কলকাতা, 18 ফেব্রুয়ারি : সিএবি'র অনুরোধ সত্ত্বেও প্রথম দু'টি টি-20 তে দর্শক প্রবেশে অনুমতি দেয়নি বোর্ড ৷ কেবল ক্লাব সদস্যদের জন্য খুলে দেওয়া হয়েছিল আপার টায়ার ৷ তবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-20 ম্যাচে বাড়ছে দর্শক সংখ্যা ৷ আর দর্শকদের কথা মাথায় রেখে উদ্যোগী হল কলকাতা মেট্রোও ৷
সাধারণ দর্শক প্রবেশের অনুমতি না থাকলেও সিএবি'র আজীবন সদস্য পদাধিকারী, সহযোগী সদস্য, সাম্মানিক সদস্য পদাধিকারীরা ম্যাচ দেখতে আসার অনুমতি পেয়েছেন আগামী রবিবার ৷ আর সে কথা মাথায় রেখেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-20 ম্যাচের কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ (Kolkata Metro announce special service on Sunday for India vs West Indies third T20) ৷
আরও পড়ুন : Kolkata Metro: কলকাতা মেট্রোর নন এসি রেককে আলবিদা
ক্রিকেট প্রেমীদের জন্য আগামী রবিবার অর্থাৎ, 20 মার্চ একজোড়া বিশেষ ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এসপ্ল্যানেড স্টেশন থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশনের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে রাত 10টা 30 মিনিটে। ট্রেন দু'টি গন্তব্য স্টেশনে পৌঁছবে রাত 11টা 3 মিনিটে। এই ট্রেন দু'টি আপ এবং ডাউন লাইনে প্রতিটি স্টেশনেই দাঁড়াবে। এসপ্ল্যানড মেট্রো স্টেশনে কাউন্টার থেকে মিলবে টিকিট কিংবা স্মার্ট কার্ড।