ETV Bharat / sports

Niranjan Shah: বিসিসিআই পরিচালনায় ধারাবাহিকতা থাকা উচিত, মত নিরঞ্জন শাহের - সুপ্রিম কোর্ট

নিরঞ্জন শাহ (Niranjan Shah) ৷ প্রথম শ্রেণির ক্রিকেটার থেকে ভারতীয় ক্রিকেটের প্রশাসক হিসেবে দায়িত্ব সামলেছেন কয়েক দশক ৷ আগামী 18 অক্টোবর বিসিসিআই (BCCI)-এর বার্ষিক সাধারণ সভা ৷ তার আগে তাঁর সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের সঞ্জীব গুহ ৷

Niranjan Shah says There should be continuity in running the BCCI affairs
Niranjan Shah: বিসিসিআই পরিচালনায় ধারাবাহিকতা থাকা উচিত, মত নিরঞ্জন শাহের
author img

By

Published : Sep 28, 2022, 7:11 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : 1965-66 সালে প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন নিরঞ্জন শাহ (Niranjan Shah) ৷ ছ’বছর পর, 1972 সালে তিনি সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (SCA) সচিবের দায়িত্ব নেন ৷ তার পর দশকের পর দশক ধরে তিনি ভারতীয় ক্রিকেটের প্রশাসনে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ৷

শাহ তাঁর প্রশাসনিক কেরিয়ারে চারবার বিসিসিআইয়ের (BCCI) সচিব নির্বাচিত হয়েছেন ৷ একবার সহ-সভাপতিও হয়েছেন ৷ এছাড়া আইপিএলের ভাইস চেয়ারম্যান হিসেবেই কাজ করেছেন ৷ বিসিসিআইয়ের কাজকর্ম সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা জানেন শাহ কীভাবে কাজ করেন ৷

আগামী 18 অক্টোবর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা ৷ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে লোধা কমিটির দেওয়া অনেক কড়া গাইডলাইন সরে গিয়েছে ৷ ফলে সেই সভার দিকে নজর রয়েছে ক্রিকেট মহলের ৷ তার আগে নিরঞ্জন শাহের সঙ্গে কথা হল ইটিভি ভারতের ৷

কী বললেন তিনি, দেখা নেওয়া যাক -

সুপ্রিম কোর্টের নির্দেশে অনেক নিয়মে ছাড় পাওয়া যাচ্ছে ৷ যেমনটা আপনারা চেয়েছিলেন ৷ এই বিষয়ে আপনার মতামত কী ?

নিরঞ্জন শাহ : আদালতের রায়ের পর বর্তমান পদাধিকারীদের আরও একবার পদে থেকে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে ৷ না হলে তাঁদের কুলিং অফে চলে যেতে হত ৷ এটা ভালো যে বোর্ড পরিচালনার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকবে ৷

এই রায়ের ফলে কি আপনাদের প্রজন্মের ক্রিকেট প্রশাসকদের সুবিধা হল ?

শাহ : এই রায়ের আমাদের কাছে উপকারী নয় ৷ কারণ, 11 বছরের বিধিনিষেধ রয়ে গিয়েছে ৷ আমাদের অনেকেরই হয় সেই সময়সীমা পার হয়ে গিয়েছে অথবা হতে চলেছে ৷ সেভাবে আমাদের কোনও সাহায্য হল না ৷ কিন্তু ঠিক আছে ৷

আপনি কি বোর্ডের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবেন ?

শাহ : যাঁরা দায়িত্ব নিচ্ছেন, তাঁদের আমাদের কাজে সাহায্য চাইছেন কি না, সেটার উপর সবকিছু নির্ভর করছে ৷ তাঁরা যদি আমাদের সাহায্য চান, তাহলে আমরা অবশ্যই মতামত জানাব ৷ এর মধ্যে কোনও দ্বিমত নেই ৷

বোর্ডের পদাধিকারী বাছাইয়ের ক্ষেত্রে কি কোনও রাজনৈতিক চাপ রয়েছে ?

শাহ : আমাদের উপর কোনও রাজনৈতিক চাপ নেই ৷ বোর্ড গণতান্ত্রিক পদ্ধতিতেই চলে এবং প্রতিটি সংস্থাই গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করে ৷ রাজ্য সংস্থাগুলি বোর্ডে প্রতিনিধি পাঠায় ৷ আর সংখ্যাগরিষ্ঠরাই বিসিসিআই-তে সিদ্ধান্ত নেয় ৷

আপনি, এন শ্রীনিবাসন, অজয় শিরকে এবং আরও অনেকে আছেন, যাঁরা বোর্ডে ভালো কাজ করেছেন ৷ এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন ?

