ETV Bharat / sports

ICC World Cup 2023: সন্ধিপুজোর সন্ধিক্ষণে ব্রাত্যজনের স্পর্ধার প্রত্যাবর্তন

ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ শামি নামলেন, প্রতিপক্ষ কিউয়ি ব্যাটারদের মাপলেন এবং পাঁচ উইকেট নেওয়ার মস্তানি দেখিয়ে মাঠ ছাড়লেন । শামির পারফরম্যান্স ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলবে ।

Etv Bharat
সন্ধিপুজোর সন্ধিক্ষণে ব্রাত্যজনের স্পর্ধার প্রত্যাবর্তন
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 8:39 PM IST

ধরমশালা, 22 অক্টোবর: সন্ধিপুজোর সন্ধিক্ষণে ব্রাত্যজনের স্পর্ধার প্রত্যাবর্তন । প্রত্যাবর্তনের নাম মহম্মদ শামি । রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মার বিশ্বকাপের রোডম্যাপে উত্তরপ্রদেশ-জাত বাংলার পেসার পরিবর্ত হিসেবে চিহ্নিত । ফলে ডাগ-আউটে বসে সুযোগের অপেক্ষা ছাড়া পথ ছিল না মধ্য তিরিশের ভারতীয় পেসারের । পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার চোট মহম্মদ শামির জন্য দরজা খুলে দেয় । একটা সুযোগের অপেক্ষা করছিলেন তিনি । ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে শামি নামলেন, প্রতিপক্ষ কিউয়ি ব্যাটারদের মাপলেন এবং পাঁচ উইকেট নেওয়ার মস্তানি দেখিয়ে মাঠ ছাড়লেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অবজ্ঞা যত কঠিন হয়, মহম্মদ শামি ততই কঠোরভাবে প্রত্যাঘাত করেন । পারফরম্যান্সের হাত ধরে সমালোচকদের মুখ লুকোতে বাধ্য করেন । অষ্টমীর সন্ধ্যায় বঙ্গ পেসারের এই প্রত্যাবর্তন নতুন নয় । ভারতীয় দলের সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষুরধার পেসার দলে থাকলেও ব্রাত্য । চলতি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া চোট না-পেলে হয়তো জল বয়েই শেষ হত অভিযান । অথচ বিশ্বকাপের মঞ্চে যতবার সুযোগ পেয়েছেন তখনই জ্বলে উঠেছেন ।

চারবছর আগে 2019 বিশ্বকাপে টানা 4 ম্যাচ বসে থাকার পর আফগানিস্তানের বিপক্ষে কামব্যাক ম্যাচে 4টি উইকেট (হ্যাটট্রিক-সহ) তুলেছিলেন । পরিসংখ্যান ছিল 9.5-1-40-4 । 2023 বিশ্বকাপে একই ছবি । টানা 4 ম্যাচ বসে থাকার পর নিউজিল্যান্ডের বিপক্ষে কামব্যাক ম্যাচে 5 উইকেট তুললেন, পরিসংখ্যান 10-0-54-5 ।

আফগানিস্তানের তুলনায় নিউজিল্যান্ড ধারেভারে অনেক এগিয়ে । তাদের বিরুদ্ধে শামি ফিরলেন । কারণ প্রত্যাঘাতের আগুনটা জ্বালিয়ে রেখেছিলেন । তাই তো প্রতিটি উইকেট শিকারের পরে তাঁর উদযাপনে ছিল দগ্ধিত মনের দগদগে ক্ষতর জ্বালা । যা শামির আচরণের বিপরীত । পাঁচ নম্বর উইকেট ঝুলিতে ভরার পর সতীর্থদের অভিনন্দন আলিঙ্গনে শামি । আলিঙ্গন কি প্রায়শ্চিত্তের ?

ICC World Cup 2023
শামির পারফরম্যান্স ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলবে

চোট সারিয়ে ফিরবেন হার্দিক পান্ডিয়া । পরের ম্যাচে তাঁর প্রত্যাবর্তন মানে কি শামি ফের ডাগ-আউটে ? পাঁচ উইকেট নেওয়া পেসারকে কি বসানোর আগে রাহুল-রোহিত জুটিকে ভাবতে হবে। চলতি বিশ্বকাপে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ জুটি সফল । তিন নম্বর পেসার হিসেবে অলরাউন্ডার পান্ডিয়া আস্থা যোগাচ্ছেন । রয়েছেন শার্দূল ঠাকুর । এই প্রেক্ষাপটে ঠাকুর এবং সিরাজের পারফরম্যান্স গ্রাফে ধারাবাহিকতার অভাব অল্প হলেও রয়েছে । ধরমশালায় শামির পাঁচ উইকেট ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলবে । অন্তত গৌতম গম্ভীর, হরভজন সিংরা তাই বলছেন ।

