ETV Bharat / sports

Ashes second Test : ল্যাবুশেনের রেকর্ড শতরানে পিঙ্ক বল টেস্টেও চালকের আসনে ব্যাগি-গ্রিনরা - Marnus Labuschagne scores record third ton in pink ball test

পিঙ্ক বল টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে অ্যাডিলেডে এদিন তৃতীয় শতরানটি করেন মার্নাস ল্যাবুশেন (Marnus Labuschagne scores record third ton in pink ball test) ৷ কেরিয়ারে এটি অজি ব্যাটারের ষষ্ঠ শতরান হলেও অ্যাসেজে ল্যাবুশেনের প্রথম শতরান এটি ৷ প্রথমদিন দু'বার জীবন ফিরে পাওয়ার পর এদিন ফের ক্যাচ ফস্কে অজি ব্যাটারকে জীবনদান করেন জেমস অ্যান্ডারসন ৷

Ashes second Test
ল্যাবুশেনের রেকর্ড শতরান, পিঙ্ক বল টেস্টেও চালকের আসনে ব্যাগি গ্রিনরা
author img

By

Published : Dec 17, 2021, 7:52 PM IST

অ্যাডিলেড, 17 ডিসেম্বর : তুমুল বজ্রপাতে অ্যাডিলেডে অ্যাসেজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার যবনিকা পড়ল নির্ধারিত সময়ের আগেই ৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রানের সামনে জো রুটের দল তখন 2 উইকেটে 17 (England ends day two on 17/2) ৷ সবমিলিয়ে প্রথম টেস্টে জয়ের পর অ্যাডিলেডে দিন-রাতের টেস্টেও জাঁকিয়ে বসেছে অজিরা (Australia takes control of Pink Ball Test match in Adelaide) ৷ সৌজন্যে মার্নাস ল্যাবুশেনের রেকর্ড শতরান ৷ ডেভিড ওয়ার্নারের পর দ্বিতীয় দিন শতরান মাঠেই রেখে এলেন অধিনায়ক স্টিভ স্মিথ ৷

93 রানে আউট হলেন অজিদের স্ট্যান্ড-ইন দলনায়ক ৷ তাঁর আগে পিঙ্ক বল টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে অ্যাডিলেডে এদিন তৃতীয় শতরানটি করেন মার্নাস ল্যাবুশেন (Marnus Labuschagne scores record third ton in pink ball test) ৷ কেরিয়ারে এটি অজি ব্যাটারের ষষ্ঠ শতরান হলেও অ্যাসেজে ল্যাবুশেনের প্রথম শতরান এটি ৷ প্রথমদিন দু'বার জীবন ফিরে পাওয়ার পর এদিন ফের ক্যাচ ফস্কে অজি ব্যাটারকে জীবনদান করেন জেমস অ্যান্ডারসন ৷ শেষ পর্যন্ত 103 রান করে ওলি রবিনসনের শিকার হন তিনি ৷

ব্রিসবেনে অভিষেকে উইকেটের পিছনে বিশ্বরেকর্ড গড়ার পর দ্বিতীয় টেস্টে অর্ধশতরান এল অ্যালেক্স ক্যারির ব্যাটে ৷ শেষদিকে মিচেল স্টার্কের অপরাজিত 39 রান এবং মাইকেল নেসেরের ঝোড়ো 35 (24) রানে ভর করে 9 উইকেটে 473 রান তুলে প্রথম ইনিংসে ইতি টানে অস্ট্রেলিয়া ৷

আরও পড়ুন : Pat Cummins ruled out of Adelaide Test: কোভিড আতঙ্কে অ্যাসেজের দ্বিতীয় টেস্টে নেতা বদল অস্ট্রেলিয়ার

অজিদের বড় রানের সামনে মাত্র 12 রানেই দুই ওপেনারের উইকেট হারায় ইংল্যান্ড ৷ 4 রানে মিচেল স্টার্কের শিকার হন ররি বার্নস ৷ 6 রানে হাসিব হামিদকে ফেরান মাইকেল নেসের ৷ দিনের শেষে 1 রানে অপরাজিত ডেভিড মালান ৷ ইংরেজ অধিনায়ক জো রুট অপরাজিত 5 রানে ৷

অ্যাডিলেড, 17 ডিসেম্বর : তুমুল বজ্রপাতে অ্যাডিলেডে অ্যাসেজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার যবনিকা পড়ল নির্ধারিত সময়ের আগেই ৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রানের সামনে জো রুটের দল তখন 2 উইকেটে 17 (England ends day two on 17/2) ৷ সবমিলিয়ে প্রথম টেস্টে জয়ের পর অ্যাডিলেডে দিন-রাতের টেস্টেও জাঁকিয়ে বসেছে অজিরা (Australia takes control of Pink Ball Test match in Adelaide) ৷ সৌজন্যে মার্নাস ল্যাবুশেনের রেকর্ড শতরান ৷ ডেভিড ওয়ার্নারের পর দ্বিতীয় দিন শতরান মাঠেই রেখে এলেন অধিনায়ক স্টিভ স্মিথ ৷

93 রানে আউট হলেন অজিদের স্ট্যান্ড-ইন দলনায়ক ৷ তাঁর আগে পিঙ্ক বল টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে অ্যাডিলেডে এদিন তৃতীয় শতরানটি করেন মার্নাস ল্যাবুশেন (Marnus Labuschagne scores record third ton in pink ball test) ৷ কেরিয়ারে এটি অজি ব্যাটারের ষষ্ঠ শতরান হলেও অ্যাসেজে ল্যাবুশেনের প্রথম শতরান এটি ৷ প্রথমদিন দু'বার জীবন ফিরে পাওয়ার পর এদিন ফের ক্যাচ ফস্কে অজি ব্যাটারকে জীবনদান করেন জেমস অ্যান্ডারসন ৷ শেষ পর্যন্ত 103 রান করে ওলি রবিনসনের শিকার হন তিনি ৷

ব্রিসবেনে অভিষেকে উইকেটের পিছনে বিশ্বরেকর্ড গড়ার পর দ্বিতীয় টেস্টে অর্ধশতরান এল অ্যালেক্স ক্যারির ব্যাটে ৷ শেষদিকে মিচেল স্টার্কের অপরাজিত 39 রান এবং মাইকেল নেসেরের ঝোড়ো 35 (24) রানে ভর করে 9 উইকেটে 473 রান তুলে প্রথম ইনিংসে ইতি টানে অস্ট্রেলিয়া ৷

আরও পড়ুন : Pat Cummins ruled out of Adelaide Test: কোভিড আতঙ্কে অ্যাসেজের দ্বিতীয় টেস্টে নেতা বদল অস্ট্রেলিয়ার

অজিদের বড় রানের সামনে মাত্র 12 রানেই দুই ওপেনারের উইকেট হারায় ইংল্যান্ড ৷ 4 রানে মিচেল স্টার্কের শিকার হন ররি বার্নস ৷ 6 রানে হাসিব হামিদকে ফেরান মাইকেল নেসের ৷ দিনের শেষে 1 রানে অপরাজিত ডেভিড মালান ৷ ইংরেজ অধিনায়ক জো রুট অপরাজিত 5 রানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.