ETV Bharat / sports

TATA IPL 2022 : মিলার ধামাকায় পয়েন্ট তালিকার মগডালে গুজরাত, ফের আঁধারে চেন্নাই - David Miller hits unbeaten 94 runs to thrash CSK

বহুদিন পর প্রোটিয়া ক্রিকেটারের ব্যাটে ঝড় দেখল আইপিএল ৷ মিলারের 51 বলে অপরাজিত 94 রানের বিস্ফোরক ইনিংসে খড়কুটোর মত উড়ে গেল রবীন্দ্র জাদেজা অ্যান্ড কোম্পানি (David Miller hits unbeaten 94 runs to thrash CSK) ৷

TATA IPL 2022
মিলার ধামাকায় পয়েন্ট তালিকার মগডালে গুজরাত
author img

By

Published : Apr 18, 2022, 7:34 AM IST

পুনে, 18 এপ্রিল : জয় যেন অভ্যেসে পরিণত করে ফেলেছে গুজরাত টাইটান্স ৷ আইপিএলে নবাগতদের দাপটে ফিকে দেখাচ্ছে বাকি দলগুলোকে ৷ রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 3 উইকেটে হারিয়ে লখনউ সুপার জায়ান্টসদের সরিয়ে লিগ টেবলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল টাইটান্সরা (GT beat CSK by 3 wickets) ৷ কুঁচকির সমস্যায় হার্দিক না-থাকলেও স্টপগ্যাপ হিসেবে দলকে পঞ্চম জয়ের স্বাদ এনে দিলেন রশিদ খান ৷ ব্যাট হাতে আফগান অলরাউন্ডার 21 বলে 40 রানের ক্যামিও ইনিংস খেলেন ৷ তবে টাইটান্সদের জয়ের নায়ক ডেভিড মিলার ৷

বহুদিন পর প্রোটিয়া ক্রিকেটারের ব্যাটে ঝড় দেখল আইপিএল ৷ তাঁর 51 বলে অপরাজিত 94 রানের বিস্ফোরক ইনিংসে খড়কুটোর মত উড়ে গেল রবীন্দ্র জাদেজা অ্যান্ড কোম্পানি (David Miller hits unbeaten 94 runs to thrash CSK) ৷ 170 রান তাড়া করতে নেমে টাইটান্সদের ব্যাটিং বিপর্যয় ঢাকা পড়ে গেল 'কিলার' মিলারের ব্যাটে ৷ গুজরাতের হয়ে এদিন অভিষেক ম্যাচে ওপেনে নেমেছিলেন বঙ্গ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ৷ কিন্তু অনুরাগীদের নিরাশ করে 18 বল খেলে 11 রানে ফেরেন তিনি ৷ ষষ্ঠ উইকেটে মিলার-রশিদের 37 বলে 70 রানের জুটি ফের শীর্ষে নিয়ে যায় নবাগতদের ৷

অধিনায়ক আউট হলেও শতরান থেকে 6 রান দূরে দাঁড়িয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মিলার ৷ মিলারের ধামাকা ইনিংসে ছিল 8টি চার, 6টি ছক্কা ৷ রশিদ মারেন 2টি চার এবং 3টি ছয় ৷ পুনেতে টস জিতে এদিন রান তাড়া করার পথে হাঁটেন গুজরাত অধিনায়ক ৷ ছন্দে ফেরা ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের 48 বলে 73, অম্বাতি রায়াডুর 31 বলে 46, শেষদিকে জাদেজার 12 বলে 22 রান চেন্নাইকে 5 উইকেট হারিয়ে 169 রান তুলতে সাহায্য করে ৷

আরও পড়ুন : উমরান-ভুবির দাপটে ‘পঞ্জাব বধ’ সানরাইজার্সের

চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পর শীর্ষে থাকা গুজরাতের সংগ্রহে 6 ম্যাচে 10 পয়েন্ট ৷ সমসংখ্যক ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে লখনউ ৷ আর 6 ম্যাচে মাত্র 2 পয়েন্ট নিয়ে ন'য়ে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই ৷

পুনে, 18 এপ্রিল : জয় যেন অভ্যেসে পরিণত করে ফেলেছে গুজরাত টাইটান্স ৷ আইপিএলে নবাগতদের দাপটে ফিকে দেখাচ্ছে বাকি দলগুলোকে ৷ রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 3 উইকেটে হারিয়ে লখনউ সুপার জায়ান্টসদের সরিয়ে লিগ টেবলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল টাইটান্সরা (GT beat CSK by 3 wickets) ৷ কুঁচকির সমস্যায় হার্দিক না-থাকলেও স্টপগ্যাপ হিসেবে দলকে পঞ্চম জয়ের স্বাদ এনে দিলেন রশিদ খান ৷ ব্যাট হাতে আফগান অলরাউন্ডার 21 বলে 40 রানের ক্যামিও ইনিংস খেলেন ৷ তবে টাইটান্সদের জয়ের নায়ক ডেভিড মিলার ৷

বহুদিন পর প্রোটিয়া ক্রিকেটারের ব্যাটে ঝড় দেখল আইপিএল ৷ তাঁর 51 বলে অপরাজিত 94 রানের বিস্ফোরক ইনিংসে খড়কুটোর মত উড়ে গেল রবীন্দ্র জাদেজা অ্যান্ড কোম্পানি (David Miller hits unbeaten 94 runs to thrash CSK) ৷ 170 রান তাড়া করতে নেমে টাইটান্সদের ব্যাটিং বিপর্যয় ঢাকা পড়ে গেল 'কিলার' মিলারের ব্যাটে ৷ গুজরাতের হয়ে এদিন অভিষেক ম্যাচে ওপেনে নেমেছিলেন বঙ্গ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ৷ কিন্তু অনুরাগীদের নিরাশ করে 18 বল খেলে 11 রানে ফেরেন তিনি ৷ ষষ্ঠ উইকেটে মিলার-রশিদের 37 বলে 70 রানের জুটি ফের শীর্ষে নিয়ে যায় নবাগতদের ৷

অধিনায়ক আউট হলেও শতরান থেকে 6 রান দূরে দাঁড়িয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মিলার ৷ মিলারের ধামাকা ইনিংসে ছিল 8টি চার, 6টি ছক্কা ৷ রশিদ মারেন 2টি চার এবং 3টি ছয় ৷ পুনেতে টস জিতে এদিন রান তাড়া করার পথে হাঁটেন গুজরাত অধিনায়ক ৷ ছন্দে ফেরা ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের 48 বলে 73, অম্বাতি রায়াডুর 31 বলে 46, শেষদিকে জাদেজার 12 বলে 22 রান চেন্নাইকে 5 উইকেট হারিয়ে 169 রান তুলতে সাহায্য করে ৷

আরও পড়ুন : উমরান-ভুবির দাপটে ‘পঞ্জাব বধ’ সানরাইজার্সের

চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পর শীর্ষে থাকা গুজরাতের সংগ্রহে 6 ম্যাচে 10 পয়েন্ট ৷ সমসংখ্যক ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে লখনউ ৷ আর 6 ম্যাচে মাত্র 2 পয়েন্ট নিয়ে ন'য়ে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.