মুম্বই, 14 অগস্ট : 31 বছর আগে ৷ স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে আজকের দিনেই ইংরেজদের মাটিতে এক ভারতীয় টিনএজারের দাপট দেখেছিল ক্রিকেট বিশ্ব ৷ মাত্র 17 বছর বয়সে টেস্টে প্রথম শতরান হাঁকিয়েছিলেন সচিন তেন্ডুলকর ৷ ব্রিটিশ সিংহদের ডেরায় ঢুকে তাদেরকেই নাস্তানাবুদ করে ছেড়েছিলেন ৷ ইংরেজদের দেশ থেকে বিশ্ব ক্রিকেটকে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন কিশোর সচিন ৷ এরপর সচিনের ব্যাটে এসেছে আরও 99টি শতরান ৷ যা তাঁকে ক্রিকেট ঈশ্বরের আসনে বসিয়েছে ৷ তবে প্রথমবারের অনুভূতিটা আলাদা ৷ তাই 14 অগস্ট দিনটা সচিন অনুরাগীদের কাছে উদযাপনের দিন ৷
কী হয়েছিল সেদিন ? ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ় ছিল সেটি ৷ ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টেস্টে ভারতের শুরুটা ভাল হয়নি ৷ রবি শাস্ত্রী ও নভজ্যোত সিং সিধুর তারকা ওপেনিং জুটি তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরেছিল ৷ এরপর মহম্মদ আজহারউদ্দিনের 179 এবং সঞ্জয় মঞ্জরেকরের 93 রান ভারতকে খেলায় ফেরায় ৷ সচিন নিজেও প্রথম ইনিংসে 68 রান করেন ৷ প্রথম ইনিংসে ভারতের স্কোর ছিল 432 ৷
-
#OnThisDay in 1990: @sachin_rt, aged 17, scored his first international 💯 as #TeamIndia took on England in Manchester. 👏 👏
— BCCI (@BCCI) August 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The rest, as they say, is history! 🙌 🙌 pic.twitter.com/rAKD3Zfc6Q
">#OnThisDay in 1990: @sachin_rt, aged 17, scored his first international 💯 as #TeamIndia took on England in Manchester. 👏 👏
— BCCI (@BCCI) August 14, 2021
The rest, as they say, is history! 🙌 🙌 pic.twitter.com/rAKD3Zfc6Q#OnThisDay in 1990: @sachin_rt, aged 17, scored his first international 💯 as #TeamIndia took on England in Manchester. 👏 👏
— BCCI (@BCCI) August 14, 2021
The rest, as they say, is history! 🙌 🙌 pic.twitter.com/rAKD3Zfc6Q
দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে ছিল 408 রানের লক্ষ্যমাত্রা ৷ নির্দিষ্ট ব্যবধানে উইকেট খোয়াতে থাকে ভারত ৷ 183 রানের মাথায় ছয়জন ব্যাটসম্যান প্যাভিলিয়নের পথ ধরেন ৷ সেই অবস্থা থেকে সচিন ও মনোজ প্রভাকর মিলে টেস্ট ড্র করাতে বড় ভূমিকা নেন ৷ 17 বছরের সচিনের ব্যাট থেকে আসে 119 রানের অসাধারণ ইনিংস ৷ 22 গজে সচিনের সেঞ্চুরির সেঞ্চুরি'র সূচনা হয় সেদিন ৷ টেস্ট ক্রিকেটে 51টি এবং আন্তর্জাতিক ওডিআই-তে 49টি শতরান হাঁকিয়েছেন তিনি ৷ ক্রিকেট বিশ্বে 100টি শতরানের মালিক শুধুমাত্র সচিন তেন্ডুলকর ৷
আরও পড়ুন : KL rahul's Century : রাহুলের সেঞ্চুরিতে ডগমগ 'গার্লফ্রেন্ড' আথিয়া, শুভেচ্ছা সুনীল শেট্টিরও
-
The most famous duck of them all?
— ICC (@ICC) August 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Sir Don Bradman, bowled by Eric Hollies in his final Test innings on this day in 1948 🏏 pic.twitter.com/A154KEPYMh
">The most famous duck of them all?
— ICC (@ICC) August 14, 2021
Sir Don Bradman, bowled by Eric Hollies in his final Test innings on this day in 1948 🏏 pic.twitter.com/A154KEPYMhThe most famous duck of them all?
— ICC (@ICC) August 14, 2021
Sir Don Bradman, bowled by Eric Hollies in his final Test innings on this day in 1948 🏏 pic.twitter.com/A154KEPYMh
এতো গেল সচিনের সুখস্মৃতির কথা ৷ কিন্তু জানেন কি আজকের দিনেই জীবনের সবচেয়ে বড় আক্ষেপ দেখেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান ৷ 1948 সালের 14 অগস্ট ওভালের মাঠে টেস্ট খেলতে নেমেছিলেন ব্র্যাডম্যান ৷ সেটাই ছিল তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ৷ অথচ 22 গজে শেষবার নেমে খাতাটাই খুলতে পারেননি অজি কিংবদন্তি ৷ খেলেছিলেন মাত্র দুটি বল ৷ প্রথম বলটি সহজে খেললেও ইংরেজ লেগ স্পিনার এরিক হলিসের গুগলি ব্র্যাডম্যানের উইকেট ছিটকে দেয় ৷ কেরিয়ারের শেষ টেস্টে বিনা খাতা খুলেই ফিরে যেতে হয় ব্র্যান্ডম্যানকে ৷