ETV Bharat / sports

WPL 2023: 5 ম্যাচে 5 জয়ে প্রথম দল হিসেবে ডব্লিউপিএল-এর প্লে-অফসে ‘মুম্বই চি মুলগিস’ - হরমনপ্রীত কৌর

উইমেন্স প্রিমিয়র লিগে (WPL 2023)-র প্লে-অফসে কোয়ালিফাই করল মুম্বই ইন্ডিয়ান্স ৷ বুধবার গুজরাত জায়ান্টসকে 55 রানে হারিয়ে প্রথম দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন হরমনপ্রীত কৌররা ৷

WPL 2023 ETV BHARAT
WPL 2023
author img

By

Published : Mar 15, 2023, 12:41 PM IST

মুম্বই, 15 মার্চ: অলরাউন্ড টিম পারফর্ম্যান্সের জেরে টানা 5 ম্যাচ জয় মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্সের ৷ আর সেই সঙ্গে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের দ্বিতীয় লেগের শুরুতেই প্লে-অফসে কোয়ালিফাই করে গেল ‘মুম্বই চি মুলগিস’ (Mumbai Indians Become First Team to Qualify for Playoffs) ৷ বুধবার রাতে গুজরাত জায়ান্টসকে 55 রানে ধরাশায়ী করেছেন হরমনপ্রীত কৌররা ৷ ম্যাচের সেরাও হয়েছেন তিনি ৷ টস হারার পর প্রথমে ব্যাট করে হরমনের 51 রানের ইনিংসে ভর করে মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স 8 উইকেটে 162 রান করে ৷ জবাবে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 107 রানে থেমে যায় গুজরাত ৷

প্রথম উইমেন্স প্রিমিয়র লিগে ধারাবাহিক ভালো পারফর্ম্যান্স করে যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ ব্যাটিং, বোলিং এবং আউট ফিল্ড ফিল্ডিংয়ে অসাধারণ পারফর্ম্যান্স দেখাচ্ছেন তাঁরা ৷ ফলে 5 ম্যাচে 5 জয় ৷ আর 10 পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফসে কোয়ালিফাই করেছে মুম্বই ৷ এই টুর্নামেন্টে একটি ম্যাচেও টস জেতেননি মুম্বইয়ের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৷ কিন্তু, প্রতিটি ম্যাচে দাপট দেখিয়েছে তাঁর দল ৷ প্লেয়ার এবং ক্যাপ্টেন হিসেবে তাঁর পারফর্ম্যান্সকেও একশোতে একশো নম্বর দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷

বুধবার মুম্বইয়ের হেলি ম্যাথিউজ কোনও রান পাননি ৷ তবে, যস্তিকা ভাটিয়া 37 বলে 44 রানের ইনিংস খেলেন ৷ ন্যাট সিভার-ব্রান্ট 36 রান করেন ৷ কিন্তু, গুজরাতের বোলিংয়ের সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে পারেননি তাঁরা ৷ অন্যান্য ম্যাচের থেকে এ দিন কিছুটা ধীর গতিতে এগোচ্ছিল মুম্বইয়ের ইনিংস ৷ একটা সময় 140 রান উঠবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল ৷ সেখান থেকেই মুম্বইয়ের ইনিংসের হাল ধরেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৷ উলটো দিক থেকে উইকেট পড়লেও তিনি নিজের আক্রমণাত্মক ভঙ্গি বজায় রেখেছিলেন ৷

হরমনের 170 স্ট্রাইক রেটে 30 বলে 51 রানের ইনিংসে 7টি বাউন্ডারি এবং 2টি ওভার-বাউন্ডারি ছিল ৷ তাঁর ইনিংসের দৌলতে মুম্বই 162 রান তোলে ৷ তবে, এই ম্যাচে সবচেয়ে বেশি করে নজরে এসেছে মুম্বইয়ের বোলিং ৷ ব্র্যাবোর্নের উইকেটে রান তাড়া করতে নেমে ইনিংসে প্রথম বলেই লেগ বিফর হন ওপেনার সোফিয়া ডাঙ্কলে ৷ এরপর সাব্বিনেনি মেঘনা (16) এবং হার্লিন দেওল (22) পার্টনারশিপ তৈরি করলেও, তা মুম্বইয়ের বোলারদের চাপে ফেলতে পারেনি ৷ 34 রানের মাথায় হেলি ম্যাথিউজ এক ওভারে 2 উইকেট তুলে পালটা গুজরাত জায়ান্টসের উপর চাপ তৈরি করেন ৷

আরও পড়ুন: পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে অনিশ্চিত শ্রেয়স

এরপর নির্ধারিত ব্যবধানে উইকেট হারাতে থাকে স্নেহ রানার (20) দল ৷ বুধবারের ম্যাচে ন্যাট সিভার-ব্রান্ট এবং হেলি ম্যাথিউজ 3টি করে উইকেট নিয়েছেন ৷ 2টি উইকেট পেয়েছেন অ্যামিলিয়া কের এবং 1টি উইকেট নেন ইজি ওং ৷ উল্লেখ্য টুর্নামেন্টের পার্পল ক্যাপ হোল্ডার সাইকা ইশাক গুজরাতের বিরুদ্ধে কোনও উইকেট পাননি ৷ এখনও পর্যন্ত 12 উইকেট নিয়ে তিনিই পার্পল ক্যাপের মালিক ৷ ম্যাচ জেতার সঙ্গে মুম্বই প্লে-অফসে কোয়ালিফাই করেছে ৷ এবার তাঁদের লক্ষ্য টেবিল টপার হয়ে সরাসরি ফাইনালে প্রবেশ করা ৷

