ETV Bharat / sports

Shreyas Iyer in IPL 2023: দল থেকে শ্রেয়স আইয়ারের ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল, চিন্তায় নাইট শিবির

চোটের সমস্যায় ভুগছেন শ্রেয়স আইয়ার। চোট নিয়ে আইপিএলে নাইট শিবিরের হয়ে খেলবেন কিনা তা টিম ম্যানেজমেন্টের (Kolkata Knight Riders) তরফে এখনও সরকারিভাবে জানানো হয়নি ৷ তবে তাঁর দলে না-থাকার সম্ভাবনা প্রবল ৷ তাই নতুন ক্যাপ্টেনের খোঁজে কেকেআর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 23, 2023, 1:18 PM IST

Updated : Mar 23, 2023, 1:44 PM IST

শ্রেয়সের চোট নিয়ে চিন্তায় নাইট শিবিরে

কলকাতা, 23 মার্চ: ইনডোর নয় মাঠে নেমে অনুশীলন শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স। চৈত্র মাসের হঠাৎ বৃষ্টি ইতিমধ্যেই নাইটদের আসন্ন আইপিএল প্রস্তুতি ঘেঁটে দিয়েছে। দু'দিন আগে থেকে শহরে পৌঁছে অনুশীলন করার পরিকল্পনা থাকলেও প্রাকৃতিক দূর্যোগ বাধ সাধছিল। সোমবার প্রথম ইডেনে পুরোদমে অনুশীলন করার থাকলেও তা হয়নি। ইনডোরে প্রস্তুতি সারতে হয়েছিল। প্রথম দিন ইডেন ভিজে থাকায় অনুশীলন ইনডোরে সারতে হয়েছিল চন্দ্রকান্ত পণ্ডিত এবং তাঁর ছেলেদের। তবে এর মাঝেই শ্রেয়স আইয়ারের দলে (Shreyas Iyer) থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ শেষমেশ তিনি দলে না থাকলে সেটা নাইট শিবিরের জন্য বড় ধাক্কা হতে চলেছে।

মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুশীলন করার কথা থাকলেও সম্ভব হয়নি। কারণ বৃষ্টি। বদলে ইডেনের ইনডোরে বোলিং এবং নকিং সারেন রাসেলরা। বুধবার সন্ধ্যায় ইডেনের মাঠে অনুশীলন করলেন নাইটরা। বাতিস্তম্ভের আলোয় ইডেনের মাঠে অনুশীলন করে কেকেআর। অনুশীলনে উপস্থিত ছিলেন আন্দ্রে রাসেল, নীতিশ রানা, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তীর মতো কেকেআরের তারকারা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কড়া নজরে অনুশীলন সারলেন কেকেআর ক্রিকেটাররা।

অনুশীলনে আলাদা করে নজর দেওয়া হল আন্দ্রে রাসেলের দিকে। ক্যারিবিয়ান অলরাউন্ডার এথারের আইএসএলে নাইটদের অন্যতম ভরসা। ফিজিওর সঙ্গে অনেকক্ষণ গা ঘামালেন তিনি। এরপর দীর্ঘক্ষণ তাঁকে নেটে ব্যাট করতে দেখা যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বেশ কয়েকবার বল মাঠের বাইরে ফেললেন তিনি। ফিটনেস এবং ফর্ম বজায় থাকলে আন্দ্রে রাসেল যে নিজের দিনে যেকোনও প্রতিপক্ষের ঘুম কেড়ে নিতে পারেন তা বলার অপেক্ষা রাখে না। আগামী 25 ও 27 তারিখ ইডেনে দু'টি অনুশীলন ম্যাচ খেলবে কেকেআর।

