন গেমিং প্ল্যাটফর্ম বলা হলেও, আদতে ড্রিম ইলেভেন একটি বেটিং সাইট ৷ যেখানে অনলাইনে প্রতি ম্যাচে কোটি কোটি টাকার জুয়া খেলা হয় ৷ উল্লেখ্য, ভারতের সংবিধান অনুযায়ী, সরাসরি জুয়া খেলা বেআইনি হলেও, তথ্যপ্রযুক্তি আইনে এর উপর কোনও নিষেধাজ্ঞা নেই ৷ ফলে ভারতের বাজারে অনলাইন গেমিং অ্যাপের নামে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা তৈরি করেছে ড্রিম ইলেভেনের মতো 'বৈধ' সংস্থাগুলি ৷

মুম্বই, 1 জুলাই: এ মাসের 12 তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2 ম্যাচের টেস্ট, 3 ম্যাচের ওয়ান ডে ও 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ভারতীয় দল ৷ কিন্তু, তার আগে দলের প্রধান স্পনসর কারা হবে ? সেনিয়ে বিস্তর জল্পনা চলছিল ৷ আজ বিসিসিআই-এর তরফে জাতীয় দলের স্পনসরের নাম ঘোষণা করা হল ৷ অনলাইন বেটিং সংস্থা ‘ড্রিম ইলেভেন’ ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর বা বিনিয়োগকারী হয়েছে ৷ এতদিন ভারতীয় দলের স্পনসরশিপ ছিল অনলাইন এডুকেশন অ্যাপ ‘বাইজুস’ ৷ এবার নয়া চুক্তিতে ‘ড্রিম ইলেভেন’-এর নাম ঘোষণা করল বিসিসিআই ৷

বিবৃতি দিয়ে নয়া স্পনসরের নাম ঘোষণা বিসিসিআই-এর

আজ বিসিসিআই-এর তরফে একটি বিবৃতি জারি করা হয় এ নিয়ে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ঘোষণা করছে, ভারতের সবচেয়ে বড় ফ্যানটাসি স্পোর্টস গেমিং প্ল্যাটফর্ম ‘ড্রিম ইলেভেন’ ভারতীয় ক্রিকেট দলের প্রধান বিনিয়োগকারী সংস্থা ৷ 3 বছরের জন্য তারা ভারতীয় দলের হয়ে বিনিয়োগ করবে ৷’’ এও জানানো হয়েছে, আগামী 12 জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে চলা 2 ম্যাচ টেস্ট সিরিজে ভারতীয় দলের জার্সিং প্রধান স্পনসর হিসেবে এই অনলাইন বেটিং সংস্থার নাম জুড়ে যাবে ৷

আরও পড়ুন: বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান

নয়া স্পনসর নিয়ে বোর্ড কর্তাদের বার্তা

বোর্ডের সঙ্গে ভারতীয় দলের প্রধান স্পনসর হিসেবে চুক্তি সই করার পর, বিসিসিআই প্রেসিডেন্ট ও সচিবের তরফেও একটি বার্তা দেওয়া হয়েছে ৷ সেখানে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি জানিয়েছেন, ‘‘আমি ড্রিম ইলেভেনকে অভিনন্দন এবং আবারও বোর্ডে স্বাগত জানাচ্ছি ৷ বিসিসিআই-এর অফিসিয়াল স্পনসর থেকে দলের প্রধান স্পনসর, বিসিসিআই ও ড্রিম ইলেভেনের সম্পর্ক দিনে দিনে আরও পোক্ত হচ্ছে ৷’’ বোর্ড সচিব জয় শাহ বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘‘ড্রিম ইলেভেন বোর্ড ও দলের স্পনসর হিসেবে আমাদের এই চুক্তিকে আরও উচ্চস্তরে নিয়ে যাবে ৷’’

আরও পড়ুন: নির্বাচকদের বেতন বাড়াতে চলেছে বিসিসিআই

তবে, ড্রিম ইলেভেনকে ভারতীয় দলের প্রধান স্পনসর করা নিয়ে, নানান মহলে কানাঘুষো শুরু হয়েছে ৷ অনলাইন গেমিং প্ল্যাটফর্ম বলা হলেও, আদতে ড্রিম ইলেভেন একটি বেটিং সাইট ৷ যেখানে অনলাইনে প্রতি ম্যাচে কোটি কোটি টাকার জুয়া খেলা হয় ৷ উল্লেখ্য, ভারতের সংবিধান অনুযায়ী, সরাসরি জুয়া খেলা বেআইনি হলেও, তথ্যপ্রযুক্তি আইনে এর উপর কোনও নিষেধাজ্ঞা নেই ৷ ফলে ভারতের বাজারে অনলাইন গেমিং অ্যাপের নামে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা তৈরি করেছে ড্রিম ইলেভেনের মতো 'বৈধ' সংস্থাগুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.