হায়দরাবাদ, 8 নভেম্বর: সেমিফাইনালে আগেই উঠে গিয়েছে ভারত ৷ ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে একনম্বর জায়গাও পাকা করে নিয়েছেন রোহিত শর্মারা ৷ আগামী রবিবার নিয়মরক্ষার ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৷ ক্রিকেট বিশ্বকাপের সেই ম্যাচের আগে লম্বা ছুটি ভারতীয় দলের ৷ তাই অবসর সময়টাকে কাজে লাগালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজাকে মোক্ষম জবাব দেওয়ার জন্য ৷ বেশি স্যুইং করানোর জন্য ভারতীয় বোলারদের আলাদা বল দেওয়া হয়, এমনই উদ্ভট মন্তব্য করেছিলেন হাসান ৷ এ নিয়ে শামির পালটা প্রশ্ন, ‘‘আপনি খেলোয়াড়ই ছিলেন তো ?’’
বুধবার শামি ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানি স্পোর্ট চ্যানেলে হাসান রাজার সেই মন্তব্যের ভিডিয়ো পোস্ট করেন ৷ সঙ্গে শামির নিজের লেখা বক্তব্য ৷ শামির উপদেশ নিজেদের দলের খেলায় মনোযোগ দিক পাকিস্তান ৷ তিনি লেখেন, ‘‘একটু তো লজ্জা করুন বন্ধু ৷ খেলায় মনোযোগ দিন, বাজে কথা না বলে ৷ কখনও তো অন্যের সাফল্যকে উপভোগ করতে শিখুন ৷ আইসিসি বিশ্বকাপ এটা, আপনার স্থানীয় টুর্নামেন্ট নয় ৷ আর আপনি খেলোয়াড়ই ছিলেন তো ? ওয়াসিম ভাই বিস্তারিত বুঝিয়ে দিয়েছিলেন, তার পরেও ! হাহাহাহাহাহাহাহাহা (হাসির ইমোজি), নিজেদের খেলোয়াড় ওয়াসিম আক্রমের উপর আপনার বিশ্বাস নেই ! নিজের প্রশংসা করতে ব্যস্ত হয়ে পড়েছেন ৷ মহাশয় আপনি তো ‘জাস্ট লাইক আ ওয়াও’ ৷’’
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: রূপকথার ইনিংসে হাফ-ডজন রেকর্ডের মালিক 'ম্যাড ম্যাক্স'
উল্লেখ্য, গত তিন ম্যাচে ভারতের অসাধারণ পারফর্ম্যান্সের সমালোচনা করায়, পালটা সমালোচিত হয়েছেন হাসান রাজা ৷ এমনকী ওয়াসিম আক্রম, শোয়েব মালিক এবং মইন খানের মতো প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা রাজার সমালোচনা করেন ৷ একধাপ এগিয়ে আক্রম এও জানান, রাজার মতো তিনিও মজা পেয়েছেন ৷ তবে, বিশ্বের সামনে পাকিস্তানকে যেন অপ্রস্তুতে না ফেলেন রাজা, সেই অনুরোধ করেন আক্রম ৷
এই বিশ্বকাপে মহম্মদ শামি ভারতের হয়ে প্রথম চার ম্যাচে খেলেননি ৷ হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়ে ছিটকে যেতেই, প্রথম একাদশে সুযোগ পান শামি ৷ আর পড়ে পাওয়া চোদ্দোআনার মতো সেই সুযোগকে কাজে লাগান তিনি ৷ প্রথম ম্যাচে টুর্নামেন্টে সেই মুহূর্তে অপ্রতিরোধ্য মনে হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট তুলে নেন ৷ তবে, পারফর্ম্যান্সের গ্রাফ এতটুকুও কমেনি ৷ বরং, ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউয়ে তাঁর স্যুইংয়ের জালে ফাঁসেন বেন স্টোকসরা ৷ সেখানেও 4 উইকেট ছিল শামির নামের পাশে ৷
আরও পড়ুন: ভারতীয় দলকে ভয় পাচ্ছে সবাই, সৌজন্যে রোহিত-রাহুল; মত প্রাক্তন ভারতীয় স্পিনারের
গত 2 নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফের জ্বলে ওঠেন 'লালা' ৷ 5 উইকেট নিয়ে শ্রীলঙ্কার মিডল-অর্ডারের কোমর ভেঙে দেন তিনি ৷ আর গত রবিবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শামি ৷ প্রথম ওভারেই এডেন মার্করামের উইকেট এবং দ্বিতীয় ওভারে রাসি ভ্যান ডার ডুসেনকে আউট করেন ৷ টুর্নামেন্টে মাত্র 4 ম্যাচ খেলে 16 উইকেট নিয়েছেন তিনি ৷ টুর্নামেন্টে ভারতীয় দলের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি ৷
আরও পড়ুন: সচিনই অনুপ্রেরণা, জানালেন বিশ্বকাপে আফগানদের প্রথম সেঞ্চুরিয়ন