সিডনি, 22 অক্টোবর: ঘরের মাঠে খেতাব ধরে রাখার অভিযান মোটেই সুখের হল না অস্ট্রেলিয়ার ৷ সিডনিতে টি-20 বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ল অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন বিশ্বচ্যাম্পিয়নরা ৷ অলরাউন্ড পারফরম্যান্সে সুপার 12-এর প্রথম ম্যাচে অজিদের 89 রানে হারাল নিউজিল্যান্ড (New Zealand beat Australia T20 WC opener) ৷ কিউয়ি'দের বড় ব্যবধানে এই জয়ের নায়ক যদি ব্য়াট হাতে ডেভন কনওয়ে (Devon Conway) হয়ে থাকেন, তবে বল হাতে অস্ট্রেলিয়ার কোমর ভাঙলেন টিম সাউদি (Tim Southee) এবং মিচেল স্য়ান্টনার (Mitchell Santner) ৷
এসসিজি-তে টস জিতে এদিন কেন উইলিয়ামসনের দলকে প্রথমে ব্যাটিং'য়ের আমন্ত্রণ জানান ফিঞ্চ ৷ ওপেনার ফিন অ্যালেনের বিস্ফোরক 16 বলে 42 রানের ইনিংস কিউয়িদের বড় রানের ভিত গড়ে দেয় ৷ 5টি চার এবং 3টি ছক্কা হাঁকিয়ে অ্যালেন ডাগ-আউটে ফিরলেও শেষ পর্যন্ত টিকে রইলেন আরেক ওপেনার ডেভন কনওয়ে ৷ 7টি চার, 2টি ছয়ে বাঁ-হাতি ওপেনারের 58 বলে অপরাজিত 92 রানে ভর করে দু'শোর গণ্ডি স্পর্শ করে নিউজিল্যান্ড (Conway scores 92 runs from 58 balls) ৷ শেষদিকে ব্য়াটে ঝড় তুলে 13 বলে 26 রানে অপরাজিত থাকেন জিমি নিশম ৷ 20 ওভারে মাত্র তিন উইকেট খুইয়ে স্কোরবোর্ডে 200 রান তোলে কেন উইলিয়ামসনের দল ৷
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ‘চাপ’ শব্দ ব্যবহারে নারাজ রোহিত
রান তাড়া করতে নেমে অজিদের তারকাখোচিত ব্যাটিং লাইন-আপ কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ৷ টিম সাউদি এবং মিচেল স্যান্টনাররে জোড়া ফলায় ধসে পড়ে অস্ট্রেলিয়ার টপ-অর্ডার ৷ বাকিটুকু সারেন অন্য়ান্য বোলাররা ৷ 17.1 ওভারে 111 রানেই গুটিয়ে যায় ফিঞ্চের দল ৷ অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান গ্লেন ম্যাক্সওয়েলের (28) ৷ 3টি করে উইকেট নেন সাউদি এবং স্য়ান্টনার (Southee and Santner take 3 wickets each) ৷ 2টি উইকেট গিয়েছে বোল্টের ঝুলিতে ৷ একটি করে উইকেট পেয়েছেন লকি ফার্গুসন এবং ইশ সোধি ৷