শাহ : সুপ্রিম কোর্ট যা বলেছে, তাতে আমরা সন্তুষ্ট ৷ আমরা যে এই প্রতিষ্ঠানকে এই পর্যন্ত আনতে পেরেছি, তাতেই আমরা খুশি ৷ আমাদের ইনিংস শেষ এবং নতুনরা দায়িত্ব নিচ্ছেন ৷ আমি আমার মতামত দিতে পারি ৷ আর বোর্ডের প্রশাসনে নতুন প্রজন্মের আসাতে আমার কোনও সমস্যা নেই ৷

পদাধিকারী হিসেবে আপনার কাদের পছন্দ ?

শাহ : এটা কারও পছন্দের উপর ভিত্তি করে হয় না ৷ রাজ্যের প্রতিনিধিরা ঠিক করেন কে হবেন বিসিসিআই-এর সভাপতি অথবা সচিব ৷ আমি মনে করি ধারাবাহিকতা যেন বজায় থাকে ৷ বর্তমান পদাধিকারীরা যেন আরও তিন বছর কাজ করার সুযোগ পান ৷ গত কয়েক বছর ধরেই বিসিসিআই পুরনোদের ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছে ৷

আপনি কি পাঁচজনের নাম বলতে পারবেন, যাঁদের বোর্ডে পদ পাওয়া উচিত ?

শাহ : আমি কারও নাম বলতে চাই না ৷ কে আসবেন, কে থেকে যাবেন, তা প্রতিনিধিদের উপর নির্ভর করবে ৷

নতুনদের কি আপনি সাহায্য করার প্রস্তাব দেবেন ?

শাহ : যখন প্রয়োজন পড়বে, তখনই সাহায্য করব ৷ তবে তা কখনোই দৈনিক হবে না ৷

এন শ্রীনিবাসন বোর্ডের প্রশাসনে এখনও কতটা কার্যকরী বলে আপনি মনে করেন ?

শাহ : অবশ্যই পারেন ! আমি 100 শতাংশ নিশ্চিত যে বোর্ডের যখনই এন শ্রীনিবাসনের (N Srinivasan) প্রয়োজন পড়বে, তিনি তাঁর মতামত ও অভিজ্ঞতা কাজে লাগাতে পিছপা হবেন না ৷

কবে আপনারা বিসিসিআই-এর পদাধিকারীদের নাম ঠিক করবেন ?

শাহ : এই সপ্তাহেই বিসিসিআইয়ের সিনিয়র সদস্যরা বৈঠক করে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করবেন ৷

বার্ষিক সাধারণ সভায় কি ভোটাভুটি হতে পারে বলে আপনি মনে করেন ?

শাহ : না ৷ আমার মনে হয় পদাধিকারী বাছাইয়ে ভোট হবে না ৷ সর্বসম্মতিতেই সকলে নির্বাচিত হবেন ৷

আরও পড়ুন : সৌরভের ভবিষ্যৎ কী ? কামব্যাক শ্রীনি-শুক্লার ? পাখির চোখ বিসিসিআই এজিএম

কলকাতা, 28 সেপ্টেম্বর : 1965-66 সালে প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন নিরঞ্জন শাহ (Niranjan Shah) ৷ ছ’বছর পর, 1972 সালে তিনি সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (SCA) সচিবের দায়িত্ব নেন ৷ তার পর দশকের পর দশক ধরে তিনি ভারতীয় ক্রিকেটের প্রশাসনে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ৷

শাহ তাঁর প্রশাসনিক কেরিয়ারে চারবার বিসিসিআইয়ের (BCCI) সচিব নির্বাচিত হয়েছেন ৷ একবার সহ-সভাপতিও হয়েছেন ৷ এছাড়া আইপিএলের ভাইস চেয়ারম্যান হিসেবেই কাজ করেছেন ৷ বিসিসিআইয়ের কাজকর্ম সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা জানেন শাহ কীভাবে কাজ করেন ৷

আগামী 18 অক্টোবর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা ৷ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে লোধা কমিটির দেওয়া অনেক কড়া গাইডলাইন সরে গিয়েছে ৷ ফলে সেই সভার দিকে নজর রয়েছে ক্রিকেট মহলের ৷ তার আগে নিরঞ্জন শাহের সঙ্গে কথা হল ইটিভি ভারতের ৷

কী বললেন তিনি, দেখা নেওয়া যাক -

সুপ্রিম কোর্টের নির্দেশে অনেক নিয়মে ছাড় পাওয়া যাচ্ছে ৷ যেমনটা আপনারা চেয়েছিলেন ৷ এই বিষয়ে আপনার মতামত কী ?

নিরঞ্জন শাহ : আদালতের রায়ের পর বর্তমান পদাধিকারীদের আরও একবার পদে থেকে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে ৷ না হলে তাঁদের কুলিং অফে চলে যেতে হত ৷ এটা ভালো যে বোর্ড পরিচালনার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকবে ৷

এই রায়ের ফলে কি আপনাদের প্রজন্মের ক্রিকেট প্রশাসকদের সুবিধা হল ?

