ETV Bharat / sports

RR vs KKR in IPL 2022 : প্লে-অফের আশা টিকিয়ে রাখতে নাইটদের লক্ষ্য 153 রান - প্লে অফের আশা টিকিয়ে রাখতে রাজস্থানের বিরুদ্ধে 153 চাই নাইটদের

49 বলে 57 রানের ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানোর অভিমুখে নিয়ে যান রয়্যালস অধিনায়ক (Sanju Samson scored 57 runs from 49) ৷ তাঁর ইনিংসে ছিল 7টি চার, একটি ছয় ৷

RR vs KKR in IPL 2022
প্লে-অফের আশা টিকিয়ে রাখতে রাজস্থানের বিরুদ্ধে 153 চাই নাইটদের
author img

By

Published : May 2, 2022, 10:00 PM IST

মুম্বই, 2 মে : পাঁচ ম্যাচে হেরে পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে ৷ প্লে-অফের সম্ভাবনা থেকে বহুদূরে অবস্থান করা নাইটদের যেটুকু আশা বেঁচে, তা রয়্যালসদের বিরুদ্ধে হারলে শেষ ৷ সবমিলিয়ে সোমবার রাজস্থানের বিরুদ্ধে 'ডু অর ডাই' ম্য়াচে অবতীর্ণ নাইটরা ৷ মরণ-বাঁচন ম্য়াচে নাইটদের সামনে 153 রানের লক্ষ্যমাত্রা (KKR need 153 runs to keep alive their play-offs hope) ৷ অধিনায়ক সঞ্জু স্যামসনের অর্ধশতরান, শেষদিকে শিমরন হেটমেয়ারের ঝোড়ো ক্যামিওয় ভর করে কোনওক্রমে দেড়শো পেরল রয়্যালসরা ৷

টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান শ্রেয়স আইয়ার ৷ শুরুতেই দেবদূত পারিক্কলকে তুলে নেন উমেশ যাদব ৷ চলতি মধ্যে ইতিমধ্যেই তিনটি শতরান করে ফেলা রয়্যালসদের ইংরেজ ওপেনার জস বাটলার বিধ্বংসী হওয়ার আগেই তাঁকে প্য়াভিলিয়নে ফেরান টিম সাউদি ৷ বাটলার 22 রানে ফেরার পর দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায় বর্তায় স্যামসনের কাঁধে ৷

49 বলে 57 রানের ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানোর অভিমুখে নিয়ে যান রয়্যালস অধিনায়ক (Sanju Samson scored 57 runs from 49) ৷ তাঁর ইনিংসে ছিল 7টি চার, একটি ছয় ৷ শেষদিকে হেটমেয়ারের 13 বলে 27 রান রাজস্থানকে 5 উইকেট হারিয়ে পৌঁছে দেয় 152 রানে ৷ ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে একাদশে আসা অনুকূল রায় 4 ওভারে 28 রান দিয়ে নেন এক উইকেট ৷ 46 রান খরচ করলেও 2টি উইকেট সাউদির ৷

আরও পড়ুন : নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিল জাদেজা : ধোনি

একটি করে উইকেট উমেশ এবং মাভির ঝুলিতে ৷ হর্ষিত রানার পরিবর্তে এদিন একাদশে প্রত্য়াবর্তন হয় মাভির ৷ এখন দেখার ব্যাটারদের সহযোগিতায় জিততে ভুলে যাওয়া নাইটরা জয়ের সরণিতে ফেরে কি না ৷

মুম্বই, 2 মে : পাঁচ ম্যাচে হেরে পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে ৷ প্লে-অফের সম্ভাবনা থেকে বহুদূরে অবস্থান করা নাইটদের যেটুকু আশা বেঁচে, তা রয়্যালসদের বিরুদ্ধে হারলে শেষ ৷ সবমিলিয়ে সোমবার রাজস্থানের বিরুদ্ধে 'ডু অর ডাই' ম্য়াচে অবতীর্ণ নাইটরা ৷ মরণ-বাঁচন ম্য়াচে নাইটদের সামনে 153 রানের লক্ষ্যমাত্রা (KKR need 153 runs to keep alive their play-offs hope) ৷ অধিনায়ক সঞ্জু স্যামসনের অর্ধশতরান, শেষদিকে শিমরন হেটমেয়ারের ঝোড়ো ক্যামিওয় ভর করে কোনওক্রমে দেড়শো পেরল রয়্যালসরা ৷

টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান শ্রেয়স আইয়ার ৷ শুরুতেই দেবদূত পারিক্কলকে তুলে নেন উমেশ যাদব ৷ চলতি মধ্যে ইতিমধ্যেই তিনটি শতরান করে ফেলা রয়্যালসদের ইংরেজ ওপেনার জস বাটলার বিধ্বংসী হওয়ার আগেই তাঁকে প্য়াভিলিয়নে ফেরান টিম সাউদি ৷ বাটলার 22 রানে ফেরার পর দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায় বর্তায় স্যামসনের কাঁধে ৷

49 বলে 57 রানের ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানোর অভিমুখে নিয়ে যান রয়্যালস অধিনায়ক (Sanju Samson scored 57 runs from 49) ৷ তাঁর ইনিংসে ছিল 7টি চার, একটি ছয় ৷ শেষদিকে হেটমেয়ারের 13 বলে 27 রান রাজস্থানকে 5 উইকেট হারিয়ে পৌঁছে দেয় 152 রানে ৷ ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে একাদশে আসা অনুকূল রায় 4 ওভারে 28 রান দিয়ে নেন এক উইকেট ৷ 46 রান খরচ করলেও 2টি উইকেট সাউদির ৷

আরও পড়ুন : নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিল জাদেজা : ধোনি

একটি করে উইকেট উমেশ এবং মাভির ঝুলিতে ৷ হর্ষিত রানার পরিবর্তে এদিন একাদশে প্রত্য়াবর্তন হয় মাভির ৷ এখন দেখার ব্যাটারদের সহযোগিতায় জিততে ভুলে যাওয়া নাইটরা জয়ের সরণিতে ফেরে কি না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.