ETV Bharat / sports

টেস্ট থেকে ছিটকে গেলেন শামি, দক্ষিণ আফ্রিকা সফরে জায়গা পেলেন বাংলার অন্য এক পেসার

Mohammed Shami: আগামী 26 তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ ৷ তাতে ছিটকে গেলেন ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি ৷ গোড়ালিতে চোটের জন্য ছিটকে গেলেন তিনি ৷ শনিবার বিসিসিআইয়ের তরফে সোশাল মিডিয়ায় এই তথ্য জানানো হয়েছে ৷ এর পাশাপাশি আগামিকাল থেকে যে ওয়ান-ডে ম্যাচ শুরু হচ্ছে, তাতে দীপক চাহারের জায়গায় থাকছেন বাংলার পেসার ৷

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি
Mohammed Shami
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 11:23 AM IST

Updated : Dec 16, 2023, 11:58 AM IST

মুম্বই, 16 ডিসেম্বর: বিশ্বকাপের সময় গোড়ালিতে চোট লেগেছিল শামির। তা সত্ত্বেও ওই টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছিলেন তিনি। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম এর আগে ইঙ্গিত দিয়েছিল যে সম্পূর্ণ ফিট হতে শামির বেশ কিছুদিন সময় লাগবে। তাই হয়তো পেসারকে ভারত-সাউথ আফ্রিকা সিরিজে পাওয়া যাবে না ৷ সেই আশঙ্কাই সত্যি হল ৷ শনিবার সকালে বিসিসিআই এক্স হ্যান্ডেলে জানায়, চোটের জন্যে ছিটকে গেলেন মহম্মদ শামি ৷ অন্যদিকে, রবিবার অর্থাৎ আগামিকাল থেকে শুরু হতে চলা ওয়ান-ডে সিরিজে দীপক চাহার খেলতে পারবেন না বলে, তাঁর পরিবর্তে জায়গা পেলেন বাংলা থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া পেসার আকাশদীপ।

আগামিকাল থেকে ওয়ান্ডার্সে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পারিবারিক কারণে দেশে ফিরে যেতে হবে বলে ওয়ানডে সিরিজে খেলছেন না টিম ইন্ডিয়ার তারকা পেসার অলরাউন্ডার দীপক চাহার। চাহারের পরিবর্তে ওয়ানডে সিরিজে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে বাংলার 27 বছরের পেসার আকাশ দীপকে। এদিকে, আগামী 26 ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দু-ম্যাচের টেস্ট সিরিজ।

শামি ছাড়াও স্পেশালিস্ট পেসার হিসেবে ভারতীয় স্কোয়াডে আছেন জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা, মুকেশ কুমার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে তাঁর পরিবর্ত হিসেবে এখনও পর্যন্ত কোনও নাম ঘোষণা হয়নি। উল্লেখ্য, এক দিনের বিশ্বকাপে প্রথম চারটি ম্যাচে দলে নেওয়া হয়নি শামিকে। কিন্তু পরের সাত ম্যাচে শামি 24টি উইকেট নেন। এ বারের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট তাঁরই দখলে। এমন এক জন বোলারকে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফরে না পাওয়া দলের জন্য বড় ক্ষতি, বলে মনে করছ ক্রিকেট মহল ৷

আরও পড়ুন:

  1. ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম্যান্স দীপ্তির, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের হাতছানি
  2. রোহিত যুগ অতীত, কামব্যাকেই মুম্বই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ক হার্দিক
  3. ধোনিকে সম্মান জানাতে বিশেষ পদক্ষেপ, 7 নম্বর জার্সি সরিয়ে নিল বিসিসিআই

মুম্বই, 16 ডিসেম্বর: বিশ্বকাপের সময় গোড়ালিতে চোট লেগেছিল শামির। তা সত্ত্বেও ওই টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছিলেন তিনি। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম এর আগে ইঙ্গিত দিয়েছিল যে সম্পূর্ণ ফিট হতে শামির বেশ কিছুদিন সময় লাগবে। তাই হয়তো পেসারকে ভারত-সাউথ আফ্রিকা সিরিজে পাওয়া যাবে না ৷ সেই আশঙ্কাই সত্যি হল ৷ শনিবার সকালে বিসিসিআই এক্স হ্যান্ডেলে জানায়, চোটের জন্যে ছিটকে গেলেন মহম্মদ শামি ৷ অন্যদিকে, রবিবার অর্থাৎ আগামিকাল থেকে শুরু হতে চলা ওয়ান-ডে সিরিজে দীপক চাহার খেলতে পারবেন না বলে, তাঁর পরিবর্তে জায়গা পেলেন বাংলা থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া পেসার আকাশদীপ।

আগামিকাল থেকে ওয়ান্ডার্সে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পারিবারিক কারণে দেশে ফিরে যেতে হবে বলে ওয়ানডে সিরিজে খেলছেন না টিম ইন্ডিয়ার তারকা পেসার অলরাউন্ডার দীপক চাহার। চাহারের পরিবর্তে ওয়ানডে সিরিজে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে বাংলার 27 বছরের পেসার আকাশ দীপকে। এদিকে, আগামী 26 ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দু-ম্যাচের টেস্ট সিরিজ।

শামি ছাড়াও স্পেশালিস্ট পেসার হিসেবে ভারতীয় স্কোয়াডে আছেন জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা, মুকেশ কুমার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে তাঁর পরিবর্ত হিসেবে এখনও পর্যন্ত কোনও নাম ঘোষণা হয়নি। উল্লেখ্য, এক দিনের বিশ্বকাপে প্রথম চারটি ম্যাচে দলে নেওয়া হয়নি শামিকে। কিন্তু পরের সাত ম্যাচে শামি 24টি উইকেট নেন। এ বারের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট তাঁরই দখলে। এমন এক জন বোলারকে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফরে না পাওয়া দলের জন্য বড় ক্ষতি, বলে মনে করছ ক্রিকেট মহল ৷

আরও পড়ুন:

  1. ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম্যান্স দীপ্তির, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের হাতছানি
  2. রোহিত যুগ অতীত, কামব্যাকেই মুম্বই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ক হার্দিক
  3. ধোনিকে সম্মান জানাতে বিশেষ পদক্ষেপ, 7 নম্বর জার্সি সরিয়ে নিল বিসিসিআই
Last Updated : Dec 16, 2023, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.