আরও পড়ুন: কামব্যাকে শামির পঞ্চবাণ, মাইলস্টোন ছুঁয়ে উপেক্ষার জবাব বঙ্গপেসারের

ধরমশালা, 22 অক্টোবর: সন্ধিপুজোর সন্ধিক্ষণে ব্রাত্যজনের স্পর্ধার প্রত্যাবর্তন । প্রত্যাবর্তনের নাম মহম্মদ শামি । রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মার বিশ্বকাপের রোডম্যাপে উত্তরপ্রদেশ-জাত বাংলার পেসার পরিবর্ত হিসেবে চিহ্নিত । ফলে ডাগ-আউটে বসে সুযোগের অপেক্ষা ছাড়া পথ ছিল না মধ্য তিরিশের ভারতীয় পেসারের । পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার চোট মহম্মদ শামির জন্য দরজা খুলে দেয় । একটা সুযোগের অপেক্ষা করছিলেন তিনি । ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে শামি নামলেন, প্রতিপক্ষ কিউয়ি ব্যাটারদের মাপলেন এবং পাঁচ উইকেট নেওয়ার মস্তানি দেখিয়ে মাঠ ছাড়লেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অবজ্ঞা যত কঠিন হয়, মহম্মদ শামি ততই কঠোরভাবে প্রত্যাঘাত করেন । পারফরম্যান্সের হাত ধরে সমালোচকদের মুখ লুকোতে বাধ্য করেন । অষ্টমীর সন্ধ্যায় বঙ্গ পেসারের এই প্রত্যাবর্তন নতুন নয় । ভারতীয় দলের সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষুরধার পেসার দলে থাকলেও ব্রাত্য । চলতি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া চোট না-পেলে হয়তো জল বয়েই শেষ হত অভিযান । অথচ বিশ্বকাপের মঞ্চে যতবার সুযোগ পেয়েছেন তখনই জ্বলে উঠেছেন ।

চারবছর আগে 2019 বিশ্বকাপে টানা 4 ম্যাচ বসে থাকার পর আফগানিস্তানের বিপক্ষে কামব্যাক ম্যাচে 4টি উইকেট (হ্যাটট্রিক-সহ) তুলেছিলেন । পরিসংখ্যান ছিল 9.5-1-40-4 । 2023 বিশ্বকাপে একই ছবি । টানা 4 ম্যাচ বসে থাকার পর নিউজিল্যান্ডের বিপক্ষে কামব্যাক ম্যাচে 5 উইকেট তুললেন, পরিসংখ্যান 10-0-54-5 ।

আফগানিস্তানের তুলনায় নিউজিল্যান্ড ধারেভারে অনেক এগিয়ে । তাদের বিরুদ্ধে শামি ফিরলেন । কারণ প্রত্যাঘাতের আগুনটা জ্বালিয়ে রেখেছিলেন । তাই তো প্রতিটি উইকেট শিকারের পরে তাঁর উদযাপনে ছিল দগ্ধিত মনের দগদগে ক্ষতর জ্বালা । যা শামির আচরণের বিপরীত । পাঁচ নম্বর উইকেট ঝুলিতে ভরার পর সতীর্থদের অভিনন্দন আলিঙ্গনে শামি । আলিঙ্গন কি প্রায়শ্চিত্তের ?

ICC World Cup 2023
শামির পারফরম্যান্স ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলবে

চোট সারিয়ে ফিরবেন হার্দিক পান্ডিয়া । পরের ম্যাচে তাঁর প্রত্যাবর্তন মানে কি শামি ফের ডাগ-আউটে ? পাঁচ উইকেট নেওয়া পেসারকে কি বসানোর আগে রাহুল-রোহিত জুটিকে ভাবতে হবে। চলতি বিশ্বকাপে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ জুটি সফল । তিন নম্বর পেসার হিসেবে অলরাউন্ডার পান্ডিয়া আস্থা যোগাচ্ছেন । রয়েছেন শার্দূল ঠাকুর । এই প্রেক্ষাপটে ঠাকুর এবং সিরাজের পারফরম্যান্স গ্রাফে ধারাবাহিকতার অভাব অল্প হলেও রয়েছে । ধরমশালায় শামির পাঁচ উইকেট ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলবে । অন্তত গৌতম গম্ভীর, হরভজন সিংরা তাই বলছেন ।

আরও পড়ুন: কামব্যাকে শামির পঞ্চবাণ, মাইলস্টোন ছুঁয়ে উপেক্ষার জবাব বঙ্গপেসারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.