ETV Bharat / sports

চার বলে চার উইকেট, বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন মালিঙ্গা - Sri Lanka Vs New Zealand

চার বলে চার উইকেট এবারই প্রথম নয় । 2007 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও একই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন মালিঙ্গা ।

লসিথ মালিঙ্গা
author img

By

Published : Sep 7, 2019, 5:54 AM IST

পাল্লেকেলে (শ্রীলঙ্কা), 7 সেপ্টেম্বর : ফের একবার বুড়ো হাড়ের ভেল্কি দেখালেন লসিথ মালিঙ্গা । নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় T-20 ম্যাচে চার বলে তুলে নিলেন চার উইকেট । সেইসঙ্গে প্রথম বোলার হিসেবে T-20 ক্রিকেটে 100 শিকার হল তাঁর ।

পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও নিউজ়িল্যান্ডের মধ্যে তৃতীয় T-20 ম্যাচ অনুষ্ঠিত হয় । প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 125 রান তোলে শ্রীলঙ্কা । জবাবে ব্যাট করতে নেমে মালিঙ্গার বোলিংয়ের সামনে রীতিমতো দিশেহারা দেখায় কিউয়িদের । ইনিংসের তৃতীয় ওভারে পরপর চার বলে মালিঙ্গা ফেরান কলিন মুনরো, রুথারফোর্ড, কলিন ডে গ্র্যান্ডহোম ও রস টেলরকে । দু'ওভার পর তাঁর বলেই ফেরেন টিম সেইফোর্ট । মুনরোর উইকেট মালিঙ্গার 100 তম শিকার । মূলত তাঁর দাপটে 16 ওভারে মাত্র 88 রানে অলআউট হয়ে যায় নিউজ়িল্যান্ড । শেষ ম্যাচে জিতে কিছুটা সম্মান রক্ষা করতে পারল শ্রীলঙ্কা ।

এদিকে, চার বলে চার উইকেট এবারই প্রথম নয় । 2007 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও একই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন মালিঙ্গা ।

পাল্লেকেলে (শ্রীলঙ্কা), 7 সেপ্টেম্বর : ফের একবার বুড়ো হাড়ের ভেল্কি দেখালেন লসিথ মালিঙ্গা । নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় T-20 ম্যাচে চার বলে তুলে নিলেন চার উইকেট । সেইসঙ্গে প্রথম বোলার হিসেবে T-20 ক্রিকেটে 100 শিকার হল তাঁর ।

পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও নিউজ়িল্যান্ডের মধ্যে তৃতীয় T-20 ম্যাচ অনুষ্ঠিত হয় । প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 125 রান তোলে শ্রীলঙ্কা । জবাবে ব্যাট করতে নেমে মালিঙ্গার বোলিংয়ের সামনে রীতিমতো দিশেহারা দেখায় কিউয়িদের । ইনিংসের তৃতীয় ওভারে পরপর চার বলে মালিঙ্গা ফেরান কলিন মুনরো, রুথারফোর্ড, কলিন ডে গ্র্যান্ডহোম ও রস টেলরকে । দু'ওভার পর তাঁর বলেই ফেরেন টিম সেইফোর্ট । মুনরোর উইকেট মালিঙ্গার 100 তম শিকার । মূলত তাঁর দাপটে 16 ওভারে মাত্র 88 রানে অলআউট হয়ে যায় নিউজ়িল্যান্ড । শেষ ম্যাচে জিতে কিছুটা সম্মান রক্ষা করতে পারল শ্রীলঙ্কা ।

এদিকে, চার বলে চার উইকেট এবারই প্রথম নয় । 2007 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও একই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন মালিঙ্গা ।

Vadodara (Gujarat), Sep 07 (ANI): Jammu and Kashmir cricket team camp was shifted to Vadodara on September 06. Cricketers started their practice at Motibaug ground ahead of Vijay Hazare Trophy. Vijay Hazare Trophy will begin from September 24.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.