ETV Bharat / sports

Ind vs Eng 1st ODI: টেমসের তীরে ইংরেজদের কাছে 'বুমেরাং বুমরা' - Jasprit Bumrah six wicket haul leaves England in tears

মাত্র 26 রানে পাঁচ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেননি ইংল্য়ান্ডের ব্যাটাররা ৷ ক্যাপ্টেন জস বাটলার, মইন আলিরা দলের ইনিংস মেরামতের চেষ্টা চালালেও তা ফলপ্রসূ হয়নি (Jasprit Bumrah six wicket haul leaves England in tears) ৷

India vs England at Oval
India vs England at Oval
author img

By

Published : Jul 12, 2022, 7:55 PM IST

Updated : Jul 12, 2022, 9:00 PM IST

লন্ডন, 12 জুলাই: কেনিংটন ওভালে বুমরা ঝড় ৷ মাত্র 19 রানে দিয়ে 6 উইকেট তুলে নিলেন ভারতীয় পেসার ৷ যোগ্য সঙ্গত করলেন শামি, কৃষ্ণারা ৷ 3 উইকেট নিয়েছেন বঙ্গ পেসার, প্রসিদ্ধর ঝুলিতে এসেছে একটি উইকেট ৷ ত্রয়ীর দাপটে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল ইংরেজদের ব্যাটিং লাইন-আপ ৷ মাত্র 110 রানে গুটিয়ে গেল বাটলার, স্টোকসদের ইনিংস (Jasprit Bumrah six wicket haul leaves England in tears) ৷

বল হাতে শুরুতেই ঝটকা দিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ ম্যাচে তাঁকে যোগ্য করলেন মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণরা ৷ খাতা খোলার আগেই ক্রিজ ছেড়েছিলেন জো রুট এবং জেসন রয় ৷ শুন্য রানে ড্রেসিংরুমে ফিরেছেন বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোনও ৷ মাত্র 7 রান এসেছে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে ৷ মাত্র 26 রানে পাঁচ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেননি ইংল্য়ান্ডের ব্যাটাররা ৷ ক্যাপ্টেন জস বাটলার, মইন আলিরা দলের ইনিংস মেরামতের চেষ্টা চালালেও তা ফলপ্রসূ হয়নি ৷

এদিন কার্যত বুমরা দাপটেই ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ৷ শুধু তাই নয়, লজ্জ্বার ইতিহাসও গড়েছেন 'বাটলার অ্যান্ড কোং' ৷ ভারতের বিরুদ্ধে এটাই ইংরেজদের সর্বনিম্ন ওয়ান ডে স্কোর ৷ অন্যদিকে, এর আগে 2017 সালে পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে 27 রানে 5 উইকেট নিয়েছিলেন বুমরা ৷ এতদিন পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে এটাই ছিল 'বুমবুম'-এর বেস্ট বোলিং ফিগার ৷ এদিন সেই রেকর্ডকেও ছাপিয়ে গেলেন তিনি ৷

আরও পড়ুন : ফিরল ক্রিকেট-সুরের যুগলবন্দি, ফের এক ফ্রেমে সচিন-নফলার

লন্ডন, 12 জুলাই: কেনিংটন ওভালে বুমরা ঝড় ৷ মাত্র 19 রানে দিয়ে 6 উইকেট তুলে নিলেন ভারতীয় পেসার ৷ যোগ্য সঙ্গত করলেন শামি, কৃষ্ণারা ৷ 3 উইকেট নিয়েছেন বঙ্গ পেসার, প্রসিদ্ধর ঝুলিতে এসেছে একটি উইকেট ৷ ত্রয়ীর দাপটে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল ইংরেজদের ব্যাটিং লাইন-আপ ৷ মাত্র 110 রানে গুটিয়ে গেল বাটলার, স্টোকসদের ইনিংস (Jasprit Bumrah six wicket haul leaves England in tears) ৷

বল হাতে শুরুতেই ঝটকা দিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ ম্যাচে তাঁকে যোগ্য করলেন মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণরা ৷ খাতা খোলার আগেই ক্রিজ ছেড়েছিলেন জো রুট এবং জেসন রয় ৷ শুন্য রানে ড্রেসিংরুমে ফিরেছেন বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোনও ৷ মাত্র 7 রান এসেছে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে ৷ মাত্র 26 রানে পাঁচ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেননি ইংল্য়ান্ডের ব্যাটাররা ৷ ক্যাপ্টেন জস বাটলার, মইন আলিরা দলের ইনিংস মেরামতের চেষ্টা চালালেও তা ফলপ্রসূ হয়নি ৷

এদিন কার্যত বুমরা দাপটেই ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ৷ শুধু তাই নয়, লজ্জ্বার ইতিহাসও গড়েছেন 'বাটলার অ্যান্ড কোং' ৷ ভারতের বিরুদ্ধে এটাই ইংরেজদের সর্বনিম্ন ওয়ান ডে স্কোর ৷ অন্যদিকে, এর আগে 2017 সালে পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে 27 রানে 5 উইকেট নিয়েছিলেন বুমরা ৷ এতদিন পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে এটাই ছিল 'বুমবুম'-এর বেস্ট বোলিং ফিগার ৷ এদিন সেই রেকর্ডকেও ছাপিয়ে গেলেন তিনি ৷

আরও পড়ুন : ফিরল ক্রিকেট-সুরের যুগলবন্দি, ফের এক ফ্রেমে সচিন-নফলার

Last Updated : Jul 12, 2022, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.