আরও পড়ুন: টসের পরে একাদশ ঘোষণা, একাধিক পরিবর্তিত নিয়মে নয়া আঙ্গিকে আইপিএল

তারপর 29 তারিখ প্রথম ম্যাচ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে খেলতে সে রাজ্যে রওনা দেবে দল। 6 এপ্রিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে নামবে কেকেআর। ইতিমধ্যেই সেই ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইডেনে। অনুশীলনের মধ্যে দিয়ে আইপিএল প্রস্তুতি সারলেও নাইট শিবিরের বড় ধাক্কা অধিনায়ক শ্রেয়স আইয়ারের চোট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদ টেস্টে কোমরে চোট পেয়েছিলেন শ্রেয়স। তারপর থেকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারাতে ব্যস্ত। অজিদের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ খেলতে পারলেন না। জুন মাসের বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালেও তিনি থাকতে পারবেন না সম্ভবত।

সূত্র বলছে, অন্তত পাঁচ মাস বাইরে থাকতে হবে শ্রেয়স আইয়ারকে। অক্টোবরে দেশের মাটিতে ওয়ান-ডে বিশ্বকাপ। তার আগে তাঁকে ফিট করে তোলার জন্য বোর্ড চেষ্টা চালাচ্ছে। এসময় কোনওরকম ঝুঁকি নিতে নারাজ তারা। এই অবস্থায় নাইট ম্যানেজমেন্ট বিপাকে। কারণ শ্রেয়স আইয়ার তাদের অধিনায়ক। সেক্ষেত্রে তিনি না থাকলে ব্যাটন কার হাতে তুলে দেওয়া হবে সেটাই চিন্তার। বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে। সব দেখে সিদ্ধান্ত নিতে চায় কেকেআর। যদিও দলের তরফ থেকে এখনও কোনও সরকারি ঘোষণা আসেনি ৷ আগামী 26 মার্চ শ্রেয়স আইয়ারের চোটের রিপোর্ট বোর্ড পাঠানোর পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেকেআর ম্য়ানেজমেন্ট ৷ তবে আইপিএলের প্রথমার্ধে দিল্লির ক্রিকেটারের যে খেলার সম্ভাবনা নেই তা একপ্রকার নিশ্চিত ৷ তাই সবকিছু দেখে নতুন অধিনায়ক ঘোষণা করতে চায় নাইটরা ৷

আরও পড়ুন: শিয়রে বিশ্বকাপ ! ঘরের মাঠে সিরিজ হেরে প্রশ্নের মুখে বিরাট-রোহিতরা

শ্রেয়সের চোট নিয়ে চিন্তায় নাইট শিবিরে

কলকাতা, 23 মার্চ: ইনডোর নয় মাঠে নেমে অনুশীলন শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স। চৈত্র মাসের হঠাৎ বৃষ্টি ইতিমধ্যেই নাইটদের আসন্ন আইপিএল প্রস্তুতি ঘেঁটে দিয়েছে। দু'দিন আগে থেকে শহরে পৌঁছে অনুশীলন করার পরিকল্পনা থাকলেও প্রাকৃতিক দূর্যোগ বাধ সাধছিল। সোমবার প্রথম ইডেনে পুরোদমে অনুশীলন করার থাকলেও তা হয়নি। ইনডোরে প্রস্তুতি সারতে হয়েছিল। প্রথম দিন ইডেন ভিজে থাকায় অনুশীলন ইনডোরে সারতে হয়েছিল চন্দ্রকান্ত পণ্ডিত এবং তাঁর ছেলেদের। তবে এর মাঝেই শ্রেয়স আইয়ারের দলে (Shreyas Iyer) থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ শেষমেশ তিনি দলে না থাকলে সেটা নাইট শিবিরের জন্য বড় ধাক্কা হতে চলেছে।

মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুশীলন করার কথা থাকলেও সম্ভব হয়নি। কারণ বৃষ্টি। বদলে ইডেনের ইনডোরে বোলিং এবং নকিং সারেন রাসেলরা। বুধবার সন্ধ্যায় ইডেনের মাঠে অনুশীলন করলেন নাইটরা। বাতিস্তম্ভের আলোয় ইডেনের মাঠে অনুশীলন করে কেকেআর। অনুশীলনে উপস্থিত ছিলেন আন্দ্রে রাসেল, নীতিশ রানা, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তীর মতো কেকেআরের তারকারা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কড়া নজরে অনুশীলন সারলেন কেকেআর ক্রিকেটাররা।

অনুশীলনে আলাদা করে নজর দেওয়া হল আন্দ্রে রাসেলের দিকে। ক্যারিবিয়ান অলরাউন্ডার এথারের আইএসএলে নাইটদের অন্যতম ভরসা। ফিজিওর সঙ্গে অনেকক্ষণ গা ঘামালেন তিনি। এরপর দীর্ঘক্ষণ তাঁকে নেটে ব্যাট করতে দেখা যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বেশ কয়েকবার বল মাঠের বাইরে ফেললেন তিনি। ফিটনেস এবং ফর্ম বজায় থাকলে আন্দ্রে রাসেল যে নিজের দিনে যেকোনও প্রতিপক্ষের ঘুম কেড়ে নিতে পারেন তা বলার অপেক্ষা রাখে না। আগামী 25 ও 27 তারিখ ইডেনে দু'টি অনুশীলন ম্যাচ খেলবে কেকেআর।

আরও পড়ুন: টসের পরে একাদশ ঘোষণা, একাধিক পরিবর্তিত নিয়মে নয়া আঙ্গিকে আইপিএল

তারপর 29 তারিখ প্রথম ম্যাচ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে খেলতে সে রাজ্যে রওনা দেবে দল। 6 এপ্রিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে নামবে কেকেআর। ইতিমধ্যেই সেই ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইডেনে। অনুশীলনের মধ্যে দিয়ে আইপিএল প্রস্তুতি সারলেও নাইট শিবিরের বড় ধাক্কা অধিনায়ক শ্রেয়স আইয়ারের চোট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদ টেস্টে কোমরে চোট পেয়েছিলেন শ্রেয়স। তারপর থেকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারাতে ব্যস্ত। অজিদের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ খেলতে পারলেন না। জুন মাসের বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালেও তিনি থাকতে পারবেন না সম্ভবত।

সূত্র বলছে, অন্তত পাঁচ মাস বাইরে থাকতে হবে শ্রেয়স আইয়ারকে। অক্টোবরে দেশের মাটিতে ওয়ান-ডে বিশ্বকাপ। তার আগে তাঁকে ফিট করে তোলার জন্য বোর্ড চেষ্টা চালাচ্ছে। এসময় কোনওরকম ঝুঁকি নিতে নারাজ তারা। এই অবস্থায় নাইট ম্যানেজমেন্ট বিপাকে। কারণ শ্রেয়স আইয়ার তাদের অধিনায়ক। সেক্ষেত্রে তিনি না থাকলে ব্যাটন কার হাতে তুলে দেওয়া হবে সেটাই চিন্তার। বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে। সব দেখে সিদ্ধান্ত নিতে চায় কেকেআর। যদিও দলের তরফ থেকে এখনও কোনও সরকারি ঘোষণা আসেনি ৷ আগামী 26 মার্চ শ্রেয়স আইয়ারের চোটের রিপোর্ট বোর্ড পাঠানোর পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেকেআর ম্য়ানেজমেন্ট ৷ তবে আইপিএলের প্রথমার্ধে দিল্লির ক্রিকেটারের যে খেলার সম্ভাবনা নেই তা একপ্রকার নিশ্চিত ৷ তাই সবকিছু দেখে নতুন অধিনায়ক ঘোষণা করতে চায় নাইটরা ৷

আরও পড়ুন: শিয়রে বিশ্বকাপ ! ঘরের মাঠে সিরিজ হেরে প্রশ্নের মুখে বিরাট-রোহিতরা

Last Updated : Mar 23, 2023, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.