ডাবলিন, 21 অগস্ট: আবারও পুরনো ছন্দে জসপ্রীত বুমরা ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-20তে আরও বেশি নতুনত্ব দেখা গেল তাঁর বোলিংয়ে ৷ এমনকী 140 কিলোমিটার প্রতিঘণ্টার উপরেও বোলিং করলেন ভারতের এই স্ট্যান্ডবাই অধিনায়ক ৷ 4 ওভারের বোলিংয়ে একটা মেডেন-সহ 15 রান দিয়ে 2 উইকেট তুলেছেন তিনি ৷ এই বিষয়টি এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে অবশ্যই স্বস্তি দেবে ৷ রবিবার আয়ারল্যান্ডকে 33 রানে হারিয়ে একম্যাচ বাকি থাকতেই টি-20 সিরিজ 2-0 জিতে নিয়েছে ভারত ৷
-
For his crucial and entertaining knock down the order, Rinku Singh receives the Player of the Match award 👏👏#TeamIndia complete a 33-run victory in Dublin 🙌
— BCCI (@BCCI) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard ▶️ https://t.co/vLHHA69lGg#IREvIND | @rinkusingh235 pic.twitter.com/OhxKiC7c3h
">For his crucial and entertaining knock down the order, Rinku Singh receives the Player of the Match award 👏👏#TeamIndia complete a 33-run victory in Dublin 🙌
— BCCI (@BCCI) August 20, 2023
Scorecard ▶️ https://t.co/vLHHA69lGg#IREvIND | @rinkusingh235 pic.twitter.com/OhxKiC7c3hFor his crucial and entertaining knock down the order, Rinku Singh receives the Player of the Match award 👏👏#TeamIndia complete a 33-run victory in Dublin 🙌
— BCCI (@BCCI) August 20, 2023
Scorecard ▶️ https://t.co/vLHHA69lGg#IREvIND | @rinkusingh235 pic.twitter.com/OhxKiC7c3h
দ্বিতীয় টি-20 ম্যাচে জসপ্রীত বুমরাকে আরও বেশি স্বচ্ছন্দ দেখাল ৷ বোলিং রান-আপ থেকে শুরু করে অ্যাকশন এবং বল রিলিজে কোনওরকম জড়তা ছিল না ৷ এমনকী বেশ কয়েকটি বল 140 কিলোমিটারের উপরেও করতে দেখা গেল তাঁকে ৷ সেই সঙ্গে লেগ-কাটার বা অফ-কাটারের ক্ষেত্রেও নজর কাড়লেন বুমরা ৷ এমনকী টো-ক্রাশিং ইয়র্কর ও স্লোয়ার বলও করতে দেখা গেল তাঁকে ৷ সব মিলিয়ে কখনই মনে হয়নি 327 দিন পর আবার ক্রিকেটে কামব্যাক করেছেন দেশের এই তারকা পেসার ৷
সেই সঙ্গে দলের তরুণ ক্রিকেটারদের নিয়েও খুশি বুমরা ৷ বিশেষত, রিংকু সিংয়ের মতো তরুণ ক্রিকেটারের খেলায় তিনি অভিভূত ৷ জানালেন, তরুণ ক্রিকেটাররা ভারতের জার্সি পরে খেলার যে প্রত্যাশা চাপ, তা একেবারে দূরে সরিয়ে রেখে মাঠে নেমেছে ৷ সেই কারণেই রিংকু সফল হয়েছেন ৷ তিনি বলেন, "সবাই নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে ৷ প্রত্যাশার বোঝা নিয়ে মাঠে নামলে চাপ থাকবেই ৷ মাঠে নামার সময় সেই প্রত্যাশাগুলিকে সরিয়ে রাখতে হবে ৷ প্রত্যাশার বোঝা নিয়ে খেললে কোনওদিন নিজের সঙ্গে একশো শতাংশ সুবিচার করা যায় না ৷"
আরও পড়ুন: টেস্ট না-খেলা একমাত্র দেশ হিসেবে কিউয়িদের হারাল আমিরশাহী, ভূয়সী প্রশংসা অশ্বিনের
রবিবারের ম্যাচে পাওয়ার প্লে-তে ভারতের 2 উইকেট পড়ে যায় ৷ ব্যর্থ হন ওপেনার যস্বশী জয়সওয়াল এবং তিন নম্বরে নামা তীলক বর্মা ৷ এরপর তৃতীয় উইকেটে সহ-অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (58) এবং উইকেট-কিপার ব্যাটার সঞ্জু স্যামসন (40) 71 রানের পার্টনারশিপ করেন ৷ কিন্তু, সঞ্জু এবং রুতুরাজ আউট হতেই আবারও চাপে পড়ে যায় ভারত ৷ সেখান থেকে দলের ব্যাটিংয়ে হাল ধরেন জাতীয় দলে কামব্যাক করা শিবম দুবে (22 অপরাজিত) এবং কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলা রিংকু সিং (38) ৷
আরও পড়ুন: প্রথম অলিম্পিকস পদক জয়ের 7 বছর পূর্তি, আবেগঘন পিভি সিন্ধু
রিংকু আবার এই ম্যাচেই প্রথমবার ব্যাট করতে নেমেছিলেন ৷ চাপের মুহূর্তে স্কোরবোর্ড সচল রাখেন দু’জনে ৷ আর শেষ দুই ওভারে আইরিশ বোলারদের বিরুদ্ধে আক্রমণে যান দুই ব্যাটার ৷ 2টি বাউন্ডারি এবং 3টি ওভার বাউন্ডারি মেরে 22 বলে 38 রানের ইনিংসে দলকে 20 ওভারে 185 রানে নিয়ে যান রিঙ্কু ৷ দু’জনের 55 রানের পার্টনারশিপের দৌলতেই ভারত 33 রানে ম্যাচ জিততে সক্ষম হয় ৷ ম্যাচের সেরা হয়েছেন রিংকু সিং ৷