ETV Bharat / sports

KKR vs CSK : বুড়ো হাড়ের ভেলকি দেখল কলকাতা-চেন্নাই ম্যাচ

জাদেজা-ধোনির 70 রানের পার্টনারশিপে নাইটদের 132 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ 9 বল বাকি থাকতেই সেই রান তুলে দেন রাহানেরা ৷ ‘ইয়ংস্টার’রা নন, আইপিএলের উদ্বোধনী ম্যাচে সমস্ত নজর কাড়লেন প্রবীণরাই (KKR vs CSK T-20 Match) ৷

Kolkata Knight Riders vs Chennai Super Kings
কলকাতা-চেন্নাই ম্যাচ
author img

By

Published : Mar 27, 2022, 8:04 AM IST

Updated : Mar 27, 2022, 8:14 AM IST

মুম্বই, 27 মার্চ : জয় দিয়ে পঞ্চদশ আইপিএলে যাত্রা শুরু করেছে কলকাতা ৷ রাহানে-উমেশের দাপটে গতবারের ফাইনালের স্কোরশিট বদলে দিয়েছে নাইটরা ৷ যদিও ‘ইয়ংস্টার’রা নন, আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠ মাতালেন ‘বুড়ো’রাই (A game for the veterans) ৷

ব্যাট করতে নেমে 61 রানে 5 উইকেট হারিয়েছিল সিএসকে ৷ সেখান থেকে দলের হাল ধরেন ধোনি-জাদেজা জুটি ৷ ঝড়ের গতিতে ইনিংস শুরু করলেও লম্বা হয়নি উথাপ্পার ইনিংস ৷ 21 বলে 28 রান করেন প্রাক্তন নাইট ব্যাটার ৷ 15 রান করে প্যাভিলিয়নে ফেরেন অম্বাতি রায়াডু ৷ ফলে বেশিরভাগ ক্রিকেট বোদ্ধাই ভেবেছিলেন অল্প রানেই গুটিয়ে যাবে চেন্নাইয়ের ইনিংস ৷ কিন্তু সেই ভাবনা বাস্তবে পরিণত হয়নি, সৌজন্যে মাহি ৷ 7টি চার, 1টি ছয়ে শেষ পর্যন্ত 38 বলে 50 রানে অপরাজিত থাকেন ধোনি ৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন দলের নতুন অধিনায়ক ৷ 28 বল খেলে 26 রানে নট-আউট থাকেন 'জাড্ডু' ৷

ধোনি-জাদেজা জুটির বড় ইনিংসেও এদিন নিজের জাত চিনিয়েছেন 3 বছর আগে দেশের জার্সিতে শেষ টি-20 ম্যাচ খেলা উমেশ ৷ তাঁর দাপটেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 131 রানে বেঁধে রাখে নাইটরা ৷ 20 রানে 2 উইকেট নিয়ে ম্যাচের সেরা উমেশই (Umesh Yadav takes two wickets) ৷ জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেছিল কলকাতা ৷ তরুণ ভেঙ্কটেশ আইয়ার ক্রিজে থাকলেও পুরোভাগে যার নেতৃত্ব দিলেন অজিঙ্ক রাহানে ৷ দেশের হয়ে যিনি সীমিত ওভারের ম্যাচ খেলেছিলেন বছর চারেক আগে ৷ সদ্য বাদ পড়েছেন পাঁচদিনের দল থেকেও ৷ শেষ পর্যন্ত ব্যক্তিগত 44 রানের মাথায় ক্রিজ ছাড়লেও ম্যাচ ততক্ষণে কলকাতার ঝুলিতে চলে এসেছে ৷ অন্যদিকে, নাইটদের অনায়াস জয়েও বল হাতে সফল বছর 38-এর ডোয়েন ব্র্যাভো ৷ মাত্র 20 রান খরচ করে 3 উইকেট তুলে নিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : ধোনির হাফসেঞ্চুরি, প্রাথমিক ধাক্কা সামলে নাইটদের বিরুদ্ধে ভদ্রস্থ স্কোর চেন্নাইয়ের

ম্যাচের আগেই অনেকে ধরে নিয়েছিলেন লড়াই হবে রুতুরাজ-মাভিদের সঙ্গে ভেঙ্কটেশ-রানা-শ্রেয়সদের ৷ কিন্তু সমস্ত হিসেব উলটে ম্যাচে সমস্ত নজর কাড়লেন প্রবীণরাই ৷ চরম অনিশ্চয়তার খেলা ক্রিকেট, টি-20 তে যা আরও খানিকটা বেশি ৷ ব্যাটারের কয়েকটা শট বা বোলারের একটা ভাল ওভার মুহূর্তে বদলে দিতে পারে গোটা ম্যাচের রঙ ৷ সেখানেও অন্যতম চালু একটা প্রবাদ হল, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’ ৷ শনিবারের সন্ধ্যায় ছত্রে ছত্রে তারই প্রমাণ পেল ওয়ানখেড়ে স্টেডিয়াম ৷

