পাল্লেকেলে (শ্রীলঙ্কা), 7 সেপ্টেম্বর : ফের একবার বুড়ো হাড়ের ভেল্কি দেখালেন লসিথ মালিঙ্গা । নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় T-20 ম্যাচে চার বলে তুলে নিলেন চার উইকেট । সেইসঙ্গে প্রথম বোলার হিসেবে T-20 ক্রিকেটে 100 শিকার হল তাঁর ।
পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও নিউজ়িল্যান্ডের মধ্যে তৃতীয় T-20 ম্যাচ অনুষ্ঠিত হয় । প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 125 রান তোলে শ্রীলঙ্কা । জবাবে ব্যাট করতে নেমে মালিঙ্গার বোলিংয়ের সামনে রীতিমতো দিশেহারা দেখায় কিউয়িদের । ইনিংসের তৃতীয় ওভারে পরপর চার বলে মালিঙ্গা ফেরান কলিন মুনরো, রুথারফোর্ড, কলিন ডে গ্র্যান্ডহোম ও রস টেলরকে । দু'ওভার পর তাঁর বলেই ফেরেন টিম সেইফোর্ট । মুনরোর উইকেট মালিঙ্গার 100 তম শিকার । মূলত তাঁর দাপটে 16 ওভারে মাত্র 88 রানে অলআউট হয়ে যায় নিউজ়িল্যান্ড । শেষ ম্যাচে জিতে কিছুটা সম্মান রক্ষা করতে পারল শ্রীলঙ্কা ।
এদিকে, চার বলে চার উইকেট এবারই প্রথম নয় । 2007 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও একই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন মালিঙ্গা ।