ETV Bharat / sports

'ভারত সেরা দল', রোহিতদের সমীহ করেও জিততে তৈরি অজিরা - হুঙ্কার দিলেন মিচেল স্টার্ক

Mitchell Starc on World Cup Final: আমেদাবাদে ফাইনালে ভারতকে থামানোর হুঙ্কার দিলেন অজিদের জোরে বোলার ৷ নিজেদের সেরাটা উজার করে দেওয়ার বার্তা দিলেন মিচেল স্টার্ক ৷

Mitchell Starc Shares His Thoughts on Final
ভারতকে থামানোর হুঙ্কার দিলেন মিচেল স্টার্ক
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 9:43 PM IST

Updated : Nov 17, 2023, 10:00 PM IST

কলকাতা, 17 নভেম্বর: প্রতিপক্ষের সঙ্গে 'মাইন্ড গেম' খেলাটা অস্ট্রেলিয়ার পুরনো স্বভাব ৷ স্টিভ ওয়া, রিকি পন্টিংদের আমল থেকেই চলে আসছে শত্রুর মনোবল ভেঙে দেওয়ার এই স্ট্র্যাটেজি ৷ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এখন আরও একবার বিশ্বজয়ের হাতছানি ৷ রবিবার আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রতিপক্ষ ভারতকে টেক্কা দিতে পারলেই হাফডজন বিশ্বকাপ জয়ের রেকর্ড করতে পারবেন কামিন্সরা । তবে খেলার আগেই ভারতকে সেরা হিসেবে স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ার জোরে বোলার ৷

কলকাতাতে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আমেদাবাদে অস্ট্রেলিয়া । কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কি দুরন্ত ফর্মে থাকা ভারতীয় দলকে সামলাতে পারবে? 1 লক্ষ 32 হাজার দর্শকের সামনে অস্ট্রেলিয়ার প্রতিটি উইকেটের জন্য টিম ইন্ডিয়া যে মরিয়া প্রয়াস করবে তাতে কোনও সন্দেহ নেই । অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক ইতিমধ্যেই জানিয়েছেন তাঁরা সঠিক সময়ে ফর্মের চূড়োয় পৌঁছেছেন ।

প্রোটিয়াদের বিরুদ্ধে জয় ছিনিয়ে ফাইনালের টিকিট হাতে পাওয়ার পরে তিনি বলেন, "ঠিক সময় দল ফর্মে ফিরেছে ৷ তাই আমরা ফাইনালে । আমরা সেরাদের বিরুদ্ধে লড়ব সেরা হওয়ার জন্য । ভারতীয় দল এখন পর্যন্ত সেরা ক্রিকেট খেলছে । দু'টো দলই সেরা খেলে ফাইনালে পৌঁছেছে । আমরা ফাইনালে এমন এক দলের বিরুদ্ধে খেলতে যাচ্ছি যারা অপরাজিত । আমরা প্রথম ম্যাচে ওদের বিরুদ্ধে খেলেছিলাম । এবার শেষ ম্যাচটাও খেলতে যাচ্ছি । জয়-পরাজয়ে হিসাব দিয়ে শেষ হবে বিশ্বকাপ ।"

2003 সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েই কাপ জিতেছিল অস্ট্রেলিয়া । স্টার্ক জানান, তিনি শুধু অস্ট্রেলিয়া জিতেছিল এটাই মনে রেখেছেন । আমেদাবাদে কাপ জয়ের লাস্ট ফ্রন্টিয়ারে দু'দলই চাপে থাকবে বলে মনে করা হচ্ছে । যে দল চাপ সামলাতে পারবে তারা বাজিমাত করবে । স্টার্কের মতে, দু'দলের কাছেই কথাটা সত্যি । এই দুই দলই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল । পরস্পরের সাজঘরের পরিস্থিতির দিকে তাকিয়ে থাকবে সকলেই । বিশ্বকাপ ফাইনাল বড় মঞ্চ । সেখানে সবকিছুই উচ্চকিত । ক্রিকেটের সেরাটা নিংড়ে দেওয়ার মধ্যে খেতাব লেখা থাকে।

