ETV Bharat / sports

WPL Final 2023: রোহিতদের সাফল্য ছুঁতে মরিয়া হরমনরা, প্রথমবার খেতাব জিততে তৈরি দিল্লিও - হরমনপ্রীত কৌর বনাম ম্যাগ ল্যাননিং

রবিবার মুম্বইয়ে উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম সিজনের ফাইনাল (WPL Final 2023) ৷ মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের দ্বৈরথে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলের দুই ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এবং ম্যাগ ল্যাননিং (Harmanpreet Kaur v Mag Lanning) ৷

WPL Final 2023 ETV BHARAT
WPL Final 2023
author img

By

Published : Mar 25, 2023, 7:28 PM IST

মুম্বই, 25 মার্চ: রবিবার উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম সিজনের ফাইনাল ৷ মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে মুখোমুখি হবে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স এবং মেগ ল্যাননিংয়ের দিল্লি ক্যাপিটালস (Mumbai Indians vs Delhi Capitals First WPL Final) ৷ বা বলা যেতে পারে ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ৷ যে ম্যাচকে টুর্নামেন্টের সেরা দুই দলের দ্বৈরথ বলা হচ্ছে ৷ যেখানে দুই দলই একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ জিতেছে ৷ তবে, সাম্প্রতিক ধারাবাহিকতার নিরিখে দিল্লিকে এই ম্যাচে কিছুটা এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা ৷ মূলত, ভারতীয় ওপেনার শেফালি বর্মা এবং অধিনায়ক মেগ ল্যাননিংয়ের বর্তমান ফর্মের নিরিখে ৷

তবে, মুম্বইয়ের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে তাঁদের ওপেনিং ৷ লিগ পর্যায়ে পরপর 5 ম্যাচ জিতে সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে উঠে এসেছিল মুম্বই ৷ কিন্তু, শেষ 4 ম্যাচে মুম্বইয়ের ওপেনিং বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ পাশাপাশি, টুর্নামেন্টের শুরু 5 ম্যাচে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের ব্যাটে রান ছিল ৷ সেখানে শেষ 4 ম্যাচ সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি হরমনপ্রীত ৷ যা মুম্বই শিবিরের বড় চিন্তার কারণ ৷ অলরাউন্ডার ন্যাট সিভার-ব্রান্টের অপরাজিত 72 রানের সুবাদে ইউপি ওয়ারিয়ার্সের বিরুদ্ধে 182 রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ কিন্তু, হরমনপ্রীত 15 বলে 14 রানে সোফি একিলস্টনের বলে বোল্ড হন ৷

তবে, এই টুর্নামেন্টে মুম্বইয়ের সবচেয়ে শক্তিশালী জায়গা তাঁদের বোলিং এবং ফিল্ডিং ৷ টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত মুম্বইয়ের ভারতীয় এবং বিদেশি বোলাররা নিয়মিত উইকেট তুলেছেন ৷ এমনকি টুর্নামেন্টে একমাত্র দল যাঁরা প্রতিপক্ষকে 4 ম্যাচে অল আউট করেছে ৷ এমনকী ইউপি ওয়ারিয়ার্সের বিরুদ্ধে এলিমিনিটরে প্রথম সিজনের প্রথম হ্যাটট্রিক করেছে মুম্বইয়ের ব্রিটিশ মিডিয়াম পেসার ইজি ওয়ং ৷ আর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট নেওয়া প্রথম পাঁচ বোলারের মধ্যে 4 জনই মুম্বইয়ের ৷ সাইকা ইশাক, ন্যাট সিভার-ব্রান্ট, হেলি ম্যাথিউ এবং ইজি ওয়ং ৷

ফলে ফাইনালের দ্বৈরথ মূলত হবে, মুম্বইয়ের বোলিং বনাম দিল্লির ব্যাটিং ৷ দিল্লির ব্যাটিংয়ের ওপেনিংয়ে থাকবেন ক্যাপ্টেন মেগ ল্যাননিং এবং শেফালি বর্মা ৷ তিন নম্বরে অ্যালিস ক্যাপসি, চারে জেমাইমা রদ্রিগেজ ৷ মিডল-অর্ডারে মারিজন ক্যাপ এবং তানিয়া ভাটিয়া ৷ লোয়ার-অর্ডারে অলরাউন্ডার জেস জোনাসেন ৷ লম্বা ব্যাটিং রয়েছে দিল্লি ক্যাপিটালসের ৷ তবে, মুম্বইয়ের ব্যাটিং অর্ডারেও বড় প্লেয়ার রয়েছেন ৷ যস্তিকা ভাটিয়া টুর্নামেন্টে ফর্মে রয়েছেন ৷ ফর্মে আছেন আরেক ওপেনার হেলি ম্যাথিউজ ৷ দিল্লির বোলারদের বিরুদ্ধে এই জুটিকে চলতে হবে ৷

আরও পড়ুন: টসের পরে একাদশ ঘোষণা, একাধিক পরিবর্তিত নিয়মে নয়া আঙ্গিকে আইপিএল

এরপর ন্যাট সিভার-ব্রান্ট, হরমনপ্রীত কৌর, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার এবং ইজি ওয়ং ব্যাট হাতে মুম্বইয়ের ভরসা ৷ তবে, দিল্লির বোলিং খাতায় কলমে ততটা শক্তিশালী নয় ৷ টুর্নামেন্টে দিল্লির এই দুর্বলতা ঢেকে দিয়েছে তাঁদের ব্যাটিং ৷ কিন্তু, মুম্বইয়ের শক্তিশালী বোলিংয়ের সামনে ব্যাটাররা ফ্লপ হলে, বড় পরীক্ষার মুখে পড়বে বোলিং বিভাগ ৷ ফলে শক্তি ও দুর্বলতার দিক থেকে প্রায় সমানে সমানে থাকা দুই দলের দ্বৈরথ রবিবারের প্রথম উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালকে জমজমাট করে তুলবে ৷

