মুম্বই, 2 মে : পাঁচ ম্যাচে হেরে পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে ৷ প্লে-অফের সম্ভাবনা থেকে বহুদূরে অবস্থান করা নাইটদের যেটুকু আশা বেঁচে, তা রয়্যালসদের বিরুদ্ধে হারলে শেষ ৷ সবমিলিয়ে সোমবার রাজস্থানের বিরুদ্ধে 'ডু অর ডাই' ম্য়াচে অবতীর্ণ নাইটরা ৷ মরণ-বাঁচন ম্য়াচে নাইটদের সামনে 153 রানের লক্ষ্যমাত্রা (KKR need 153 runs to keep alive their play-offs hope) ৷ অধিনায়ক সঞ্জু স্যামসনের অর্ধশতরান, শেষদিকে শিমরন হেটমেয়ারের ঝোড়ো ক্যামিওয় ভর করে কোনওক্রমে দেড়শো পেরল রয়্যালসরা ৷
টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান শ্রেয়স আইয়ার ৷ শুরুতেই দেবদূত পারিক্কলকে তুলে নেন উমেশ যাদব ৷ চলতি মধ্যে ইতিমধ্যেই তিনটি শতরান করে ফেলা রয়্যালসদের ইংরেজ ওপেনার জস বাটলার বিধ্বংসী হওয়ার আগেই তাঁকে প্য়াভিলিয়নে ফেরান টিম সাউদি ৷ বাটলার 22 রানে ফেরার পর দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায় বর্তায় স্যামসনের কাঁধে ৷
49 বলে 57 রানের ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানোর অভিমুখে নিয়ে যান রয়্যালস অধিনায়ক (Sanju Samson scored 57 runs from 49) ৷ তাঁর ইনিংসে ছিল 7টি চার, একটি ছয় ৷ শেষদিকে হেটমেয়ারের 13 বলে 27 রান রাজস্থানকে 5 উইকেট হারিয়ে পৌঁছে দেয় 152 রানে ৷ ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে একাদশে আসা অনুকূল রায় 4 ওভারে 28 রান দিয়ে নেন এক উইকেট ৷ 46 রান খরচ করলেও 2টি উইকেট সাউদির ৷
আরও পড়ুন : নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিল জাদেজা : ধোনি
একটি করে উইকেট উমেশ এবং মাভির ঝুলিতে ৷ হর্ষিত রানার পরিবর্তে এদিন একাদশে প্রত্য়াবর্তন হয় মাভির ৷ এখন দেখার ব্যাটারদের সহযোগিতায় জিততে ভুলে যাওয়া নাইটরা জয়ের সরণিতে ফেরে কি না ৷