শাহ : এই রায়ের আমাদের কাছে উপকারী নয় ৷ কারণ, 11 বছরের বিধিনিষেধ রয়ে গিয়েছে ৷ আমাদের অনেকেরই হয় সেই সময়সীমা পার হয়ে গিয়েছে অথবা হতে চলেছে ৷ সেভাবে আমাদের কোনও সাহায্য হল না ৷ কিন্তু ঠিক আছে ৷

আপনি কি বোর্ডের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবেন ?

শাহ : যাঁরা দায়িত্ব নিচ্ছেন, তাঁদের আমাদের কাজে সাহায্য চাইছেন কি না, সেটার উপর সবকিছু নির্ভর করছে ৷ তাঁরা যদি আমাদের সাহায্য চান, তাহলে আমরা অবশ্যই মতামত জানাব ৷ এর মধ্যে কোনও দ্বিমত নেই ৷

বোর্ডের পদাধিকারী বাছাইয়ের ক্ষেত্রে কি কোনও রাজনৈতিক চাপ রয়েছে ?

শাহ : আমাদের উপর কোনও রাজনৈতিক চাপ নেই ৷ বোর্ড গণতান্ত্রিক পদ্ধতিতেই চলে এবং প্রতিটি সংস্থাই গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করে ৷ রাজ্য সংস্থাগুলি বোর্ডে প্রতিনিধি পাঠায় ৷ আর সংখ্যাগরিষ্ঠরাই বিসিসিআই-তে সিদ্ধান্ত নেয় ৷

আপনি, এন শ্রীনিবাসন, অজয় শিরকে এবং আরও অনেকে আছেন, যাঁরা বোর্ডে ভালো কাজ করেছেন ৷ এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন ?

শাহ : সুপ্রিম কোর্ট যা বলেছে, তাতে আমরা সন্তুষ্ট ৷ আমরা যে এই প্রতিষ্ঠানকে এই পর্যন্ত আনতে পেরেছি, তাতেই আমরা খুশি ৷ আমাদের ইনিংস শেষ এবং নতুনরা দায়িত্ব নিচ্ছেন ৷ আমি আমার মতামত দিতে পারি ৷ আর বোর্ডের প্রশাসনে নতুন প্রজন্মের আসাতে আমার কোনও সমস্যা নেই ৷

পদাধিকারী হিসেবে আপনার কাদের পছন্দ ?

শাহ : এটা কারও পছন্দের উপর ভিত্তি করে হয় না ৷ রাজ্যের প্রতিনিধিরা ঠিক করেন কে হবেন বিসিসিআই-এর সভাপতি অথবা সচিব ৷ আমি মনে করি ধারাবাহিকতা যেন বজায় থাকে ৷ বর্তমান পদাধিকারীরা যেন আরও তিন বছর কাজ করার সুযোগ পান ৷ গত কয়েক বছর ধরেই বিসিসিআই পুরনোদের ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছে ৷

আপনি কি পাঁচজনের নাম বলতে পারবেন, যাঁদের বোর্ডে পদ পাওয়া উচিত ?

শাহ : আমি কারও নাম বলতে চাই না ৷ কে আসবেন, কে থেকে যাবেন, তা প্রতিনিধিদের উপর নির্ভর করবে ৷

নতুনদের কি আপনি সাহায্য করার প্রস্তাব দেবেন ?

শাহ : যখন প্রয়োজন পড়বে, তখনই সাহায্য করব ৷ তবে তা কখনোই দৈনিক হবে না ৷

এন শ্রীনিবাসন বোর্ডের প্রশাসনে এখনও কতটা কার্যকরী বলে আপনি মনে করেন ?

শাহ : অবশ্যই পারেন ! আমি 100 শতাংশ নিশ্চিত যে বোর্ডের যখনই এন শ্রীনিবাসনের (N Srinivasan) প্রয়োজন পড়বে, তিনি তাঁর মতামত ও অভিজ্ঞতা কাজে লাগাতে পিছপা হবেন না ৷

কবে আপনারা বিসিসিআই-এর পদাধিকারীদের নাম ঠিক করবেন ?

শাহ : এই সপ্তাহেই বিসিসিআইয়ের সিনিয়র সদস্যরা বৈঠক করে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করবেন ৷

বার্ষিক সাধারণ সভায় কি ভোটাভুটি হতে পারে বলে আপনি মনে করেন ?

শাহ : না ৷ আমার মনে হয় পদাধিকারী বাছাইয়ে ভোট হবে না ৷ সর্বসম্মতিতেই সকলে নির্বাচিত হবেন ৷

আরও পড়ুন : সৌরভের ভবিষ্যৎ কী ? কামব্যাক শ্রীনি-শুক্লার ? পাখির চোখ বিসিসিআই এজিএম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.