ETV Bharat / sports

Jasprit Bumrah: আইসিসি'র মাসের সেরা ক্রিকেটারের তালিকায় বুমরা - জসপ্রীত বুমরা

অগস্টে আইসিসির সেরা ক্রিকেটারের তালিকায় ঢুকলেন ভারতের জসপ্রীত বুমরা ৷ তাঁর সঙ্গে মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে রয়েছেন ইংল্য়ান্ড অধিনায়ক জো রুট এবং পাকিস্তানি স্পিডস্টার শাহিন আফ্রিদি ৷

Jasprit Bumrah
আইসিসি'র মাসের সেরা ক্রিকেটার মনোনীতজসপ্রীত বুমরা
author img

By

Published : Sep 6, 2021, 5:31 PM IST

দুবাই, 6 সেপ্টেম্বর: ভারত-ইংল্য়ান্ড চলতি টেস্ট সিরিজে ইতিমধ্যেই 16টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন জসপ্রীত বুমরা ৷ এর মধ্যে প্রথম টেস্টেই 9টি উইকেট নিয়েছিলেন তিনি ৷ শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দারুণ ফর্মে রয়েছেন টিম ইন্ডিয়ার ডানহাতি পেসার ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের সোমবারই শেষ দিন ৷ জয়ের জন্য বুমরার দিকেই তাকিয়ে কোহলি অ্যান্ড কোং ৷

এদিন আইসিসির তরফে অগস্ট মাসের সেরা ক্রিকেটারদের মনোনয়নের কথা জানানো হয় ৷ টিম ইন্ডিয়ারে এই পেসারের সঙ্গে সেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন ইংল্যান্ড ক্যাপ্টেন রুট ও পাক পেসার আফ্রিদি ৷ আর মহিলা ক্রিকেটারের মধ্যে মনোনীত হয়েছেন থাইল্যান্ডের নাতায়া বোকাথাম এবং আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও এইমার রিচার্ডসন ৷

আরও পড়ুন : কোহলির 'গুস্সা', ড্রেসিংরুমের দরজায় আঘাত করে হতাশা প্রকাশ বিরাটের

নটিংহ্যামে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে বল হাতে দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন বুমরা ৷ কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির জন্য টেস্ট ড্র হয় ৷ তবে লর্ডস টেস্টে তাঁর ব্যাটিং ভারতকে জয় এনে দেয় ৷ নবম উইকেটে মহম্মদ শামির সঙ্গে বুমরার 89 রানের পার্টনারশিপে 151 রানে যোগ পায় ভারত ৷ ক্রিকেট মক্কায় জিতে সিরিজে 1-0 এগিয়ে যায় টিম কোহলি ৷ কিন্তু লিডসে ক্যাপ্টেন রুটের ব্যাটে ভর করে ম্য়াচ জিতে নেয় ইংল্য়ান্ড ৷ তৃতীয় টেস্ট ইনিংস ও 76 রানে জিতে সিরিজে সমতা ফেরায় রুটবাহিনী৷

আর অগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল হাতে দারুণ পারফরম্যান্স করে মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে নাম লেখান আফ্রিদি ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে যখনই বল হাতে পেয়েছে, তখনই উইকেট তুলে নিয়েছেন ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে 18টি উইকেট নেন বাঁ-হাতি পাক পেসার ৷ এর মধ্যে দ্বিতীয় টেস্টে 10টি উইকেট নিয়ে পাকিস্তানকে সিরিজে সমতা ফেরাতে বড় ভুমিকা নেন আফ্রিদি ৷

দুবাই, 6 সেপ্টেম্বর: ভারত-ইংল্য়ান্ড চলতি টেস্ট সিরিজে ইতিমধ্যেই 16টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন জসপ্রীত বুমরা ৷ এর মধ্যে প্রথম টেস্টেই 9টি উইকেট নিয়েছিলেন তিনি ৷ শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দারুণ ফর্মে রয়েছেন টিম ইন্ডিয়ার ডানহাতি পেসার ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের সোমবারই শেষ দিন ৷ জয়ের জন্য বুমরার দিকেই তাকিয়ে কোহলি অ্যান্ড কোং ৷

এদিন আইসিসির তরফে অগস্ট মাসের সেরা ক্রিকেটারদের মনোনয়নের কথা জানানো হয় ৷ টিম ইন্ডিয়ারে এই পেসারের সঙ্গে সেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন ইংল্যান্ড ক্যাপ্টেন রুট ও পাক পেসার আফ্রিদি ৷ আর মহিলা ক্রিকেটারের মধ্যে মনোনীত হয়েছেন থাইল্যান্ডের নাতায়া বোকাথাম এবং আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও এইমার রিচার্ডসন ৷

আরও পড়ুন : কোহলির 'গুস্সা', ড্রেসিংরুমের দরজায় আঘাত করে হতাশা প্রকাশ বিরাটের

নটিংহ্যামে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে বল হাতে দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন বুমরা ৷ কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির জন্য টেস্ট ড্র হয় ৷ তবে লর্ডস টেস্টে তাঁর ব্যাটিং ভারতকে জয় এনে দেয় ৷ নবম উইকেটে মহম্মদ শামির সঙ্গে বুমরার 89 রানের পার্টনারশিপে 151 রানে যোগ পায় ভারত ৷ ক্রিকেট মক্কায় জিতে সিরিজে 1-0 এগিয়ে যায় টিম কোহলি ৷ কিন্তু লিডসে ক্যাপ্টেন রুটের ব্যাটে ভর করে ম্য়াচ জিতে নেয় ইংল্য়ান্ড ৷ তৃতীয় টেস্ট ইনিংস ও 76 রানে জিতে সিরিজে সমতা ফেরায় রুটবাহিনী৷

আর অগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল হাতে দারুণ পারফরম্যান্স করে মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে নাম লেখান আফ্রিদি ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে যখনই বল হাতে পেয়েছে, তখনই উইকেট তুলে নিয়েছেন ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে 18টি উইকেট নেন বাঁ-হাতি পাক পেসার ৷ এর মধ্যে দ্বিতীয় টেস্টে 10টি উইকেট নিয়ে পাকিস্তানকে সিরিজে সমতা ফেরাতে বড় ভুমিকা নেন আফ্রিদি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.