মুম্বই, 15 মার্চ: অলরাউন্ড টিম পারফর্ম্যান্সের জেরে টানা 5 ম্যাচ জয় মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্সের ৷ আর সেই সঙ্গে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের দ্বিতীয় লেগের শুরুতেই প্লে-অফসে কোয়ালিফাই করে গেল ‘মুম্বই চি মুলগিস’ (Mumbai Indians Become First Team to Qualify for Playoffs) ৷ বুধবার রাতে গুজরাত জায়ান্টসকে 55 রানে ধরাশায়ী করেছেন হরমনপ্রীত কৌররা ৷ ম্যাচের সেরাও হয়েছেন তিনি ৷ টস হারার পর প্রথমে ব্যাট করে হরমনের 51 রানের ইনিংসে ভর করে মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স 8 উইকেটে 162 রান করে ৷ জবাবে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 107 রানে থেমে যায় গুজরাত ৷

প্রথম উইমেন্স প্রিমিয়র লিগে ধারাবাহিক ভালো পারফর্ম্যান্স করে যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ ব্যাটিং, বোলিং এবং আউট ফিল্ড ফিল্ডিংয়ে অসাধারণ পারফর্ম্যান্স দেখাচ্ছেন তাঁরা ৷ ফলে 5 ম্যাচে 5 জয় ৷ আর 10 পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফসে কোয়ালিফাই করেছে মুম্বই ৷ এই টুর্নামেন্টে একটি ম্যাচেও টস জেতেননি মুম্বইয়ের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৷ কিন্তু, প্রতিটি ম্যাচে দাপট দেখিয়েছে তাঁর দল ৷ প্লেয়ার এবং ক্যাপ্টেন হিসেবে তাঁর পারফর্ম্যান্সকেও একশোতে একশো নম্বর দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷

বুধবার মুম্বইয়ের হেলি ম্যাথিউজ কোনও রান পাননি ৷ তবে, যস্তিকা ভাটিয়া 37 বলে 44 রানের ইনিংস খেলেন ৷ ন্যাট সিভার-ব্রান্ট 36 রান করেন ৷ কিন্তু, গুজরাতের বোলিংয়ের সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে পারেননি তাঁরা ৷ অন্যান্য ম্যাচের থেকে এ দিন কিছুটা ধীর গতিতে এগোচ্ছিল মুম্বইয়ের ইনিংস ৷ একটা সময় 140 রান উঠবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল ৷ সেখান থেকেই মুম্বইয়ের ইনিংসের হাল ধরেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৷ উলটো দিক থেকে উইকেট পড়লেও তিনি নিজের আক্রমণাত্মক ভঙ্গি বজায় রেখেছিলেন ৷

হরমনের 170 স্ট্রাইক রেটে 30 বলে 51 রানের ইনিংসে 7টি বাউন্ডারি এবং 2টি ওভার-বাউন্ডারি ছিল ৷ তাঁর ইনিংসের দৌলতে মুম্বই 162 রান তোলে ৷ তবে, এই ম্যাচে সবচেয়ে বেশি করে নজরে এসেছে মুম্বইয়ের বোলিং ৷ ব্র্যাবোর্নের উইকেটে রান তাড়া করতে নেমে ইনিংসে প্রথম বলেই লেগ বিফর হন ওপেনার সোফিয়া ডাঙ্কলে ৷ এরপর সাব্বিনেনি মেঘনা (16) এবং হার্লিন দেওল (22) পার্টনারশিপ তৈরি করলেও, তা মুম্বইয়ের বোলারদের চাপে ফেলতে পারেনি ৷ 34 রানের মাথায় হেলি ম্যাথিউজ এক ওভারে 2 উইকেট তুলে পালটা গুজরাত জায়ান্টসের উপর চাপ তৈরি করেন ৷

আরও পড়ুন: পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে অনিশ্চিত শ্রেয়স

এরপর নির্ধারিত ব্যবধানে উইকেট হারাতে থাকে স্নেহ রানার (20) দল ৷ বুধবারের ম্যাচে ন্যাট সিভার-ব্রান্ট এবং হেলি ম্যাথিউজ 3টি করে উইকেট নিয়েছেন ৷ 2টি উইকেট পেয়েছেন অ্যামিলিয়া কের এবং 1টি উইকেট নেন ইজি ওং ৷ উল্লেখ্য টুর্নামেন্টের পার্পল ক্যাপ হোল্ডার সাইকা ইশাক গুজরাতের বিরুদ্ধে কোনও উইকেট পাননি ৷ এখনও পর্যন্ত 12 উইকেট নিয়ে তিনিই পার্পল ক্যাপের মালিক ৷ ম্যাচ জেতার সঙ্গে মুম্বই প্লে-অফসে কোয়ালিফাই করেছে ৷ এবার তাঁদের লক্ষ্য টেবিল টপার হয়ে সরাসরি ফাইনালে প্রবেশ করা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.