মুম্বই, 14 নভেম্বর: 2019 বিশ্বকাপের সেই অভিশপ্ত সেমিফাইনালকে ভুলে ওয়াংখেড়েতে নতুন করে শুরু করাই লক্ষ্য রোহিত শর্মা-বিরাট কোহলিদের ৷ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও অতীতকে মনে রাখতে চান না ৷ চলতি বিশ্বকাপের লিগ পর্বে ধরমশালায় মহম্মদ শামি এবং বিরাট কোহলির দুরন্ত পারফরম্যান্সে হারতে হয়েছিল কিউয়িদের ৷ সেই ম্যাচ ভুলে সেমিফাইনালে নতুন পরিকল্পনা নিয়ে নামছেন কেন উইলিয়ামসন ৷ জানালেন, অতীতে যা হওয়ার হয়েছে ৷ এবার নতুন করে শুরু হবে লড়াই ৷
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে হাওয়া এভাবেই গরম করে দিলেন কেন উইলিয়ামসন ৷ এদিন তাঁর কথায় স্পষ্ট ফুটে উঠল, নকআউটে বদলে যাওয়া কিউয়িদের ফেস করতে হবে ভারতকে ৷ তিনি বলেন, ‘‘একটা কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে দুই দলের জন্যই ৷ ভারত এমন একটা দল, যারা অসাধারণ খেলেছে ৷ কিন্তু, আমরাও চূড়ান্ত পর্যায়ে পারফর্ম করতে জানি ৷ সব কিছু নতুন করে শুরু হবে ৷ আর এর ফয়সালা নির্ভর করবে, ম্যাচের দিন যারা সেরাটা দেবে তার উপর ৷’’
রোহিত শর্মার ভারতীয় দলকে গুরুত্ব দিলেও, টুর্নামেন্টে তাঁদের যা পারফরম্যান্স, তাতে নিজেদের গুটিয়ে রাখার পক্ষপাতী নন কেন ৷ তিনি বলেন, ‘‘ভারত পুরোপুরি ব্যতিক্রমী ক্রিকেট খেলেছে ৷ তারা সবচেয়ে সেরা না-হলেও, অন্যতম সেরা দল অবশ্য়ই ৷ কিন্তু, আমাদের দিনে যখন আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলি, তখন আমাদের জয়ের সম্ভাবনা বেশি থাকে ৷ বিশেষত, নকআউট পর্বে যা খুশি হতে পারে ৷’’
2019 বিশ্বকাপে কিউয়িরা ইংল্যান্ডের আবহাওয়া খেলেছিল ৷ সেই পরিবেশ ভারতীয় ব্যাটিংয়ের জন্য সত্যিই কঠিন ছিল ৷ অন্তত দু’দিনে গড়ানো সেমিফাইনাল ম্যাচের নিরিখে ৷ কিন্তু, উইলিয়ামসন মনে করেন, পরিবেশ বা প্রতিপক্ষ যাই হোক না কেন, সেমিফাইনালে দু’টি দলই একে অপরকে হারানোর ক্ষমতা রাখে ৷ আর এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচই দুরন্ত ছিল বলে মত তাঁর ৷ আর এখানেই উইলিয়ামসন আবারও মনে করিয়ে দিলেন, লিগে যা হয়েছে তা হয়ে গিয়েছে ৷ এবার নতুন করে শুরু ৷ যেখানে তিনি অধিনায়ক হিসেবে নতুন পরিকল্পনা নিয়ে নামছেন ৷
তবে, বারে-বারে এই প্রচ্ছন্ন হুমকি কি আত্মবিশ্বাস থেকে, নাকি ভয়ে? ভারতীয় দলের সাম্প্রতিক ফর্ম দেখে কি ঘাবড়ে গিয়েছেন কেন এবং তাঁর সেনানীরা ? আর তাই ভারতকে এই শান্ত স্বরে হুমকি দিয়ে পালটা চাপের খেলা খেলছেন হয়তো কেন উইলিয়ামসন !
আরও পড়ুন: