ETV Bharat / sports

Kohli Rents Kishore House: কিশোর কুমারের বাংলো ভাড়া নিয়ে খুলছে বিরাট রেস্তোরাঁ - কিশোর কুমারের বাংলো

মুম্বইয়ের জুহুতে কিশোর কুমারের বাংলো ভাড়া করে রেস্তোরাঁ খুলছেন বিরাট কোহলি (Kohli Rents Kishore House)৷ এই খবর নিশ্চিত করেছেন কিশোরের পুত্র অমিত কুমার (Amit Kumar)৷

kohli-takes-portion-of-kishore-kumars-bungalow-on-lease-to-start-new-restaurant
কিশোরের বাংলো ভাড়া নিয়ে খুলছে বিরাট রেস্তোরাঁ
author img

By

Published : Sep 2, 2022, 6:45 PM IST

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: মুম্বইয়ে একটি বিলাসবহুল বাংলো তৈরি করেছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমার (Kohli Rents Kishore House)৷ জুহুতে তাঁর আস্তানার নাম রেখেছিলেন গৌরী কুঞ্জ ৷ সেই বাংলোয় এ বার পাড়ি জমাতে চলেছেন ভারতীয় ক্রিকেটের আইকন বিরাট কোহলি (Virat Kohli)৷ না থাকার জন্য নয়, কিশোরের বাংলোর একটি বিরাট অংশ ভাড়া নিয়ে নিজের রেস্তোরাঁ খুলছেন অনুষ্কা শর্মার হাবি ৷

ওয়ান এইট কমিউন নামে একটি রেস্তোরাঁ চেইন চালান বিরাট (Kohli rents Kishore Kumar bunglow)৷ এ বার তিনি কিশোর কুমারের গৌরী কুঞ্জেও তাঁর সেই রেস্তোরাঁর একটি শাখা খুলতে চলেছেন (Virat Kohli restaurant)৷ তাঁর গৌরী কুঞ্জ ভাড়া নেওয়ার খবর নিশ্চিত করেছেন কিশোর কুমারের পুত্র অমিত কুমার (Amit Kumar)৷

তিনি জানিয়েছেন, ডান হাতি ব্যাটসম্যানকে 5 বছরের জন্য গৌরী কুঞ্জের একটি অংশ লিজ দেওয়া হয়েছে (Kishore Kumar bungalow)৷ তিনি আরও জানিয়েছেন, কয়েক মাস আগে কিশোর-পত্নী লীনা চন্দ্রভারকারের ছেলে সুমিতের যখন বিরাট কোহলির সঙ্গে দেখা হয়েছিল, কথাবার্তা শুরু হয় তখন থেকেই ৷ সেই সময়ই রেস্তোরাঁ খোলার জন্য গৌরী কুঞ্জ ভাড়া নেওয়ার বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় ৷

এই খবর নিয়ে যখন চর্চা চলছে বিভিন্ন মহলে, তখনই ওয়ান এইট কমিউনের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপডেট আসে, "জুহু, মুম্বই, কামিং সুন (শিগগিরই মুম্বইয়ের জুহুতে আসছি)৷"

আরও পড়ুন: কোহলির অর্ধশতরানে হংকং-কে বিরাট লক্ষ্যমাত্রা ভারতের

হসপিটালিটি সেক্টরে যাত্রা শুরু করে বিরাট কোহলির হাতে খড়ি হয়েছিল নয়াদিল্লির আরকে পুরমের নুয়েভা রেস্তোরাঁ দিয়ে ৷ সম্প্রতি তিনি খুলেছেন আরও দুটি আউটলেট ৷ একটি রাজধানীরই সিভিল লাইনে ও অপরটি কলকাতার গোল্ডেন পার্কে ৷

কর্মক্ষেত্রে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে ৷ হংকঙের বিরুদ্ধেও 44 বলে 59 রানের ইনিংস খেলেন বিরাট ৷ 4 নম্বরে নামা সূর্য কুমার যাদবের সঙ্গে 98 রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে তোলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: মুম্বইয়ে একটি বিলাসবহুল বাংলো তৈরি করেছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমার (Kohli Rents Kishore House)৷ জুহুতে তাঁর আস্তানার নাম রেখেছিলেন গৌরী কুঞ্জ ৷ সেই বাংলোয় এ বার পাড়ি জমাতে চলেছেন ভারতীয় ক্রিকেটের আইকন বিরাট কোহলি (Virat Kohli)৷ না থাকার জন্য নয়, কিশোরের বাংলোর একটি বিরাট অংশ ভাড়া নিয়ে নিজের রেস্তোরাঁ খুলছেন অনুষ্কা শর্মার হাবি ৷

ওয়ান এইট কমিউন নামে একটি রেস্তোরাঁ চেইন চালান বিরাট (Kohli rents Kishore Kumar bunglow)৷ এ বার তিনি কিশোর কুমারের গৌরী কুঞ্জেও তাঁর সেই রেস্তোরাঁর একটি শাখা খুলতে চলেছেন (Virat Kohli restaurant)৷ তাঁর গৌরী কুঞ্জ ভাড়া নেওয়ার খবর নিশ্চিত করেছেন কিশোর কুমারের পুত্র অমিত কুমার (Amit Kumar)৷

তিনি জানিয়েছেন, ডান হাতি ব্যাটসম্যানকে 5 বছরের জন্য গৌরী কুঞ্জের একটি অংশ লিজ দেওয়া হয়েছে (Kishore Kumar bungalow)৷ তিনি আরও জানিয়েছেন, কয়েক মাস আগে কিশোর-পত্নী লীনা চন্দ্রভারকারের ছেলে সুমিতের যখন বিরাট কোহলির সঙ্গে দেখা হয়েছিল, কথাবার্তা শুরু হয় তখন থেকেই ৷ সেই সময়ই রেস্তোরাঁ খোলার জন্য গৌরী কুঞ্জ ভাড়া নেওয়ার বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় ৷

এই খবর নিয়ে যখন চর্চা চলছে বিভিন্ন মহলে, তখনই ওয়ান এইট কমিউনের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপডেট আসে, "জুহু, মুম্বই, কামিং সুন (শিগগিরই মুম্বইয়ের জুহুতে আসছি)৷"

আরও পড়ুন: কোহলির অর্ধশতরানে হংকং-কে বিরাট লক্ষ্যমাত্রা ভারতের

হসপিটালিটি সেক্টরে যাত্রা শুরু করে বিরাট কোহলির হাতে খড়ি হয়েছিল নয়াদিল্লির আরকে পুরমের নুয়েভা রেস্তোরাঁ দিয়ে ৷ সম্প্রতি তিনি খুলেছেন আরও দুটি আউটলেট ৷ একটি রাজধানীরই সিভিল লাইনে ও অপরটি কলকাতার গোল্ডেন পার্কে ৷

কর্মক্ষেত্রে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে ৷ হংকঙের বিরুদ্ধেও 44 বলে 59 রানের ইনিংস খেলেন বিরাট ৷ 4 নম্বরে নামা সূর্য কুমার যাদবের সঙ্গে 98 রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে তোলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.