ব্রিসটল, 20 জুন : ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ড্র করার পর শুভেচ্ছার বন্যায় ভাসল ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ ভেঙ্কটেশ প্রসাদ, ভিভিএস লক্ষ্মণ, ওয়াসিম জাফর, অঞ্জুম চোপড়া এবং মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ রমন টুইটারে ভারতীয় মহিলা দলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ মিতালী রাজের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দলকে ফলোঅন করিয়েছিল ইংল্যান্ড ৷ কিন্তু, প্রথমে ওপেনার শেফালি বর্মা ও দীপ্তি শর্মা এবং লোয়ার অর্ডারে স্নেহ রানা এবং তানিয়া ভাটিয়ার 104 রানের পার্টনারশিপে ভর করে চতুর্থ তথা শেষদিনে ম্যাচ ড্র করতে সফল হয় ভারতীয় মহিলা ব্রিগেড ৷
বহু বছর পর ইংল্যান্ডের মাঠে টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিল ভারতীয় মহিলা দল ৷ এক টেস্টের এই সিরিজে প্রথমে ব্যাট করে 396 রান তুলেছিল ইংল্যান্ড মহিলা দল ৷ জবাবে ব্যাট করতে নেমে 221 রানে অল আউট হয়ে যায় ভারতীয় মহিলা দল ৷ দুই ওপেনার স্মৃতি মন্ধানা (78) এবং শেফালি (96) বর্মার দাপুটে ব্যাটিংয়ে শুরুটা ভাল করেছিল ভারত ৷ দুই ওপেনারের 167 রানের পার্টনারশিপে ভর করে ইংল্যান্ডকে প্রায় কোণঠাসা করে দেন তাঁরা ৷ কিন্তু, প্রথম উইকেট পড়তেই উইকেট পড়ার লাইন শুরু হয়ে যায় ৷ মাত্র 231 রানে অল আউট হয়ে যায় মিতালী রাজের ভারত ৷
-
A story overcoming adversities with courage and determination.
— Venkatesh Prasad (@venkateshprasad) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Sneh Rana's father underwent various sacrifices to ensure she could practice, she lost her him days before selection in the test team , and today she has saved the test match for India. Hats off. #INDWvsENGW pic.twitter.com/94KSAqOsQX
">A story overcoming adversities with courage and determination.
— Venkatesh Prasad (@venkateshprasad) June 19, 2021
Sneh Rana's father underwent various sacrifices to ensure she could practice, she lost her him days before selection in the test team , and today she has saved the test match for India. Hats off. #INDWvsENGW pic.twitter.com/94KSAqOsQXA story overcoming adversities with courage and determination.
— Venkatesh Prasad (@venkateshprasad) June 19, 2021
Sneh Rana's father underwent various sacrifices to ensure she could practice, she lost her him days before selection in the test team , and today she has saved the test match for India. Hats off. #INDWvsENGW pic.twitter.com/94KSAqOsQX
আর সুযোগ বুঝে ভারতকে ফলো অন করায় ইংল্যান্ড ৷ এবার আর স্মৃতির ব্যাট থেকে বড় রান আসেনি ৷ তবে প্রথম ইনিংসের মতো শেফালি (63) দ্বিতীয় ইংনিসেও দাপট দেখান ৷ সঙ্গে পান দীপ্তি শর্মাকে (54) ৷ শেষে নবম উইকেটে দুই টেল এন্ডার স্নেহ রানা (80) এবং তানিয়া ভাটিয়া (44) অপরাজিত ইনিংস খেলে ভারতকে ম্যাচ ড্র করতে সাহায্য করেন ৷ টেস্ট ক্রিকেটে অনভিজ্ঞ মহিলা দলের এই ম্যাচ বাঁচানো ইংনিস মুগ্ধ করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের ৷ টুইটে মহিলা দলকে শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁরা ৷
-
A brilliant effort by the Indian girls to save the test match. Absolutely loved the resilience shown by Sneh Rana and earlier by Deepti Sharma. Shafali Verma certainly has a bright future ahead of her. Well done @BCCIWomen , this is one to remember for a long time. pic.twitter.com/CNQY5HyGXk
— VVS Laxman (@VVSLaxman281) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A brilliant effort by the Indian girls to save the test match. Absolutely loved the resilience shown by Sneh Rana and earlier by Deepti Sharma. Shafali Verma certainly has a bright future ahead of her. Well done @BCCIWomen , this is one to remember for a long time. pic.twitter.com/CNQY5HyGXk
— VVS Laxman (@VVSLaxman281) June 19, 2021A brilliant effort by the Indian girls to save the test match. Absolutely loved the resilience shown by Sneh Rana and earlier by Deepti Sharma. Shafali Verma certainly has a bright future ahead of her. Well done @BCCIWomen , this is one to remember for a long time. pic.twitter.com/CNQY5HyGXk
— VVS Laxman (@VVSLaxman281) June 19, 2021
আরও পড়ুন : Father's day : বাবার শৈশবের স্মৃতি আগলে রেখেছেন সচিন, পাপাকে মিস করছেন হার্দিক
প্রাক্তন ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ লেখেন, ‘‘টেস্ট ম্যাচ বাঁচাতে অসাধারণ খেলেছে ভারতের মেয়েরা ৷ প্রথমে দীপ্তি শর্মা এবং পরে স্নেহ রানা যে ধৈর্যের পরিচয় দিল, তা খুব ভাল লেগেছে ৷ শেফালি বর্মার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে ৷ অসাধারণ ভারতীয় মহিলা দল ৷ অনেকদিন মনে রাখার মতো স্মৃতি ৷’’
-
Player of the Match is @TheShafaliVerma at the age of 17 on debut.. Congratulations Shafali.. We may see her doing in women's cricket what Viv Richards did from the 70s to 90s..
