বিশাখাপত্তন, 22 নভেম্বর: বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলতে নামছে ভারত ৷ বিশ্বকাপের পর সিনিয়র দলের অধিকাংশ ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ সূর্যকুমার যাদবের নেতৃত্বে তরুণ ভারতীয় দল খেলতে নামছে বৃহস্পতিবার ৷ কিন্তু, বিশ্বকাপ ফাইনাল খেলা দলের অন্যতম সদস্য ছিলেন সূর্যকুমার ৷ যিনি ম্যাচ শেষে নিজেও ভেঙে পড়েছিলেন ৷ ফলে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অজিদের বিরুদ্ধে কীভাবে দলকে নেতৃত্ব দেবেন সূর্য, সেটাই দেখার ৷
গত রবিবার রাতে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ৷ আর তার 96 ঘণ্টার মধ্যে আবারও অস্ট্রেলিয়া দলের মুখোমুখি ভারত ৷ এই সিরিজের জন্য সিনিয়র দলের দুই সদস্যকে রাখা হয়েছে ৷ সূর্যকুমার ছাড়া তরুণ ঈশান কিষাণ দলে রয়েছেন ৷ যিনি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলেছিলেন ওপেনার হিসেবে ৷ উলটোদিকে অস্ট্রেলিয়ার সিনিয়র দলের অধিকাংশ ক্রিকেটার টি-20 সিরিজে খেলবেন ৷ তাঁদের মধ্যে রয়েছে ভারতের স্বপ্নভঙ্গে সবচেয়ে বড় ভূমিকা নেওয়া ওপেনার ট্রাভিস হেড ৷ এছাড়াও, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টইনিস, জস ইংলিস এবং অ্যাডাম জাম্পা ৷
তবে, এই ম্যাচে শুধু শক্তিশালী অজি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া নয় ৷ সেই সঙ্গে থাকছে যশস্বী জয়সওয়াল, রিংকু সিং, তিলক বর্মার মতো তরুণ ক্রিকেটারদের কঠিন প্রতিপক্ষের সামনে মানসিকতার পরীক্ষা ৷ আর সেই পরীক্ষার মাঠের লড়াইয়ে তরুণ এই ব্রিগেডকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে সূর্যকুমার যাদবকে ৷ এই ম্যাচে ভারতের হয়ে ওপেনিংয়ে সম্ভাব্য দুই ব্যাটার হতে পারেন রুতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়াল ৷ ঈশান কিষাণ এক্ষেত্রে উইকেট-কিপার হিসেবে মিডল-অর্ডারের দায়িত্বে থাকবেন ৷ ব্যাটহাতে তাঁকে চার বা পাঁচ নম্বরে নামতে হতে পারে ৷
মূলত সূর্যকুমার এবং ঈশানের মধ্যে যে কেউ এই দুই জায়গায় নামবেন ৷ তিন নম্বরে গত ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেক করা তিলক বর্মা খেলবেন ৷ আর 6 নম্বর খুব সম্ভবত রিংকু সিং ৷ ভারতের সাত থেকে 11 নম্বর অর্থাৎ, অলরাউন্ডার এবং বোলার কারা হবেন ? এ নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে ৷ প্রসিদ্ধ কৃষ্ণা, আরশদীপ সিং এবং আবেশ খান তিন পেসার হতে পারেন ৷ সেক্ষেত্রে অলরাউন্ডার হিসেবে শিবম দুবে অথবা ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল প্রথম একাদশে জায়গা পাবেন ৷
ভারতের সম্ভাব্য একাদশ- সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, যস্বশী জয়সওয়াল, তিলক বর্মা, ঈশান কিষাণ (উইকেট-কিপার), রিংকু সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে/ওয়াশিংটন সুন্দর, আবেশ খান/মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা এবং আরশদীপ সিং ৷