ETV Bharat / sports

WTC Final : স্বপ্নভঙ্গ কোহলি ব্রিগেডের, ভারতকে হারিয়ে টেস্টে বিশ্বসেরা কিউয়িরা - স্বপ্ন দেখাতে পারলেন না কোহলি, ভারতকে হারিয়ে টেস্টে বিশ্বসেরা কিউয়িরা

ইংল্যান্ডে খেলা, ফলে বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী ছিল, সাউদাম্পটনের আবহাওয়ায় নিউজ়িল্যান্ডের মানিয়ে নিতে সুবিধা হবে ৷ কারণ ইংল্যান্ডের আবহওয়া ও নিউজ়িল্যান্ডের আবহাওয়া প্রায় একই রকম ৷ সেই ভবিষ্যৎবাণীই সত্যি হল ৷

ভারতকে হারিয়ে টেস্টে বিশ্বসেরা কিউয়িরা
ভারতকে হারিয়ে টেস্টে বিশ্বসেরা কিউয়িরা
author img

By

Published : Jun 23, 2021, 11:41 PM IST

Updated : Jun 24, 2021, 12:20 AM IST

সাউদাম্পটন, 23 জুন : না, বিরাট কোহলির মহেন্দ্র সিং ধোনি বা কপিল দেব হয়ে ওঠা হল না ৷ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে প্রথমবার উঠেই বাজিমাত করে কপিল দেবের ভারত ৷ প্রথম টি-20 বিশ্বকাপের ফাইনালেও ছোটে মহেন্দ্র সিং ধোনির অশ্বমেধের ঘোড়া ৷ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ধোনির নেতৃত্বাধীন ভারত ৷ তবে বিরাট কোহলির কপালে সেই জয়ী তকমা জুটল না ৷ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার উঠেও হারতে হল বিরাটের ভারতকে ৷ বসতে হল ইংল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে একাসনে ৷ বিরাটের কেরিয়ারে এই কালো দাগটা রয়েই গেল ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 8 উইকেটে হারল ভারত ৷

কোহলিদের এই পরাজয় আরও একবার মনে করাল 99-এর ওয়ানডে বিশ্বকাপের কথা ৷ যেখানে সুপার সিক্সের ম্যাচে এক হার্শেল গিবস ফেলেছিলেন তৎকালীন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়ার ক্যাচ ৷ তখন স্টিভ গিবসকে বলেছিলেন, তুমি আমার ক্যাচ নয় বিশ্বকাপটা ফেলে দিলে ৷ আদতে হয়েওছিল তাই ৷ সেই ম্যাচে হারের পর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ম্যাচ টাই হয় ৷ সুপার সিক্সে জিতে থাকার সৌজন্যে সেমিফাইনালে যায় অস্ট্রেলিয়া ৷ তবে সেই ম্যাচের সঙ্গে এই ম্যাচের তুলনা চলে মাত্র একটি জায়গায় ৷ যেখানে হার্শেল গিবস মতোই চেতেশ্বর পূজারা ফেললেন রস টেলরের ক্যাচ ৷ এই ম্যাচে টেলর মুখে কিছু না বললেও, মনে মনে বোধহয় পূজারাকে নিয়ে মস্করা ঠিকই করেছেন ৷

ইংল্যান্ডে খেলা, তাই বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী ছিল, সাউদাম্পটনের আবহওয়ায় নিউজ়িল্যান্ডের মানিয়ে নিতে সুবিধা হবে ৷ কারণ ইংল্যান্ডের আবহাওয়া ও নিউজ়িল্যান্ডের আবহাওয়া প্রায় একই রকম ৷ তাছাড়া ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডে সাধারণত সুবিধা পায় সিম বোলাররা ৷ কিন্তু ভারতীয়দের হাতে শুধুই সুইং বোলার ৷ তবে ভারতীয়দের লড়াইটা অনেকদিন ধরে মনে থাকবে ক্রিকেট ভক্তদের ৷ প্রথম ইনিংসে মাত্র 217 রানের পুঁজি নিয়ে বোলারদের লড়াই ভারতকে ম্যাচে রাখে ৷ তবে দ্বিতীয় ইনিংসে সেই ব্যাটিং ব্যর্থতাই ভোগালো ভারতকে ৷

এদিন জেতার জন্য 53 ওভারে 139 রান দরকার ছিল উইলিয়ামসনদের । মাত্র 2 উইকেট হারিয়ে সেই রান তুলে নিল নিউজ়িল্যান্ড ৷ শুরুতে টম লাথাম এবং ডেভন কনওয়ে নিজেদের কাজ করে গেলেন । যদিও দু’জনকেই ড্রেসিংরুমে ফেরাতে সক্ষম হন অশ্বিন । এই সময় আচমকাই জয়ের গন্ধ পায় ভারত । কিন্তু এই ভাবনা বেশিক্ষণ স্থায়ী হল না ৷ নীরবে ম্যাচের দখল নিলেন রস টেলর (অপরাজিত 47) এবং কেন উইলিয়ামসন (অপরাজিত 52) । প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অধিনায়কোচিত অর্ধশতরান করলেন উইলিয়ামসন । যার ফলে সহজেই 8 উইকেটে প্রথম বিশ্ব টেস্ট চাম্পিয়ানশিপ জিত নিল কিউয়িরা ৷

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে যেভাবে ভারতীয় ব্যাটিংয়ের ফাটলগুলি প্রকট হল, দ্রুত তা মেরামত করতে হবেই ৷ নইলে আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে ভুগতে হতে পারে ৷ আজ ভারত হারায় আরও একটি দিকও প্রকট হল ৷ তা হল সিমিং উইকেটে ভারতীয় দলের দুই স্পিনার খেলানো ৷ আর ভারতীয় স্পিনারদের দেখে খুশি হতেই পারেন প্রাক্তন অজ়ি স্পিনার শেন ওয়ার্ন ৷ তিনিই বলেছিলেন, নিউজ়িল্যান্ড কোনও স্পিনার না খেলিয়ে ভুল করেছে ৷ দেখা গেল তাঁর কথা কতটা সত্যি ৷ টেস্ট বৃষ্টি বিঘ্নিত না হলে হয়ত আরও কার্যকর হতেন অশ্বিন-জাদেজারা ৷

আরও পড়ুন: WTC Final : পূজারার ক্যাচ মিসে ফিরে এল গিবসের স্মৃতি

অন্যদিকে নিউজ়িল্যান্ডের প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিয়ে সমালোচনা হয় প্রচুর ৷ প্রশ্ন জাগে মাত্র 7টি টেস্ট জিতে আইসিসির ভ্রান্ত নীতির সুবিধা নিয়ে ফাইনালে পৌঁছেছে কিউয়িরা ৷ কারণ তাঁদের থেকে প্রায় দ্বিগুণ টেস্ট জিতেও ফাইনালের রাস্তা করতে পারেনি অস্ট্রেলিয়ার মতো দল ৷ তবে সমস্ত বিতর্ক দূরে সরিয়ে যোগ্য দল হিসেবেই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল নিউজ়িল্যান্ড ৷ একই সঙ্গে প্রথম কোনও আইসিসি ইভেন্টে জয় তুলে নিল তাঁরা ৷ পুষিয়ে নিল প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেও হারের বেদনা ৷

সাউদাম্পটন, 23 জুন : না, বিরাট কোহলির মহেন্দ্র সিং ধোনি বা কপিল দেব হয়ে ওঠা হল না ৷ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে প্রথমবার উঠেই বাজিমাত করে কপিল দেবের ভারত ৷ প্রথম টি-20 বিশ্বকাপের ফাইনালেও ছোটে মহেন্দ্র সিং ধোনির অশ্বমেধের ঘোড়া ৷ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ধোনির নেতৃত্বাধীন ভারত ৷ তবে বিরাট কোহলির কপালে সেই জয়ী তকমা জুটল না ৷ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার উঠেও হারতে হল বিরাটের ভারতকে ৷ বসতে হল ইংল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে একাসনে ৷ বিরাটের কেরিয়ারে এই কালো দাগটা রয়েই গেল ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 8 উইকেটে হারল ভারত ৷

কোহলিদের এই পরাজয় আরও একবার মনে করাল 99-এর ওয়ানডে বিশ্বকাপের কথা ৷ যেখানে সুপার সিক্সের ম্যাচে এক হার্শেল গিবস ফেলেছিলেন তৎকালীন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়ার ক্যাচ ৷ তখন স্টিভ গিবসকে বলেছিলেন, তুমি আমার ক্যাচ নয় বিশ্বকাপটা ফেলে দিলে ৷ আদতে হয়েওছিল তাই ৷ সেই ম্যাচে হারের পর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ম্যাচ টাই হয় ৷ সুপার সিক্সে জিতে থাকার সৌজন্যে সেমিফাইনালে যায় অস্ট্রেলিয়া ৷ তবে সেই ম্যাচের সঙ্গে এই ম্যাচের তুলনা চলে মাত্র একটি জায়গায় ৷ যেখানে হার্শেল গিবস মতোই চেতেশ্বর পূজারা ফেললেন রস টেলরের ক্যাচ ৷ এই ম্যাচে টেলর মুখে কিছু না বললেও, মনে মনে বোধহয় পূজারাকে নিয়ে মস্করা ঠিকই করেছেন ৷