— WV Raman (@wvraman) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Player of the Match is @TheShafaliVerma at the age of 17 on debut.. Congratulations Shafali.. We may see her doing in women's cricket what Viv Richards did from the 70s to 90s..
— WV Raman (@wvraman) June 20, 2021Player of the Match is @TheShafaliVerma at the age of 17 on debut.. Congratulations Shafali.. We may see her doing in women's cricket what Viv Richards did from the 70s to 90s..
— WV Raman (@wvraman) June 20, 2021
আরও পড়ুন : Sourav Ganguly : দাদাগিরি... টেস্ট অভিষেকের 25 বছর
ম্যাচের পর উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর লিখেছেন, ‘‘কুর্নিশ ভারতীয় মহিলা দল ৷ এটা অসাধারণ পারফরমেন্স ছিল ! এই ড্র জয়ের থেকে কোনও অংশে কম নয় ৷ স্নেহ রানা এবং তানিয়া ভাটিয়ার ওই পার্টনারশিপ এই দলের চরিত্র দেখিয়ে দিল ৷ খুব ভাল ৷ ’’
-
Very nice to see the resolve shown by the these two Indian batters- Sneh Rana and Taniya Bhatia. @BCCIWomen #INDWvsENGW #Bristol
— Anjum Chopra (@chopraanjum) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Very nice to see the resolve shown by the these two Indian batters- Sneh Rana and Taniya Bhatia. @BCCIWomen #INDWvsENGW #Bristol
— Anjum Chopra (@chopraanjum) June 19, 2021Very nice to see the resolve shown by the these two Indian batters- Sneh Rana and Taniya Bhatia. @BCCIWomen #INDWvsENGW #Bristol
— Anjum Chopra (@chopraanjum) June 19, 2021
প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ ডব্লু ভি রমন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার শেফালি বর্মার তুলনা করেছেন ভিভ রিচার্ডস এর সঙ্গে ৷ তিনি লিখেছেন, ‘‘17 বছরের শেফালি বর্মা টেস্ট অভিষেকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ ৷ অনেক শুভেচ্ছা শেফালি ৷ 70 থেকে 90’র দশকে ভিভ রিচার্ডস যা করতেন, মহিলা ক্রিকেট দলের হয়ে তাঁকে আমরা তেমনি কিছু করতে দেখব ৷’’ উচ্ছ্বসিত শেফালির প্রাক্তন জাতীয় কোচ ৷
-
📸 📸: Reliving #TeamIndia's brilliant effort against England in Bristol 🏟️ #ENGvIND
— BCCI Women (@BCCIWomen) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
These moments will be etched for a long time 👏🏻 🔝
Photo Courtesy: Getty Images pic.twitter.com/bl2J8wZ13l
">📸 📸: Reliving #TeamIndia's brilliant effort against England in Bristol 🏟️ #ENGvIND
— BCCI Women (@BCCIWomen) June 20, 2021
These moments will be etched for a long time 👏🏻 🔝
Photo Courtesy: Getty Images pic.twitter.com/bl2J8wZ13l📸 📸: Reliving #TeamIndia's brilliant effort against England in Bristol 🏟️ #ENGvIND
— BCCI Women (@BCCIWomen) June 20, 2021
These moments will be etched for a long time 👏🏻 🔝
Photo Courtesy: Getty Images pic.twitter.com/bl2J8wZ13l
মহিলা ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন, প্রাক্তন মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়া ৷ বর্তমানে তিনি ধারাভাষ্যকার ৷ মহিলা ব্রিগেডের প্রশংসায় তিনি লিখেছেন, ‘‘এই দুই ভারতীয় ব্যাটার অসাধারণ সংকল্পের পরিচয় দিলেন- স্নেহ রানা এবং তানিয়া ভাটিয়া ৷’’