ETV Bharat / sports

T20 WC 2022: সিডনিতে 'অজি বধ' কিউয়িদের, বড় হারে খেতাব ধরে রাখার অভিযান শুরু ফিঞ্চদের

author img

By

Published : Oct 22, 2022, 3:55 PM IST

Updated : Oct 22, 2022, 4:51 PM IST

কিউয়ি'দের বড় ব্যবধানে এই জয়ের নায়ক যদি ব্য়াট হাতে ডেভন কনওয়ে (Devon Conway) হয়ে থাকেন, তবে বল হাতে অস্ট্রেলিয়ার কোমর ভাঙলেন টিম সাউদি (Tim Southee) এবং মিচেল স্য়ান্টনার (Mitchell Santner) ৷ সুপার 12-এর প্রথম ম্য়াচে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 89 রানে হারাল কেন উইলিয়ামসন ব্রিগেড ৷

T20 WC 2022
সিডনিতে 'অজি বধ' কিউয়িদের

সিডনি, 22 অক্টোবর: ঘরের মাঠে খেতাব ধরে রাখার অভিযান মোটেই সুখের হল না অস্ট্রেলিয়ার ৷ সিডনিতে টি-20 বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ল অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন বিশ্বচ্যাম্পিয়নরা ৷ অলরাউন্ড পারফরম্যান্সে সুপার 12-এর প্রথম ম্যাচে অজিদের 89 রানে হারাল নিউজিল্যান্ড (New Zealand beat Australia T20 WC opener) ৷ কিউয়ি'দের বড় ব্যবধানে এই জয়ের নায়ক যদি ব্য়াট হাতে ডেভন কনওয়ে (Devon Conway) হয়ে থাকেন, তবে বল হাতে অস্ট্রেলিয়ার কোমর ভাঙলেন টিম সাউদি (Tim Southee) এবং মিচেল স্য়ান্টনার (Mitchell Santner) ৷

এসসিজি-তে টস জিতে এদিন কেন উইলিয়ামসনের দলকে প্রথমে ব্যাটিং'য়ের আমন্ত্রণ জানান ফিঞ্চ ৷ ওপেনার ফিন অ্যালেনের বিস্ফোরক 16 বলে 42 রানের ইনিংস কিউয়িদের বড় রানের ভিত গড়ে দেয় ৷ 5টি চার এবং 3টি ছক্কা হাঁকিয়ে অ্যালেন ডাগ-আউটে ফিরলেও শেষ পর্যন্ত টিকে রইলেন আরেক ওপেনার ডেভন কনওয়ে ৷ 7টি চার, 2টি ছয়ে বাঁ-হাতি ওপেনারের 58 বলে অপরাজিত 92 রানে ভর করে দু'শোর গণ্ডি স্পর্শ করে নিউজিল্যান্ড (Conway scores 92 runs from 58 balls) ৷ শেষদিকে ব্য়াটে ঝড় তুলে 13 বলে 26 রানে অপরাজিত থাকেন জিমি নিশম ৷ 20 ওভারে মাত্র তিন উইকেট খুইয়ে স্কোরবোর্ডে 200 রান তোলে কেন উইলিয়ামসনের দল ৷

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ‘চাপ’ শব্দ ব্যবহারে নারাজ রোহিত

রান তাড়া করতে নেমে অজিদের তারকাখোচিত ব্যাটিং লাইন-আপ কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ৷ টিম সাউদি এবং মিচেল স্যান্টনাররে জোড়া ফলায় ধসে পড়ে অস্ট্রেলিয়ার টপ-অর্ডার ৷ বাকিটুকু সারেন অন্য়ান্য বোলাররা ৷ 17.1 ওভারে 111 রানেই গুটিয়ে যায় ফিঞ্চের দল ৷ অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান গ্লেন ম্যাক্সওয়েলের (28) ৷ 3টি করে উইকেট নেন সাউদি এবং স্য়ান্টনার (Southee and Santner take 3 wickets each) ৷ 2টি উইকেট গিয়েছে বোল্টের ঝুলিতে ৷ একটি করে উইকেট পেয়েছেন লকি ফার্গুসন এবং ইশ সোধি ৷

সিডনি, 22 অক্টোবর: ঘরের মাঠে খেতাব ধরে রাখার অভিযান মোটেই সুখের হল না অস্ট্রেলিয়ার ৷ সিডনিতে টি-20 বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ল অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন বিশ্বচ্যাম্পিয়নরা ৷ অলরাউন্ড পারফরম্যান্সে সুপার 12-এর প্রথম ম্যাচে অজিদের 89 রানে হারাল নিউজিল্যান্ড (New Zealand beat Australia T20 WC opener) ৷ কিউয়ি'দের বড় ব্যবধানে এই জয়ের নায়ক যদি ব্য়াট হাতে ডেভন কনওয়ে (Devon Conway) হয়ে থাকেন, তবে বল হাতে অস্ট্রেলিয়ার কোমর ভাঙলেন টিম সাউদি (Tim Southee) এবং মিচেল স্য়ান্টনার (Mitchell Santner) ৷

এসসিজি-তে টস জিতে এদিন কেন উইলিয়ামসনের দলকে প্রথমে ব্যাটিং'য়ের আমন্ত্রণ জানান ফিঞ্চ ৷ ওপেনার ফিন অ্যালেনের বিস্ফোরক 16 বলে 42 রানের ইনিংস কিউয়িদের বড় রানের ভিত গড়ে দেয় ৷ 5টি চার এবং 3টি ছক্কা হাঁকিয়ে অ্যালেন ডাগ-আউটে ফিরলেও শেষ পর্যন্ত টিকে রইলেন আরেক ওপেনার ডেভন কনওয়ে ৷ 7টি চার, 2টি ছয়ে বাঁ-হাতি ওপেনারের 58 বলে অপরাজিত 92 রানে ভর করে দু'শোর গণ্ডি স্পর্শ করে নিউজিল্যান্ড (Conway scores 92 runs from 58 balls) ৷ শেষদিকে ব্য়াটে ঝড় তুলে 13 বলে 26 রানে অপরাজিত থাকেন জিমি নিশম ৷ 20 ওভারে মাত্র তিন উইকেট খুইয়ে স্কোরবোর্ডে 200 রান তোলে কেন উইলিয়ামসনের দল ৷

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ‘চাপ’ শব্দ ব্যবহারে নারাজ রোহিত

রান তাড়া করতে নেমে অজিদের তারকাখোচিত ব্যাটিং লাইন-আপ কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ৷ টিম সাউদি এবং মিচেল স্যান্টনাররে জোড়া ফলায় ধসে পড়ে অস্ট্রেলিয়ার টপ-অর্ডার ৷ বাকিটুকু সারেন অন্য়ান্য বোলাররা ৷ 17.1 ওভারে 111 রানেই গুটিয়ে যায় ফিঞ্চের দল ৷ অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান গ্লেন ম্যাক্সওয়েলের (28) ৷ 3টি করে উইকেট নেন সাউদি এবং স্য়ান্টনার (Southee and Santner take 3 wickets each) ৷ 2টি উইকেট গিয়েছে বোল্টের ঝুলিতে ৷ একটি করে উইকেট পেয়েছেন লকি ফার্গুসন এবং ইশ সোধি ৷

Last Updated : Oct 22, 2022, 4:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.