ETV Bharat / sports

ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ড্র করে শুভেচ্ছায় ভাসলেন শেফালি-স্নেহরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ফলো অন হওয়ার পরেও ম্যাচ ড্র করে শুভেচ্ছার বন্যায় ভাসলেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা ৷ ভিভিএস লক্ষ্মণ থেকে শুরু করে ভেঙ্কটেশ প্রসাদ, ভারতীয় মহিলা দলের প্রশংসায় পঞ্চমুখ সবাই ৷

laxman-jaffer-raman-congratulate-india-womens-team-for-bristol-draw
ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ড্র করে শুভেচ্ছায় ভাসলেন শেফালি, স্নেহরা
author img

By

Published : Jun 20, 2021, 6:53 PM IST

Updated : Jun 21, 2021, 9:17 AM IST

ব্রিসটল, 20 জুন : ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ড্র করার পর শুভেচ্ছার বন্যায় ভাসল ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ ভেঙ্কটেশ প্রসাদ, ভিভিএস লক্ষ্মণ, ওয়াসিম জাফর, অঞ্জুম চোপড়া এবং মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ রমন টুইটারে ভারতীয় মহিলা দলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ মিতালী রাজের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দলকে ফলোঅন করিয়েছিল ইংল্যান্ড ৷ কিন্তু, প্রথমে ওপেনার শেফালি বর্মা ও দীপ্তি শর্মা এবং লোয়ার অর্ডারে স্নেহ রানা এবং তানিয়া ভাটিয়ার 104 রানের পার্টনারশিপে ভর করে চতুর্থ তথা শেষদিনে ম্যাচ ড্র করতে সফল হয় ভারতীয় মহিলা ব্রিগেড ৷

বহু বছর পর ইংল্যান্ডের মাঠে টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিল ভারতীয় মহিলা দল ৷ এক টেস্টের এই সিরিজে প্রথমে ব্যাট করে 396 রান তুলেছিল ইংল্যান্ড মহিলা দল ৷ জবাবে ব্যাট করতে নেমে 221 রানে অল আউট হয়ে যায় ভারতীয় মহিলা দল ৷ দুই ওপেনার স্মৃতি মন্ধানা (78) এবং শেফালি (96) বর্মার দাপুটে ব্যাটিংয়ে শুরুটা ভাল করেছিল ভারত ৷ দুই ওপেনারের 167 রানের পার্টনারশিপে ভর করে ইংল্যান্ডকে প্রায় কোণঠাসা করে দেন তাঁরা ৷ কিন্তু, প্রথম উইকেট পড়তেই উইকেট পড়ার লাইন শুরু হয়ে যায় ৷ মাত্র 231 রানে অল আউট হয়ে যায় মিতালী রাজের ভারত ৷

  • A story overcoming adversities with courage and determination.
    Sneh Rana's father underwent various sacrifices to ensure she could practice, she lost her him days before selection in the test team , and today she has saved the test match for India. Hats off. #INDWvsENGW pic.twitter.com/94KSAqOsQX

    — Venkatesh Prasad (@venkateshprasad) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর সুযোগ বুঝে ভারতকে ফলো অন করায় ইংল্যান্ড ৷ এবার আর স্মৃতির ব্যাট থেকে বড় রান আসেনি ৷ তবে প্রথম ইনিংসের মতো শেফালি (63) দ্বিতীয় ইংনিসেও দাপট দেখান ৷ সঙ্গে পান দীপ্তি শর্মাকে (54) ৷ শেষে নবম উইকেটে দুই টেল এন্ডার স্নেহ রানা (80) এবং তানিয়া ভাটিয়া (44) অপরাজিত ইনিংস খেলে ভারতকে ম্যাচ ড্র করতে সাহায্য করেন ৷ টেস্ট ক্রিকেটে অনভিজ্ঞ মহিলা দলের এই ম্যাচ বাঁচানো ইংনিস মুগ্ধ করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের ৷ টুইটে মহিলা দলকে শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁরা ৷

  • A brilliant effort by the Indian girls to save the test match. Absolutely loved the resilience shown by Sneh Rana and earlier by Deepti Sharma. Shafali Verma certainly has a bright future ahead of her. Well done @BCCIWomen , this is one to remember for a long time. pic.twitter.com/CNQY5HyGXk

