লন্ডন, 2 জুলাই: এভাবেও কেউ নিজের উইকেট দিয়ে আসতে পারেন ! রবিবার লর্ডসে অ্যাসেজের দ্বিতীয় টেস্টে জঘন্য রান-আউট হলেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার জনি বেয়ারস্টো ৷ যদিও তাঁর রান-আউট নিয়ে তৈরি হয়েছে প্রবল বিতর্ক ৷ ভিন্ন মত প্রকাশ করছেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে অনুরাগী সকলে ৷ কিন্তু আইসিসি-র নিয়ম বলছে, বেয়ারস্টো রান-আউট ৷ তাই সেটাকেই শিরোধার্য মানছেন অধিকাংশ ৷ কিন্তু, ঠিক কী ঘটেছিল ? কেনই বা এত বিতর্ক একটি রান-আউট নিয়ে ?
রবিবাসরীয় লর্ডসে চলছে অ্যাসেজের দ্বিতীয় টেস্টের পঞ্চমদিনের খেলা ৷ যেখানে ইংল্যান্ড 371 রান তাড়া করছে অজিদের বিরুদ্ধে ৷ এদিন 7 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ব্রিটিশ উইকেটকিপার ব্যাটার বেয়ারস্টো ৷ 52 ওভারের শেষ বলে ক্যামেরন গ্রিন বেয়ারস্টোকে একটি শর্ট-পিচ বল করেন ৷ সেই বলটি ছেড়ে দেন বেয়ার্স্টো ৷ কিন্তু, সমস্যার শুরু এখানেই ৷ বল অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে পৌঁছতেই ক্রিজ ছেড়ে দেন ব্যাটার ৷ তাও আবার কিপার বা ফিল্ডারদের নক না-করেই ৷
আইসিসি-র নিয়ম অনুযায়ী, কোনও বল উইকেট-কিপারের দিকে ছেড়ে দেওয়ার পর বল খেলার মধ্যে থাকাকালীন ব্যাটার ক্রিজ ছাড়তে পারেন না ৷ ক্রিকেটিয় সহজ ভাষায় 'বল ডেড না-হওয়া পর্যন্ত ব্যাটারকে ক্রিজে থাকতে হবে ৷' কিন্তু, অ্যালেক্স কেরির গ্লাভসে বল পৌঁছতেই ক্রিজ ছেড়ে নন-স্ট্রাইকারের দিকে হাঁটা লাগান জনি বেয়ারস্টো ৷ তখনও বল ডেড না-হওয়ায় উইকেটে বল ছুড়ে মারেন কেরি ৷ আর সেই সময় ক্রিজের অনেকটাই বাইরে ছিলেন ইংল্যান্ডের ব্যাটার ৷ উইকেট ভাঙতেই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আউটের আবেদন করেন ৷
-
🤐🤐🤐#EnglandCricket | #Ashes pic.twitter.com/dDGCnj4qNm
— England Cricket (@englandcricket) July 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🤐🤐🤐#EnglandCricket | #Ashes pic.twitter.com/dDGCnj4qNm
— England Cricket (@englandcricket) July 2, 2023🤐🤐🤐#EnglandCricket | #Ashes pic.twitter.com/dDGCnj4qNm
— England Cricket (@englandcricket) July 2, 2023
আরও পড়ুন: 'বাজবল' হল পরিস্থিতিকে খেলা, ব্রিটিশ ব্যাটারদের অ্যাপ্রোচে ক্ষুব্ধ নাসের হুসেন
মাঠের আম্পায়ার পুরো বিষয়টি বিবেচনার জন্য তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন ৷ সেখানে রিপ্লেতে দেখা যায়, বেয়ারস্টো উইকেটকিপারের গ্লাভসে বল পৌঁছতেই ক্রিজ ছেড়ে দেন ৷ কিন্তু বল তখনও খেলার মধ্যে বা প্লে-তে ছিল ৷ এমনকি ইংল্যান্ড ব্যাটার ক্রিজ ছাড়ার আগে প্রতিপক্ষ উইকেটকিপার বা ফিল্ডারদের কোনও সিগন্যাল দেননি ৷ আইসিসি'র নিয়ম অনুযায়ী, একটি ডেলিভারির পর ব্যাটারদের ক্রিজ ছাড়ার আগে সেটি করতে হয় ৷ ফলে তৃতীয় আম্পায়ার বেয়ারস্টোকে আউট দেন ৷
তবে, এই আউটের সিদ্ধান্ত নিয়ে মাঠের মধ্যে অসন্তোষ প্রকাশ করেন বেয়ারস্টো ৷ কিন্তু ট্রাভিস হেড এবং প্যাট কামিন্স তাঁকে কিছু বোঝানোর চেষ্টা করতে দেখা যায় ৷ এমনকি বেন স্টোকসকেও তাঁদের সঙ্গে সম্মতিসূচক ভঙ্গিতে মাথা নাড়তে দেখা গিয়েছে টিভি ক্যামেরায় ৷ তবে, এই আউট নিয়ে বিতর্ক এখানেই থামবে বলে মনে করছে না বিশেষজ্ঞমহল ৷
আরও পড়ুন: ভারতীয় দলের প্রধান স্পনসর এবার অনলাইন 'বেটিং সংস্থা'
371 রান তাড়া করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতির পর ইংল্যান্ড আপাতত 8 উইকেট হারিয়ে 302 রান তুলেছে ৷ তাদের জয়ের জন্য এখনও 69 রান দরকার ৷ আর অস্ট্রেলিয়ার প্রয়োজন 2 উইকেট ৷ অধিনায়ক বেন স্টোকস 155 রান করে ফিরতেই ম্যাচে অনেকটাই ঝুঁকে অজিদের দিকে ৷ সিরিজে 2-0 এগিয়ে যাওয়ার পথে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নরা ৷