মুম্বই, 25 মার্চ: রবিবার উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম সিজনের ফাইনাল ৷ মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে মুখোমুখি হবে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স এবং মেগ ল্যাননিংয়ের দিল্লি ক্যাপিটালস (Mumbai Indians vs Delhi Capitals First WPL Final) ৷ বা বলা যেতে পারে ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ৷ যে ম্যাচকে টুর্নামেন্টের সেরা দুই দলের দ্বৈরথ বলা হচ্ছে ৷ যেখানে দুই দলই একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ জিতেছে ৷ তবে, সাম্প্রতিক ধারাবাহিকতার নিরিখে দিল্লিকে এই ম্যাচে কিছুটা এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা ৷ মূলত, ভারতীয় ওপেনার শেফালি বর্মা এবং অধিনায়ক মেগ ল্যাননিংয়ের বর্তমান ফর্মের নিরিখে ৷

তবে, মুম্বইয়ের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে তাঁদের ওপেনিং ৷ লিগ পর্যায়ে পরপর 5 ম্যাচ জিতে সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে উঠে এসেছিল মুম্বই ৷ কিন্তু, শেষ 4 ম্যাচে মুম্বইয়ের ওপেনিং বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ পাশাপাশি, টুর্নামেন্টের শুরু 5 ম্যাচে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের ব্যাটে রান ছিল ৷ সেখানে শেষ 4 ম্যাচ সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি হরমনপ্রীত ৷ যা মুম্বই শিবিরের বড় চিন্তার কারণ ৷ অলরাউন্ডার ন্যাট সিভার-ব্রান্টের অপরাজিত 72 রানের সুবাদে ইউপি ওয়ারিয়ার্সের বিরুদ্ধে 182 রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ কিন্তু, হরমনপ্রীত 15 বলে 14 রানে সোফি একিলস্টনের বলে বোল্ড হন ৷

তবে, এই টুর্নামেন্টে মুম্বইয়ের সবচেয়ে শক্তিশালী জায়গা তাঁদের বোলিং এবং ফিল্ডিং ৷ টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত মুম্বইয়ের ভারতীয় এবং বিদেশি বোলাররা নিয়মিত উইকেট তুলেছেন ৷ এমনকি টুর্নামেন্টে একমাত্র দল যাঁরা প্রতিপক্ষকে 4 ম্যাচে অল আউট করেছে ৷ এমনকী ইউপি ওয়ারিয়ার্সের বিরুদ্ধে এলিমিনিটরে প্রথম সিজনের প্রথম হ্যাটট্রিক করেছে মুম্বইয়ের ব্রিটিশ মিডিয়াম পেসার ইজি ওয়ং ৷ আর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট নেওয়া প্রথম পাঁচ বোলারের মধ্যে 4 জনই মুম্বইয়ের ৷ সাইকা ইশাক, ন্যাট সিভার-ব্রান্ট, হেলি ম্যাথিউ এবং ইজি ওয়ং ৷

ফলে ফাইনালের দ্বৈরথ মূলত হবে, মুম্বইয়ের বোলিং বনাম দিল্লির ব্যাটিং ৷ দিল্লির ব্যাটিংয়ের ওপেনিংয়ে থাকবেন ক্যাপ্টেন মেগ ল্যাননিং এবং শেফালি বর্মা ৷ তিন নম্বরে অ্যালিস ক্যাপসি, চারে জেমাইমা রদ্রিগেজ ৷ মিডল-অর্ডারে মারিজন ক্যাপ এবং তানিয়া ভাটিয়া ৷ লোয়ার-অর্ডারে অলরাউন্ডার জেস জোনাসেন ৷ লম্বা ব্যাটিং রয়েছে দিল্লি ক্যাপিটালসের ৷ তবে, মুম্বইয়ের ব্যাটিং অর্ডারেও বড় প্লেয়ার রয়েছেন ৷ যস্তিকা ভাটিয়া টুর্নামেন্টে ফর্মে রয়েছেন ৷ ফর্মে আছেন আরেক ওপেনার হেলি ম্যাথিউজ ৷ দিল্লির বোলারদের বিরুদ্ধে এই জুটিকে চলতে হবে ৷

আরও পড়ুন: টসের পরে একাদশ ঘোষণা, একাধিক পরিবর্তিত নিয়মে নয়া আঙ্গিকে আইপিএল

এরপর ন্যাট সিভার-ব্রান্ট, হরমনপ্রীত কৌর, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার এবং ইজি ওয়ং ব্যাট হাতে মুম্বইয়ের ভরসা ৷ তবে, দিল্লির বোলিং খাতায় কলমে ততটা শক্তিশালী নয় ৷ টুর্নামেন্টে দিল্লির এই দুর্বলতা ঢেকে দিয়েছে তাঁদের ব্যাটিং ৷ কিন্তু, মুম্বইয়ের শক্তিশালী বোলিংয়ের সামনে ব্যাটাররা ফ্লপ হলে, বড় পরীক্ষার মুখে পড়বে বোলিং বিভাগ ৷ ফলে শক্তি ও দুর্বলতার দিক থেকে প্রায় সমানে সমানে থাকা দুই দলের দ্বৈরথ রবিবারের প্রথম উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালকে জমজমাট করে তুলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.