আরও পড়ুন:

  1. 'সবকা বদলা লেগা রে তেরা রোহিত', হিটম্যানই কি হবেন ফাইনালের ফয়জল ?
  2. 'শান্ত থাক, নতুন পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন নেই', অজি মহরণের আগে 'পেপটক' শাস্ত্রীর

কলকাতা, 17 নভেম্বর: প্রতিপক্ষের সঙ্গে 'মাইন্ড গেম' খেলাটা অস্ট্রেলিয়ার পুরনো স্বভাব ৷ স্টিভ ওয়া, রিকি পন্টিংদের আমল থেকেই চলে আসছে শত্রুর মনোবল ভেঙে দেওয়ার এই স্ট্র্যাটেজি ৷ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এখন আরও একবার বিশ্বজয়ের হাতছানি ৷ রবিবার আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রতিপক্ষ ভারতকে টেক্কা দিতে পারলেই হাফডজন বিশ্বকাপ জয়ের রেকর্ড করতে পারবেন কামিন্সরা । তবে খেলার আগেই ভারতকে সেরা হিসেবে স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ার জোরে বোলার ৷

কলকাতাতে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আমেদাবাদে অস্ট্রেলিয়া । কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কি দুরন্ত ফর্মে থাকা ভারতীয় দলকে সামলাতে পারবে? 1 লক্ষ 32 হাজার দর্শকের সামনে অস্ট্রেলিয়ার প্রতিটি উইকেটের জন্য টিম ইন্ডিয়া যে মরিয়া প্রয়াস করবে তাতে কোনও সন্দেহ নেই । অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক ইতিমধ্যেই জানিয়েছেন তাঁরা সঠিক সময়ে ফর্মের চূড়োয় পৌঁছেছেন ।

প্রোটিয়াদের বিরুদ্ধে জয় ছিনিয়ে ফাইনালের টিকিট হাতে পাওয়ার পরে তিনি বলেন, "ঠিক সময় দল ফর্মে ফিরেছে ৷ তাই আমরা ফাইনালে । আমরা সেরাদের বিরুদ্ধে লড়ব সেরা হওয়ার জন্য । ভারতীয় দল এখন পর্যন্ত সেরা ক্রিকেট খেলছে । দু'টো দলই সেরা খেলে ফাইনালে পৌঁছেছে । আমরা ফাইনালে এমন এক দলের বিরুদ্ধে খেলতে যাচ্ছি যারা অপরাজিত । আমরা প্রথম ম্যাচে ওদের বিরুদ্ধে খেলেছিলাম । এবার শেষ ম্যাচটাও খেলতে যাচ্ছি । জয়-পরাজয়ে হিসাব দিয়ে শেষ হবে বিশ্বকাপ ।"

2003 সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েই কাপ জিতেছিল অস্ট্রেলিয়া । স্টার্ক জানান, তিনি শুধু অস্ট্রেলিয়া জিতেছিল এটাই মনে রেখেছেন । আমেদাবাদে কাপ জয়ের লাস্ট ফ্রন্টিয়ারে দু'দলই চাপে থাকবে বলে মনে করা হচ্ছে । যে দল চাপ সামলাতে পারবে তারা বাজিমাত করবে । স্টার্কের মতে, দু'দলের কাছেই কথাটা সত্যি । এই দুই দলই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল । পরস্পরের সাজঘরের পরিস্থিতির দিকে তাকিয়ে থাকবে সকলেই । বিশ্বকাপ ফাইনাল বড় মঞ্চ । সেখানে সবকিছুই উচ্চকিত । ক্রিকেটের সেরাটা নিংড়ে দেওয়ার মধ্যে খেতাব লেখা থাকে।

আরও পড়ুন:

  1. 'সবকা বদলা লেগা রে তেরা রোহিত', হিটম্যানই কি হবেন ফাইনালের ফয়জল ?
  2. 'শান্ত থাক, নতুন পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন নেই', অজি মহরণের আগে 'পেপটক' শাস্ত্রীর
Last Updated : Nov 17, 2023, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.