    — VVS Laxman (@VVSLaxman281) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Father's day : বাবার শৈশবের স্মৃতি আগলে রেখেছেন সচিন, পাপাকে মিস করছেন হার্দিক

প্রাক্তন ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ লেখেন, ‘‘টেস্ট ম্যাচ বাঁচাতে অসাধারণ খেলেছে ভারতের মেয়েরা ৷ প্রথমে দীপ্তি শর্মা এবং পরে স্নেহ রানা যে ধৈর্যের পরিচয় দিল, তা খুব ভাল লেগেছে ৷ শেফালি বর্মার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে ৷ অসাধারণ ভারতীয় মহিলা দল ৷ অনেকদিন মনে রাখার মতো স্মৃতি ৷’’

  • Player of the Match is @TheShafaliVerma at the age of 17 on debut.. Congratulations Shafali.. We may see her doing in women's cricket what Viv Richards did from the 70s to 90s..

    — WV Raman (@wvraman) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Sourav Ganguly : দাদাগিরি... টেস্ট অভিষেকের 25 বছর

ম্যাচের পর উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর লিখেছেন, ‘‘কুর্নিশ ভারতীয় মহিলা দল ৷ এটা অসাধারণ পারফরমেন্স ছিল ! এই ড্র জয়ের থেকে কোনও অংশে কম নয় ৷ স্নেহ রানা এবং তানিয়া ভাটিয়ার ওই পার্টনারশিপ এই দলের চরিত্র দেখিয়ে দিল ৷ খুব ভাল ৷ ’’

প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ ডব্লু ভি রমন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার শেফালি বর্মার তুলনা করেছেন ভিভ রিচার্ডস এর সঙ্গে ৷ তিনি লিখেছেন, ‘‘17 বছরের শেফালি বর্মা টেস্ট অভিষেকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ ৷ অনেক শুভেচ্ছা শেফালি ৷ 70 থেকে 90’র দশকে ভিভ রিচার্ডস যা করতেন, মহিলা ক্রিকেট দলের হয়ে তাঁকে আমরা তেমনি কিছু করতে দেখব ৷’’ উচ্ছ্বসিত শেফালির প্রাক্তন জাতীয় কোচ ৷

মহিলা ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন, প্রাক্তন মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়া ৷ বর্তমানে তিনি ধারাভাষ্যকার ৷ মহিলা ব্রিগেডের প্রশংসায় তিনি লিখেছেন, ‘‘এই দুই ভারতীয় ব্যাটার অসাধারণ সংকল্পের পরিচয় দিলেন- স্নেহ রানা এবং তানিয়া ভাটিয়া ৷’’

ব্রিসটল, 20 জুন : ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ড্র করার পর শুভেচ্ছার বন্যায় ভাসল ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ ভেঙ্কটেশ প্রসাদ, ভিভিএস লক্ষ্মণ, ওয়াসিম জাফর, অঞ্জুম চোপড়া এবং মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ রমন টুইটারে ভারতীয় মহিলা দলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ মিতালী রাজের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দলকে ফলোঅন করিয়েছিল ইংল্যান্ড ৷ কিন্তু, প্রথমে ওপেনার শেফালি বর্মা ও দীপ্তি শর্মা এবং লোয়ার অর্ডারে স্নেহ রানা এবং তানিয়া ভাটিয়ার 104 রানের পার্টনারশিপে ভর করে চতুর্থ তথা শেষদিনে ম্যাচ ড্র করতে সফল হয় ভারতীয় মহিলা ব্রিগেড ৷

বহু বছর পর ইংল্যান্ডের মাঠে টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিল ভারতীয় মহিলা দল ৷ এক টেস্টের এই সিরিজে প্রথমে ব্যাট করে 396 রান তুলেছিল ইংল্যান্ড মহিলা দল ৷ জবাবে ব্যাট করতে নেমে 221 রানে অল আউট হয়ে যায় ভারতীয় মহিলা দল ৷ দুই ওপেনার স্মৃতি মন্ধানা (78) এবং শেফালি (96) বর্মার দাপুটে ব্যাটিংয়ে শুরুটা ভাল করেছিল ভারত ৷ দুই ওপেনারের 167 রানের পার্টনারশিপে ভর করে ইংল্যান্ডকে প্রায় কোণঠাসা করে দেন তাঁরা ৷ কিন্তু, প্রথম উইকেট পড়তেই উইকেট পড়ার লাইন শুরু হয়ে যায় ৷ মাত্র 231 রানে অল আউট হয়ে যায় মিতালী রাজের ভারত ৷