ইংল্যান্ডে খেলা, তাই বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী ছিল, সাউদাম্পটনের আবহওয়ায় নিউজ়িল্যান্ডের মানিয়ে নিতে সুবিধা হবে ৷ কারণ ইংল্যান্ডের আবহাওয়া ও নিউজ়িল্যান্ডের আবহাওয়া প্রায় একই রকম ৷ তাছাড়া ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডে সাধারণত সুবিধা পায় সিম বোলাররা ৷ কিন্তু ভারতীয়দের হাতে শুধুই সুইং বোলার ৷ তবে ভারতীয়দের লড়াইটা অনেকদিন ধরে মনে থাকবে ক্রিকেট ভক্তদের ৷ প্রথম ইনিংসে মাত্র 217 রানের পুঁজি নিয়ে বোলারদের লড়াই ভারতকে ম্যাচে রাখে ৷ তবে দ্বিতীয় ইনিংসে সেই ব্যাটিং ব্যর্থতাই ভোগালো ভারতকে ৷

এদিন জেতার জন্য 53 ওভারে 139 রান দরকার ছিল উইলিয়ামসনদের । মাত্র 2 উইকেট হারিয়ে সেই রান তুলে নিল নিউজ়িল্যান্ড ৷ শুরুতে টম লাথাম এবং ডেভন কনওয়ে নিজেদের কাজ করে গেলেন । যদিও দু’জনকেই ড্রেসিংরুমে ফেরাতে সক্ষম হন অশ্বিন । এই সময় আচমকাই জয়ের গন্ধ পায় ভারত । কিন্তু এই ভাবনা বেশিক্ষণ স্থায়ী হল না ৷ নীরবে ম্যাচের দখল নিলেন রস টেলর (অপরাজিত 47) এবং কেন উইলিয়ামসন (অপরাজিত 52) । প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অধিনায়কোচিত অর্ধশতরান করলেন উইলিয়ামসন । যার ফলে সহজেই 8 উইকেটে প্রথম বিশ্ব টেস্ট চাম্পিয়ানশিপ জিত নিল কিউয়িরা ৷

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে যেভাবে ভারতীয় ব্যাটিংয়ের ফাটলগুলি প্রকট হল, দ্রুত তা মেরামত করতে হবেই ৷ নইলে আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে ভুগতে হতে পারে ৷ আজ ভারত হারায় আরও একটি দিকও প্রকট হল ৷ তা হল সিমিং উইকেটে ভারতীয় দলের দুই স্পিনার খেলানো ৷ আর ভারতীয় স্পিনারদের দেখে খুশি হতেই পারেন প্রাক্তন অজ়ি স্পিনার শেন ওয়ার্ন ৷ তিনিই বলেছিলেন, নিউজ়িল্যান্ড কোনও স্পিনার না খেলিয়ে ভুল করেছে ৷ দেখা গেল তাঁর কথা কতটা সত্যি ৷ টেস্ট বৃষ্টি বিঘ্নিত না হলে হয়ত আরও কার্যকর হতেন অশ্বিন-জাদেজারা ৷

আরও পড়ুন: WTC Final : পূজারার ক্যাচ মিসে ফিরে এল গিবসের স্মৃতি

অন্যদিকে নিউজ়িল্যান্ডের প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিয়ে সমালোচনা হয় প্রচুর ৷ প্রশ্ন জাগে মাত্র 7টি টেস্ট জিতে আইসিসির ভ্রান্ত নীতির সুবিধা নিয়ে ফাইনালে পৌঁছেছে কিউয়িরা ৷ কারণ তাঁদের থেকে প্রায় দ্বিগুণ টেস্ট জিতেও ফাইনালের রাস্তা করতে পারেনি অস্ট্রেলিয়ার মতো দল ৷ তবে সমস্ত বিতর্ক দূরে সরিয়ে যোগ্য দল হিসেবেই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল নিউজ়িল্যান্ড ৷ একই সঙ্গে প্রথম কোনও আইসিসি ইভেন্টে জয় তুলে নিল তাঁরা ৷ পুষিয়ে নিল প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেও হারের বেদনা ৷

Last Updated : Jun 24, 2021, 12:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.