মুম্বই, 27 মার্চ : জয় দিয়ে পঞ্চদশ আইপিএলে যাত্রা শুরু করেছে কলকাতা ৷ রাহানে-উমেশের দাপটে গতবারের ফাইনালের স্কোরশিট বদলে দিয়েছে নাইটরা ৷ যদিও ‘ইয়ংস্টার’রা নন, আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠ মাতালেন ‘বুড়ো’রাই (A game for the veterans) ৷

ব্যাট করতে নেমে 61 রানে 5 উইকেট হারিয়েছিল সিএসকে ৷ সেখান থেকে দলের হাল ধরেন ধোনি-জাদেজা জুটি ৷ ঝড়ের গতিতে ইনিংস শুরু করলেও লম্বা হয়নি উথাপ্পার ইনিংস ৷ 21 বলে 28 রান করেন প্রাক্তন নাইট ব্যাটার ৷ 15 রান করে প্যাভিলিয়নে ফেরেন অম্বাতি রায়াডু ৷ ফলে বেশিরভাগ ক্রিকেট বোদ্ধাই ভেবেছিলেন অল্প রানেই গুটিয়ে যাবে চেন্নাইয়ের ইনিংস ৷ কিন্তু সেই ভাবনা বাস্তবে পরিণত হয়নি, সৌজন্যে মাহি ৷ 7টি চার, 1টি ছয়ে শেষ পর্যন্ত 38 বলে 50 রানে অপরাজিত থাকেন ধোনি ৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন দলের নতুন অধিনায়ক ৷ 28 বল খেলে 26 রানে নট-আউট থাকেন 'জাড্ডু' ৷

ধোনি-জাদেজা জুটির বড় ইনিংসেও এদিন নিজের জাত চিনিয়েছেন 3 বছর আগে দেশের জার্সিতে শেষ টি-20 ম্যাচ খেলা উমেশ ৷ তাঁর দাপটেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 131 রানে বেঁধে রাখে নাইটরা ৷ 20 রানে 2 উইকেট নিয়ে ম্যাচের সেরা উমেশই (Umesh Yadav takes two wickets) ৷ জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেছিল কলকাতা ৷ তরুণ ভেঙ্কটেশ আইয়ার ক্রিজে থাকলেও পুরোভাগে যার নেতৃত্ব দিলেন অজিঙ্ক রাহানে ৷ দেশের হয়ে যিনি সীমিত ওভারের ম্যাচ খেলেছিলেন বছর চারেক আগে ৷ সদ্য বাদ পড়েছেন পাঁচদিনের দল থেকেও ৷ শেষ পর্যন্ত ব্যক্তিগত 44 রানের মাথায় ক্রিজ ছাড়লেও ম্যাচ ততক্ষণে কলকাতার ঝুলিতে চলে এসেছে ৷ অন্যদিকে, নাইটদের অনায়াস জয়েও বল হাতে সফল বছর 38-এর ডোয়েন ব্র্যাভো ৷ মাত্র 20 রান খরচ করে 3 উইকেট তুলে নিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : ধোনির হাফসেঞ্চুরি, প্রাথমিক ধাক্কা সামলে নাইটদের বিরুদ্ধে ভদ্রস্থ স্কোর চেন্নাইয়ের

ম্যাচের আগেই অনেকে ধরে নিয়েছিলেন লড়াই হবে রুতুরাজ-মাভিদের সঙ্গে ভেঙ্কটেশ-রানা-শ্রেয়সদের ৷ কিন্তু সমস্ত হিসেব উলটে ম্যাচে সমস্ত নজর কাড়লেন প্রবীণরাই ৷ চরম অনিশ্চয়তার খেলা ক্রিকেট, টি-20 তে যা আরও খানিকটা বেশি ৷ ব্যাটারের কয়েকটা শট বা বোলারের একটা ভাল ওভার মুহূর্তে বদলে দিতে পারে গোটা ম্যাচের রঙ ৷ সেখানেও অন্যতম চালু একটা প্রবাদ হল, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’ ৷ শনিবারের সন্ধ্যায় ছত্রে ছত্রে তারই প্রমাণ পেল ওয়ানখেড়ে স্টেডিয়াম ৷

Last Updated : Mar 27, 2022, 8:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.