ETV Bharat / sports

KL Rahul : নেতৃত্বে রাহুল, নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত বিশ্রামে সিনিয়ররা

author img

By

Published : Nov 2, 2021, 2:20 PM IST

বায়ো-বাবলের ক্লান্তি এড়াতেই সিনিয়রদের বিশ্রামে পাঠানোর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে বোর্ড সূত্রে ৷ উল্লেখ্য, বিশ্বকাপে নিউজিল্যান্ড ম্য়াচের পর জসপ্রীত বুমরা বায়ো-বাবলের ক্লান্তি নিয়ে সরব হয়েছিলেন ৷

KL Rahul
নেতৃত্বে রাহুল, নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত বিশ্রামে সিনিয়ররা

মুম্বই, 2 নভেম্বর : তৃপ্তির ঢেকুর তোলার অবকাশ তো নেইই, উল্টে টি-20 বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হেরে টিম ইন্ডিয়ার অন্দরে গুমোট পরিবেশ ৷ আশা এখনও পুরোপুরি ফুরিয়ে যায়নি ৷ তবে মিরাকল কিছু না ঘটলে কোহলি ব্রিগেডের সেমিফাইনাল অনিশ্চিত ৷ এমতাবস্থায় বিশ্বকাপ পরবর্তী ঘরের মাঠে নিউজিল্য়ান্ড সিরিজের জন্য বড়সড় আপডেট পাওয়া গেল বিসিসিআই মারফৎ ৷

সংবাদসংস্থা এএনআই'কে বোর্ডের এক আধিকারিক যা আভাস দিলেন, তাতে বিশ্বকাপ পরবর্তী নিউজিল্যান্ড সফরে সিনিয়রদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কেএল রাহুল ৷ বোর্ডের সংশ্লিষ্ট আধিকারিক বলেন, "নিউজিল্য়ান্ড সিরিজে সিনিয়রদের বিশ্রামের প্রয়োজন ৷ আর এখানে রাখঢাকের কোনও জায়গা নেই ৷ রাহুল যেহেতু ভারতের টি-20 পরিকাঠামোর অবিচ্ছেদ্য অংশ তাই সে দলকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ৷"

আরও পড়ুন : বাটলারের সেঞ্চুরিতে ধরাশায়ী শ্রীলঙ্কা, কার্যত সেমিফাইনালে ইংল্যান্ড

বায়ো-বাবলের ক্লান্তি এড়াতেই সিনিয়রদের বিশ্রামে পাঠানোর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে বোর্ড সূত্রে ৷ উল্লেখ্য, বিশ্বকাপে নিউজিল্যান্ড ম্য়াচের পর জসপ্রীত বুমরা বায়ো-বাবলের ক্লান্তি নিয়ে সরব হয়েছিলেন ৷ পা৷শাপাশি আরও চমকপ্রদ তথ্য হল, আসন্ন নিউজিল্যান্ড সিরিজে স্টেডিয়ামে দর্শক ফিরছে বলেও আভাস দিয়েছেন বোর্ডের ওই আধিকারিক ৷ তাঁর কথায়, নিউজিল্যান্ড সিরিজে মাঠে দর্শক ফিরবে নিশ্চিত, তবে গোটাটাই কোভিড প্রোটোকল মেনে ৷

মুম্বই, 2 নভেম্বর : তৃপ্তির ঢেকুর তোলার অবকাশ তো নেইই, উল্টে টি-20 বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হেরে টিম ইন্ডিয়ার অন্দরে গুমোট পরিবেশ ৷ আশা এখনও পুরোপুরি ফুরিয়ে যায়নি ৷ তবে মিরাকল কিছু না ঘটলে কোহলি ব্রিগেডের সেমিফাইনাল অনিশ্চিত ৷ এমতাবস্থায় বিশ্বকাপ পরবর্তী ঘরের মাঠে নিউজিল্য়ান্ড সিরিজের জন্য বড়সড় আপডেট পাওয়া গেল বিসিসিআই মারফৎ ৷

সংবাদসংস্থা এএনআই'কে বোর্ডের এক আধিকারিক যা আভাস দিলেন, তাতে বিশ্বকাপ পরবর্তী নিউজিল্যান্ড সফরে সিনিয়রদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কেএল রাহুল ৷ বোর্ডের সংশ্লিষ্ট আধিকারিক বলেন, "নিউজিল্য়ান্ড সিরিজে সিনিয়রদের বিশ্রামের প্রয়োজন ৷ আর এখানে রাখঢাকের কোনও জায়গা নেই ৷ রাহুল যেহেতু ভারতের টি-20 পরিকাঠামোর অবিচ্ছেদ্য অংশ তাই সে দলকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ৷"

আরও পড়ুন : বাটলারের সেঞ্চুরিতে ধরাশায়ী শ্রীলঙ্কা, কার্যত সেমিফাইনালে ইংল্যান্ড

বায়ো-বাবলের ক্লান্তি এড়াতেই সিনিয়রদের বিশ্রামে পাঠানোর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে বোর্ড সূত্রে ৷ উল্লেখ্য, বিশ্বকাপে নিউজিল্যান্ড ম্য়াচের পর জসপ্রীত বুমরা বায়ো-বাবলের ক্লান্তি নিয়ে সরব হয়েছিলেন ৷ পা৷শাপাশি আরও চমকপ্রদ তথ্য হল, আসন্ন নিউজিল্যান্ড সিরিজে স্টেডিয়ামে দর্শক ফিরছে বলেও আভাস দিয়েছেন বোর্ডের ওই আধিকারিক ৷ তাঁর কথায়, নিউজিল্যান্ড সিরিজে মাঠে দর্শক ফিরবে নিশ্চিত, তবে গোটাটাই কোভিড প্রোটোকল মেনে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.