দুবাই, 19 ডিসেম্বর: নিলামের টেবিলে জাতীয় দলের অধিনয়াককে ছাপিয়ে গেলেন অজি স্পিডস্টার মিচেল স্টার্ক ৷ দিনের শুরুতে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হয়েছিলেন প্যাট কামিন্স ৷ অজি অধিনায়ক সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছিলেন 20 কোটি 50 লক্ষ টাকায় ৷ নিলামের টেবিলে কিছুক্ষণের মধ্যে সেই অংক ছাপিয়ে গেলেন স্টার্ক ৷ 24 কোটি 75 লক্ষ টাকায় তাঁকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স ৷ পার্সের 20 কোটিরও বেশি টাকা খরচ করে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দলে নিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু তাঁকেও ছাপিয়ে গেলেন স্টার্ক ৷
-
Our Starc! ⚡pic.twitter.com/BsbLjAjq7k
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Our Starc! ⚡pic.twitter.com/BsbLjAjq7k
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2023Our Starc! ⚡pic.twitter.com/BsbLjAjq7k
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2023
এর আগে 2015 সালে শেষবার আইপিএল খেলেছিলেন স্টার্ক ৷ 13 ম্যাচে শিকার করেছিলেন 20 উইকেট ৷ ইকোনমি রেট 6.76 ৷ আর বোলিং গড় 14.55 ৷ তখন তাঁকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ৷ বিরাট কোহলির অধিনায়কত্বে দলে খেলেছিলেন তিনি ৷ শাহরুখ খানের দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ তাঁর নেতৃত্বেই এবার দলে খেলবেন মিচেল ৷
-
History was made here💜💜💜 pic.twitter.com/TjwsVf4SWc
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">History was made here💜💜💜 pic.twitter.com/TjwsVf4SWc
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2023History was made here💜💜💜 pic.twitter.com/TjwsVf4SWc
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2023
আইপিএল-এর অকশন টেবিলে এর আগে এত টাকা পাননি কেউই ৷ কেকেআর এবার বড় বাজি খেলল বাঁ হাতি এই জোরে বোলারকে দলে এনে ৷ নিলামের আগে তাঁদের হাতে ছিল 32 কোটি 70 লক্ষ টাকা ৷ দিনের শুরুতে তাঁরা দলে এনেছিল কেএস ভরত, চেতন সাকারিয়াকে ৷ তবে দিনের সেরা ক্রয় অবশ্যই মিচেল ৷ 16 কোটি 25 লক্ষ টাকা করে পেয়েছিলেন ক্রিস মরিস এবং নিকোলাস পুরানও ৷ পুরানকে দলে নিয়েছিল লখনউ সুপারজায়েন্টস আর মরিস খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে ৷
-
First words as a Knight Rider. Welcome to Kolkata, @KonaBharat! 🤝 pic.twitter.com/ZlCAFlpEMl
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">First words as a Knight Rider. Welcome to Kolkata, @KonaBharat! 🤝 pic.twitter.com/ZlCAFlpEMl
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2023First words as a Knight Rider. Welcome to Kolkata, @KonaBharat! 🤝 pic.twitter.com/ZlCAFlpEMl
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2023
এদিন নিলামের টেবিলে গুজরাত টাইটান্সের সঙ্গে বিডে নেমেছিল কেকেআর ৷ তাদের হারিয়ে শেষ পর্যন্ত বেগুনি জার্সির জন্য নিশ্চিত হল মিচেলের নাম ৷ এর আগে 2023 সালে আইপিএল-এর নিলামে সবচেয়ে বেশি দর উঠেছিল স্যাম করনের জন্য ৷ 18 কোটি 75 লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে টেনেছিল পঞ্জাব কিংস ৷ সেই বছরই 17 কোটি 50 লক্ষ টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ানস ৷
2015 সালে দিল্লি ডেয়ারডেভিলস অর্থাৎ আজকের দিল্লি ক্যাপিটালস 16 কোটি টাকায় ঘরে তুলেছিল যুবরাজ সিংকে ৷ সেই সময় এটাই ছিল আইপিএল-এর সবচেয়ে দামি ক্রয় ৷ তবে এখন সময়টা বদলেছে ৷ বিশ্বকাপ ঘরে তোলা অস্ট্রেলিয়ানরা নিলামের টেবিলে কথায় কথায় মাত দিলেন অন্যদের ৷ যদিও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলও বেশ ভালো দর পেয়েছেন নিলামে ৷ তাঁকে দলে নিতে 14 কোটিরও বেশি টাকা খরচ করেছে চেন্নাই সুপার কিংস ৷
আরও পড়ুন: