ETV Bharat / sports

ICC World Cup 2023: 27 বছর পর পুনেতে আবার বিশ্বকাপের ম্যাচ! প্রস্তুতি তুঙ্গে জানালেন রোহিত পাওয়ার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 5:04 PM IST

Cricket World Cup 2023: বিশ্বকাপের মহাযুদ্ধ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়েই ৷ 27 বছর পর এবার বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হতে চলেছে পুনেতে ৷ আর সেই নিয়েই এদিন ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির বিধায়ক রোহিত পাওয়ার ৷

সৌ: টুইটার
ICC World Cup 2023

পুনে, 5 অক্টোবর: শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের বিশ্বযুদ্ধ ৷ ইতিমধ্যেই আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কিউয়িদের বিরুদ্ধে মাঠে নেমেছে ইংরেজ বাহিনী ৷ ত্রয়োদশ আইসিসি বিশ্বকাপের জন্য দেশজুড়ে মোট দশটি স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে ৷ তার মধ্যে যেমন রয়েছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স তেমনই রয়েছে ধরমশালা এবং পুনের এমসিএ স্টেডিয়াম ৷ পুনেতে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হতে চলেছে প্রায় 27 বছর পর ৷ স্বাভাবিকভাবেই এবার ম্যাচ পেয়ে খুব খুশি কর্মকর্তারা ৷

তবে এর আগে 1996 সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম কেনিয়া ম্যাচটি আয়োজিত হয়েছিল পুনের পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ৷ এমসিএ স্টেডিয়ামে 2011 সালেও কোনও বিশ্বকাপের ম্য়াচ আয়োজিত হয়নি ৷ সবমিলিয়ে 27 বছরের খরা কাটতে চলেছে এবার ৷ মোট পাঁচটি ম্যাচের আয়োজন করতে চলেছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ৷

এমসিএ স্টেডিয়ামে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি আয়োজিত হতে চলেছে আগামী 19 অক্টোবর ৷ বাঙালি যখন পঞ্চমীর দিন ঘুরে ঘুরে দুর্গা ঠাকুর দেখার তোড়জোড় সারতে ব্যস্ত থাকবে তখনই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা ৷ শুধু এই একটি বিশ্বকাপের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করতে চলেছে এমসিএ ৷

ইটিভি ভারতের সঙ্গে সেই সমস্ত বিষয় নিয়েই কথা বললেন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং এনসিপি বিধায়ক রোহিত পাওয়ার ৷ তাঁর আরেকটি পরিচয় তিনি এনসিপি প্রধান শরদ পাওয়ারের নাতিও বটে ৷ রোহিত ইটিভি ভারতকে বলেন, "ম্য়াচগুলি দিনের বেলায় খেলায় হবে ৷ তাই ইতিমধ্যেই বসার আসনের পাশাপাশি পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে ৷ একইসঙ্গে পার্কিং এবং টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে ৷" সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

রোহিত পাওয়ার আরও বলেন, "দেশের অন্য সমস্ত রাজ্যের চেয়ে বেশি ম্যাচ খেলা হবে মহারাষ্ট্রে ৷ লিগের 10টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হবে এই রাজ্যে ৷ পাঁচটি ম্যাচ খেলা হবে পুনের এমসিএ স্টেডিয়ামে আর অন্য় পাঁচটি খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ৷"

তাঁর কথায়, "এটা অ্যাসোসিয়েশনের জন্য় গর্বের বিষয় ৷ আইসিসি আমাদের পাঁচটি ম্য়াচ দিয়ে সম্মানিত করেছে ৷" রোহিত জানান, শেষ 8 মাসে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রচুর তরুণ তরুণীকে সুযোগ দিয়েছে ৷ তাঁদের ম্যাচের পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ আগামিদিনে এদের অনেকেই ভারতীয় দলে এবং আইপিএলে জায়গা করে নেবে বলে আশাবাদী তিনি ৷

আরও পড়ুন: প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

প্রিয় ক্রিকেটার নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বর্তমানে আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ৷ মহেন্দ্র সিংহ ধোনিও আমার খুব পছন্দের খেলোয়াড় বটে তবে তিনি তো এই বিশ্বকাপে খেলবেন না ৷ আমি চাই ভারতীয় দল এই বিশ্বকাপটা জিতে নিক ৷"

পুনে, 5 অক্টোবর: শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের বিশ্বযুদ্ধ ৷ ইতিমধ্যেই আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কিউয়িদের বিরুদ্ধে মাঠে নেমেছে ইংরেজ বাহিনী ৷ ত্রয়োদশ আইসিসি বিশ্বকাপের জন্য দেশজুড়ে মোট দশটি স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে ৷ তার মধ্যে যেমন রয়েছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স তেমনই রয়েছে ধরমশালা এবং পুনের এমসিএ স্টেডিয়াম ৷ পুনেতে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হতে চলেছে প্রায় 27 বছর পর ৷ স্বাভাবিকভাবেই এবার ম্যাচ পেয়ে খুব খুশি কর্মকর্তারা ৷

তবে এর আগে 1996 সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম কেনিয়া ম্যাচটি আয়োজিত হয়েছিল পুনের পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ৷ এমসিএ স্টেডিয়ামে 2011 সালেও কোনও বিশ্বকাপের ম্য়াচ আয়োজিত হয়নি ৷ সবমিলিয়ে 27 বছরের খরা কাটতে চলেছে এবার ৷ মোট পাঁচটি ম্যাচের আয়োজন করতে চলেছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ৷

এমসিএ স্টেডিয়ামে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি আয়োজিত হতে চলেছে আগামী 19 অক্টোবর ৷ বাঙালি যখন পঞ্চমীর দিন ঘুরে ঘুরে দুর্গা ঠাকুর দেখার তোড়জোড় সারতে ব্যস্ত থাকবে তখনই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা ৷ শুধু এই একটি বিশ্বকাপের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করতে চলেছে এমসিএ ৷

ইটিভি ভারতের সঙ্গে সেই সমস্ত বিষয় নিয়েই কথা বললেন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং এনসিপি বিধায়ক রোহিত পাওয়ার ৷ তাঁর আরেকটি পরিচয় তিনি এনসিপি প্রধান শরদ পাওয়ারের নাতিও বটে ৷ রোহিত ইটিভি ভারতকে বলেন, "ম্য়াচগুলি দিনের বেলায় খেলায় হবে ৷ তাই ইতিমধ্যেই বসার আসনের পাশাপাশি পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে ৷ একইসঙ্গে পার্কিং এবং টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে ৷" সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

রোহিত পাওয়ার আরও বলেন, "দেশের অন্য সমস্ত রাজ্যের চেয়ে বেশি ম্যাচ খেলা হবে মহারাষ্ট্রে ৷ লিগের 10টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হবে এই রাজ্যে ৷ পাঁচটি ম্যাচ খেলা হবে পুনের এমসিএ স্টেডিয়ামে আর অন্য় পাঁচটি খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ৷"

তাঁর কথায়, "এটা অ্যাসোসিয়েশনের জন্য় গর্বের বিষয় ৷ আইসিসি আমাদের পাঁচটি ম্য়াচ দিয়ে সম্মানিত করেছে ৷" রোহিত জানান, শেষ 8 মাসে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রচুর তরুণ তরুণীকে সুযোগ দিয়েছে ৷ তাঁদের ম্যাচের পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ আগামিদিনে এদের অনেকেই ভারতীয় দলে এবং আইপিএলে জায়গা করে নেবে বলে আশাবাদী তিনি ৷

আরও পড়ুন: প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

প্রিয় ক্রিকেটার নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বর্তমানে আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ৷ মহেন্দ্র সিংহ ধোনিও আমার খুব পছন্দের খেলোয়াড় বটে তবে তিনি তো এই বিশ্বকাপে খেলবেন না ৷ আমি চাই ভারতীয় দল এই বিশ্বকাপটা জিতে নিক ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.