ETV Bharat / sports

Shami replaces Bumrah: বিশ্বকাপে বুমরার 'গতিরোধে' শামির সুইংয়েই আস্থা নির্বাচকদের - টি 20 বিশ্বকাপের 15 জনের দলে এলেন মহম্মদ শামি

জসপ্রীত বুমরার পরিবর্তে টি-20 বিশ্বকাপের 15 জনের দলে এলেন মহম্মদ শামি (Mohammed Shami replaces Jasprit Bumrah)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 14, 2022, 4:55 PM IST

Updated : Oct 14, 2022, 10:00 PM IST

মুম্বই, 14 অক্টোবর: চোট পেয়ে বিশ্বকাপের দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা । তাঁর পরিবর্তে 15 জনের দলে এলেন মহম্মদ শামি । অস্ট্রেলিয়ার পিচে শামির অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মত পোষণ করেছিলেন প্রাক্তনরা (T-20 World Cup Squad) । এদিন তাঁকেই দলে অন্তর্ভুক্তির কথা ঘোষণা করে বিসিসিআই । প্রথমে 15 জনের দলে না-নেওয়া হলেও শামিকে রিজার্ভ দলে রাখা হয়েছিল (Mohammed Shami replaces Jasprit Bumrah)।

শেষ টি-20 বিশ্বকাপের পর ভারতের হয়ে কুড়ি-বিশের ফর্ম্যাটে মাঠে নামেননি শামি । করোনাক্রান্ত হওয়ায় ছিলেন না অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজেও । সেই শামির অভিজ্ঞতাকেই ক্যাঙারুদের দেশের কঠিন পিচে কাজে লাগাতে চাইছে রোহিত শর্মার দল ।

আরও পড়ুন: সৌরভকে সরিয়ে মসনদে রজার, কী বলছেন একদা সতীর্থ শাস্ত্রী ?

বুমরার পর চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহারও । অতিরিক্ত স্কোয়াডের অংশ ছিলেন দেশের জোরে বোলার । তাঁর বদলে মহম্মদ শামি, মহম্মদ সিরাজের সঙ্গে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে শার্দূল ঠাকুরকে । তারপরেই এদিন জানিয়ে দেওয়া হয়, বুমরার পরিবর্তে 15 জনের দলে অন্তর্ভুক্ত করা হল শামিকে ।

মুম্বই, 14 অক্টোবর: চোট পেয়ে বিশ্বকাপের দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা । তাঁর পরিবর্তে 15 জনের দলে এলেন মহম্মদ শামি । অস্ট্রেলিয়ার পিচে শামির অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মত পোষণ করেছিলেন প্রাক্তনরা (T-20 World Cup Squad) । এদিন তাঁকেই দলে অন্তর্ভুক্তির কথা ঘোষণা করে বিসিসিআই । প্রথমে 15 জনের দলে না-নেওয়া হলেও শামিকে রিজার্ভ দলে রাখা হয়েছিল (Mohammed Shami replaces Jasprit Bumrah)।

শেষ টি-20 বিশ্বকাপের পর ভারতের হয়ে কুড়ি-বিশের ফর্ম্যাটে মাঠে নামেননি শামি । করোনাক্রান্ত হওয়ায় ছিলেন না অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজেও । সেই শামির অভিজ্ঞতাকেই ক্যাঙারুদের দেশের কঠিন পিচে কাজে লাগাতে চাইছে রোহিত শর্মার দল ।

আরও পড়ুন: সৌরভকে সরিয়ে মসনদে রজার, কী বলছেন একদা সতীর্থ শাস্ত্রী ?

বুমরার পর চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহারও । অতিরিক্ত স্কোয়াডের অংশ ছিলেন দেশের জোরে বোলার । তাঁর বদলে মহম্মদ শামি, মহম্মদ সিরাজের সঙ্গে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে শার্দূল ঠাকুরকে । তারপরেই এদিন জানিয়ে দেওয়া হয়, বুমরার পরিবর্তে 15 জনের দলে অন্তর্ভুক্ত করা হল শামিকে ।

Last Updated : Oct 14, 2022, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.