ETV Bharat / sports

T-20 World Cup: আগামী সপ্তাহে বিরাটদের বিশ্বকাপের জার্সি উন্মোচন - BCCI

ভারতীয় দলের জার্সি স্পনসর এমপিএল এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলায় শারীরীকভাবে অধিকাংশ সমর্থক স্টেডিয়ামে দলকে তাতাতে উপস্থিত থাকতে পারবেন না ৷ নয়া এই জার্সির মাধ্যমেই তাদের সমর্থন দলের কাছে পৌঁছে যাবে ৷

T-20 World Cup
আগামী সপ্তাহে বিরাটদের বিশ্বকাপের জার্সি উন্মোচন
author img

By

Published : Oct 8, 2021, 8:58 PM IST

মুম্বই, 8 অক্টোবর: আসন্ন টি-20 বিশ্বকাপে নয়া জার্সি পরে মাঠে নামবে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি ৷ 13 অক্টোবর ভারতীয় ক্রিকেট দলের নয়া সেই জার্সি আত্মপ্রকাশ করাবে বিসিসিআই ৷ শুক্রবার এক ঘোষণায় এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

এক টুইট বার্তায় এদিন বিসিসিআই লেখে, ''যে মুহূর্তের জন্য আমরা সকলে অপেক্ষা করছিলাম ৷ আগামী 13 অক্টোবর এমপিএল স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকুন বড়সড় ঘোষণার জন্য ৷ আপনি কী উত্তেজিত ?" ভারতীয় ক্রিকেট বোর্ডের এই ঘোষণায় পরিষ্কার যে 1992 বিশ্বকাপের রেট্রো জার্সির পরিবর্তে নয়া জার্সি পরে নতুন লুকে আসন্ন টি-20 বিশ্বকাপে অবতীর্ণ হবেন বিরাটরা ৷ গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে 1992 বিশ্বকাপের রেট্রো জার্সি উঠেছিল বিরাটদের গায়ে ৷

ভারতীয় দলের জার্সি স্পনসর এমপিএল এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলায় শারীরীকভাবে অধিকাংশ সমর্থক স্টেডিয়ামে দলকে তাতাতে উপস্থিত থাকতে পারবেন না ৷ নয়া এই জার্সির মাধ্যমেই তাদের সমর্থন দলের কাছে পৌঁছে যাবে ৷ এমনকি জাতীয় দলের নতুন জার্সি সমর্থকদের কাছে খুব সহজলভ্য দামে পৌঁছে যাবে বলেও জানিয়েছে এমপিএল ৷ ফ্যান জার্সি, প্লেয়ার এডিশন জার্সির পাশাপাশি কোহলির স্বাক্ষর করা জার্সিও কিনতে পারবেন ফ্যানেরা ৷

আরও পড়ুন: বিশ্বকাপের জার্সিতে আয়োজক ভারতের নাম লিখল না পাকিস্তান, বিতর্ক চরমে

উল্লেখ্য, আগামী 18 অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথমবার নয়া জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন বিরাটরা ৷ 24 অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া ৷

মুম্বই, 8 অক্টোবর: আসন্ন টি-20 বিশ্বকাপে নয়া জার্সি পরে মাঠে নামবে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি ৷ 13 অক্টোবর ভারতীয় ক্রিকেট দলের নয়া সেই জার্সি আত্মপ্রকাশ করাবে বিসিসিআই ৷ শুক্রবার এক ঘোষণায় এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

এক টুইট বার্তায় এদিন বিসিসিআই লেখে, ''যে মুহূর্তের জন্য আমরা সকলে অপেক্ষা করছিলাম ৷ আগামী 13 অক্টোবর এমপিএল স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকুন বড়সড় ঘোষণার জন্য ৷ আপনি কী উত্তেজিত ?" ভারতীয় ক্রিকেট বোর্ডের এই ঘোষণায় পরিষ্কার যে 1992 বিশ্বকাপের রেট্রো জার্সির পরিবর্তে নয়া জার্সি পরে নতুন লুকে আসন্ন টি-20 বিশ্বকাপে অবতীর্ণ হবেন বিরাটরা ৷ গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে 1992 বিশ্বকাপের রেট্রো জার্সি উঠেছিল বিরাটদের গায়ে ৷

ভারতীয় দলের জার্সি স্পনসর এমপিএল এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলায় শারীরীকভাবে অধিকাংশ সমর্থক স্টেডিয়ামে দলকে তাতাতে উপস্থিত থাকতে পারবেন না ৷ নয়া এই জার্সির মাধ্যমেই তাদের সমর্থন দলের কাছে পৌঁছে যাবে ৷ এমনকি জাতীয় দলের নতুন জার্সি সমর্থকদের কাছে খুব সহজলভ্য দামে পৌঁছে যাবে বলেও জানিয়েছে এমপিএল ৷ ফ্যান জার্সি, প্লেয়ার এডিশন জার্সির পাশাপাশি কোহলির স্বাক্ষর করা জার্সিও কিনতে পারবেন ফ্যানেরা ৷

আরও পড়ুন: বিশ্বকাপের জার্সিতে আয়োজক ভারতের নাম লিখল না পাকিস্তান, বিতর্ক চরমে

উল্লেখ্য, আগামী 18 অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথমবার নয়া জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন বিরাটরা ৷ 24 অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.