আমেদাবাদ, 5 অক্টোবর: ছবিটা বিশ্বকাপের প্রথম ম্যাচের নাকি করোনা আবহের! হ্য়াঁ গুলিয়ে যেতেই পারে ৷ কোভিডকাল আমরা পেরিয়ে এসেছি বহুদিন আগেই ৷ মারণ ভাইরাসের ভয়টাও ধীরে ধীরে মুছে গিয়েছে অনেকের মন থেকেই ৷ তবু বৃহস্পতিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ফাঁকা আসনগুলি যেন ফিরিয়ে দিল সেই স্মৃতি ৷
বিশ্বকাপের প্রথম ম্যাচ ৷ মাঠে নেমেছে গতবারের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ৷ ম্যাচ যে একপেশে তাও কিন্তু নয় ৷ একদিকে জো রুটের ব্যাট থেকে আগুন ঝড়ছে ৷ তেমনই আবার বল হাতে জ্বলে উঠেছেন গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্টরা ৷ কিন্তু তাও মিলল না অনুরাগীদের দেখা ৷ প্রায় 1 লক্ষ 10 হাজার দর্শক আসন রয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ কিন্তু ম্য়াচ শুরু হওয়ার পর দেখা গেল বেশির ভাগ আসনই ফাঁকা ৷
যদিও টসের সময় পর্যন্ত ভিড় বেশ ভালোই ছিল কিন্তু তারপর ম্যাচ শুরু হতেই ধীরে ধীরে দর্শক সংখ্যা কমতে শুরু করে ৷ স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল, বিনামূল্যে ম্যাচের টিকিট দেওয়া হয়েছে 40 হাজার মহিলাকে ৷ তারপরেও কেন স্টেডিয়াম ভরল না, তা বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান না-হওয়ার মতোই রহস্যে ঘেরা ৷
আরও পড়ুন: 27 বছর পর পুনেতে আবার বিশ্বকাপের ম্যাচ! প্রস্তুতি তুঙ্গে জানালেন রোহিত পাওয়ার
এর আগে 2019 সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ৷ এমন ঐতিহাসিক ফাইনাল এর আগে বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি ৷ এমনকী সুপার ওভারের পরেও কোনও ফলাফল পাওয়া যায়নি এই ম্যাচের ৷ শেষমেষ বেশি বাউন্ডারি স্কোর করায় কাপ গিয়েছিল ইংল্যান্ডের ঝুলিতে ৷ এমন এক রোমহর্ষক ম্যাচ অতীতে উপহার দিয়েছে যে দুই দল তাদের সম্মুখ সমরে শূন্য দর্শকাসন দেখে দুঃখ হওয়াই স্বাভাবিক ৷ প্রসঙ্গত, আজকের ম্য়াচে অবশ্য় চোটের কারণে মাঠে দেখা গেল না কেন উইলিয়ামসনকে ৷