ETV Bharat / sports

2022 IPL : আইপিএলে নয়া ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের নেতৃত্বে কেএল রাহুল

দলের নাম ঘোষণা না-হলেও আসন্ন আইপিএলে নয়া ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করতে চলা লখনউ তাদের অধিনায়ক চূড়ান্ত করে ফেলল ৷ 2022 আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের মালিকানাধীন লখনউ ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবেন কান্নুর লোকেশ রাহুল (KL Rahul set to lead Lucknow IPL franchise) ৷

2022 I2022 IPL PL
আইপিএলে নয়া ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের নেতৃত্বে কেএল রাহুল
author img

By

Published : Jan 18, 2022, 4:16 PM IST

Updated : Jan 18, 2022, 4:59 PM IST

নয়াদিল্লি, 18 জানুয়ারি : দলের নাম ঘোষণা না-হলেও আসন্ন আইপিএলে নয়া ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করতে চলা লখনউ তাদের অধিনায়ক চূড়ান্ত করে ফেলল ৷ 2022 আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের মালিকানাধীন লখনউ ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবেন কান্নুর লোকেশ রাহুল (KL Rahul set to lead Lucknow IPL franchise) ৷ আইপিএলের বিশ্বস্ত একটি সূত্র মারফত সংবাদসংস্থা পিটিআই'কে এই খবর নিশ্চিত করা হয়েছে ৷

আগামী 12-13 ফেব্রুয়ারি মেগা নিলামের আগে নয়া দুই ফ্র্যাঞ্চাইজিকে ক্রিকেটারদের প্রাথমিক খসড়া তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আইপিএলের গভর্নিং কমিটি ৷ লখনউ ইতিমধ্যেই তা পেশ করেছে ৷ সূত্রের খবর, কেএল রাহুলের পাশাপাশি তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই এবং অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকে দলে রেখেছে নয়া ফ্র্যাঞ্চাইজি দলটি ৷

আরও পড়ুন : IPL Auction 2022 : পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম 12-13 ফেব্রুয়ারি

গত দু'টি মরশুমে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়া রাহুল 2022 আইপিএলের আগে পঞ্জাব ছেড়ে বেরিয়ে আসেন ৷ রাহুল লখনউয়ের অধিনায়ক হওয়া প্রসঙ্গে আইপিএলের ওই সূত্র পিটিআই'কে বলেছে, "আগামী আইপিএলে লখনউকে নেতৃত্ব দেবেন রাহুল ৷ তবে বাকি কোন দুই ক্রিকেটারকে তারা দলে রাখবে তা নিয়ে আলোচনা চলছে ৷" এদিকে কেএল রাহুলের নেতৃত্বেই বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে অভিযান শুরু হচ্ছে ভারতের ৷ বোল্যান্ড পার্কে আগামিকাল প্রথম ম্যাচ খেলবে দুই দল ৷

নয়াদিল্লি, 18 জানুয়ারি : দলের নাম ঘোষণা না-হলেও আসন্ন আইপিএলে নয়া ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করতে চলা লখনউ তাদের অধিনায়ক চূড়ান্ত করে ফেলল ৷ 2022 আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের মালিকানাধীন লখনউ ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবেন কান্নুর লোকেশ রাহুল (KL Rahul set to lead Lucknow IPL franchise) ৷ আইপিএলের বিশ্বস্ত একটি সূত্র মারফত সংবাদসংস্থা পিটিআই'কে এই খবর নিশ্চিত করা হয়েছে ৷

আগামী 12-13 ফেব্রুয়ারি মেগা নিলামের আগে নয়া দুই ফ্র্যাঞ্চাইজিকে ক্রিকেটারদের প্রাথমিক খসড়া তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আইপিএলের গভর্নিং কমিটি ৷ লখনউ ইতিমধ্যেই তা পেশ করেছে ৷ সূত্রের খবর, কেএল রাহুলের পাশাপাশি তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই এবং অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকে দলে রেখেছে নয়া ফ্র্যাঞ্চাইজি দলটি ৷

আরও পড়ুন : IPL Auction 2022 : পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম 12-13 ফেব্রুয়ারি

গত দু'টি মরশুমে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়া রাহুল 2022 আইপিএলের আগে পঞ্জাব ছেড়ে বেরিয়ে আসেন ৷ রাহুল লখনউয়ের অধিনায়ক হওয়া প্রসঙ্গে আইপিএলের ওই সূত্র পিটিআই'কে বলেছে, "আগামী আইপিএলে লখনউকে নেতৃত্ব দেবেন রাহুল ৷ তবে বাকি কোন দুই ক্রিকেটারকে তারা দলে রাখবে তা নিয়ে আলোচনা চলছে ৷" এদিকে কেএল রাহুলের নেতৃত্বেই বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে অভিযান শুরু হচ্ছে ভারতের ৷ বোল্যান্ড পার্কে আগামিকাল প্রথম ম্যাচ খেলবে দুই দল ৷

Last Updated : Jan 18, 2022, 4:59 PM IST

For All Latest Updates

TAGGED:

2022 IPL
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.