  • A story overcoming adversities with courage and determination.
    Sneh Rana's father underwent various sacrifices to ensure she could practice, she lost her him days before selection in the test team , and today she has saved the test match for India. Hats off. #INDWvsENGW pic.twitter.com/94KSAqOsQX

    — Venkatesh Prasad (@venkateshprasad) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর সুযোগ বুঝে ভারতকে ফলো অন করায় ইংল্যান্ড ৷ এবার আর স্মৃতির ব্যাট থেকে বড় রান আসেনি ৷ তবে প্রথম ইনিংসের মতো শেফালি (63) দ্বিতীয় ইংনিসেও দাপট দেখান ৷ সঙ্গে পান দীপ্তি শর্মাকে (54) ৷ শেষে নবম উইকেটে দুই টেল এন্ডার স্নেহ রানা (80) এবং তানিয়া ভাটিয়া (44) অপরাজিত ইনিংস খেলে ভারতকে ম্যাচ ড্র করতে সাহায্য করেন ৷ টেস্ট ক্রিকেটে অনভিজ্ঞ মহিলা দলের এই ম্যাচ বাঁচানো ইংনিস মুগ্ধ করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের ৷ টুইটে মহিলা দলকে শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁরা ৷

  • A brilliant effort by the Indian girls to save the test match. Absolutely loved the resilience shown by Sneh Rana and earlier by Deepti Sharma. Shafali Verma certainly has a bright future ahead of her. Well done @BCCIWomen , this is one to remember for a long time. pic.twitter.com/CNQY5HyGXk

    — VVS Laxman (@VVSLaxman281) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Father's day : বাবার শৈশবের স্মৃতি আগলে রেখেছেন সচিন, পাপাকে মিস করছেন হার্দিক

প্রাক্তন ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ লেখেন, ‘‘টেস্ট ম্যাচ বাঁচাতে অসাধারণ খেলেছে ভারতের মেয়েরা ৷ প্রথমে দীপ্তি শর্মা এবং পরে স্নেহ রানা যে ধৈর্যের পরিচয় দিল, তা খুব ভাল লেগেছে ৷ শেফালি বর্মার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে ৷ অসাধারণ ভারতীয় মহিলা দল ৷ অনেকদিন মনে রাখার মতো স্মৃতি ৷’’

  • Player of the Match is @TheShafaliVerma at the age of 17 on debut.. Congratulations Shafali.. We may see her doing in women's cricket what Viv Richards did from the 70s to 90s..

    — WV Raman (@wvraman) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Sourav Ganguly : দাদাগিরি... টেস্ট অভিষেকের 25 বছর

ম্যাচের পর উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর লিখেছেন, ‘‘কুর্নিশ ভারতীয় মহিলা দল ৷ এটা অসাধারণ পারফরমেন্স ছিল ! এই ড্র জয়ের থেকে কোনও অংশে কম নয় ৷ স্নেহ রানা এবং তানিয়া ভাটিয়ার ওই পার্টনারশিপ এই দলের চরিত্র দেখিয়ে দিল ৷ খুব ভাল ৷ ’’

প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ ডব্লু ভি রমন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার শেফালি বর্মার তুলনা করেছেন ভিভ রিচার্ডস এর সঙ্গে ৷ তিনি লিখেছেন, ‘‘17 বছরের শেফালি বর্মা টেস্ট অভিষেকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ ৷ অনেক শুভেচ্ছা শেফালি ৷ 70 থেকে 90’র দশকে ভিভ রিচার্ডস যা করতেন, মহিলা ক্রিকেট দলের হয়ে তাঁকে আমরা তেমনি কিছু করতে দেখব ৷’’ উচ্ছ্বসিত শেফালির প্রাক্তন জাতীয় কোচ ৷

মহিলা ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন, প্রাক্তন মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়া ৷ বর্তমানে তিনি ধারাভাষ্যকার ৷ মহিলা ব্রিগেডের প্রশংসায় তিনি লিখেছেন, ‘‘এই দুই ভারতীয় ব্যাটার অসাধারণ সংকল্পের পরিচয় দিলেন- স্নেহ রানা এবং তানিয়া ভাটিয়া ৷’’

Last Updated : Jun 21, 2021, 9:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.