ETV Bharat / sports

টুর্নামেন্টের সেরা দলের জন্য মঞ্চ সাজানো, ভারতের বিশ্বজয়ের ভবিষ্যদ্বাণী রব ওয়াল্টারের - রব ওয়াল্টার

South Africa Coach Rob Walter on India's World Cup Winning Chance: রব ওয়াল্টার, দক্ষিণ আফ্রিকার হেড কোচ ৷ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে তাঁর দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ৷ তবে, টুর্নামেন্টের সেরা দলের জন্য মঞ্চ প্রস্তুত বলে জানিয়ে গেলেন রব ৷ তবে, ফাইনাল তিনি দেখবেন না ৷

Image Coutresy: ICC X
Image Coutresy: ICC X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 4:54 PM IST

কলকাতা, 17 নভেম্বর: ব্যাটিং ব্যর্থতা ও গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলার খেসারত দিতে হয়েছে তাঁর দলকে ৷ আরও একটি বিশ্বকাপ সেমিফাইনালে হারতে হল দক্ষিণ আফ্রিকাকে ৷ তাই মানসিকভাবে বিপর্যস্ত প্রোটিয়া কোচ রব ওয়াল্টার জানিয়ে গেলেন, ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল তিনি দেখবেন না ৷ কিন্তু, চ্যাম্পিয়ন দলকে তিনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ৷ জানালেন, টুর্নামেন্টের সেরা দলের জন্য মঞ্চ প্রস্তুত রয়েছে ৷ কাঙ্খিত এই ট্রফি ভারতই জিতবে বলে বিশ্বাস ওয়াল্টারের ৷

ঘরের মাঠে কঠিন পরিস্থিতি তৈরি হলেও, দুরন্ত কামব্যাকে প্রতিপক্ষকে চুরমার করে দিয়েছে ভারত ৷ চলতি বিশ্বকাপে ভারতীয় দল তাই ধরা ছোঁয়ার বাইরে ৷ লাগাতার 10টি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মা অ্যান্ড পলটন ৷ তবে, ফাইনালে তাঁদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৷ 2011 বিশ্বকাপে আমেদাবাদের তৎকালীন মোতেরা স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত ৷ 12 বছর পর বদলে যাওয়া নাম ও চেহারায় সেই আমেদাবাদেই 2023 বিশ্বকাপে মুখোমুখি দুই দল ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 উইকেটে হারের পর বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকার কোচ বললেন, ‘‘সত্যি বলতে আমার ফাইনাল ম্যাচ দেখার মাত্র এক শতাংশ সম্ভাবনা রয়েছে ৷ আর তার থেকেও বড় সত্যি হল, আমি ওই ম্যাচ নিয়ে কিছু যায় আসে না ৷’’ তবে, তিনি মনে করেন, ঘরের মাঠে ভারতের ট্রফি তোলার মঞ্চ তৈরি হয়ে গিয়েছে ৷ তাঁর মতে, ‘‘অবশ্য় যেহেতু বিশ্বকাপ ভারতে হচ্ছে ৷ তাই সবসময় ঘরের দলের কাছে বিশ্বকাপ জেতাটা খুবই বিশেষ ব্যাপার ৷ আর অস্ট্রেলিয়া দলে আমার অনেক বন্ধু রয়েছে ৷ তাঁদের মধ্যে অনেক প্রতি আমার দুর্বলতা রয়েছে ৷ বিশেষত, তাঁদের কোচ ৷’’

কিন্তু, বাস্তব পরিস্থিতি দেখে ওয়ালটার মনে করছেন ঘরের মাঠে ভারতই বিশ্বকাপ জিতবে ৷ তিনি বলেন, ‘‘শেষবার যখন ভারতের বিরুদ্ধে আমরা এখানে খেলেছি, সেখানে তাঁদের সমর্থকরা যেভাবে সারাক্ষণ সমর্থন করে গেল, তা অসাধারণ ৷ তাই ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের অনুপ্রেরণা ও আশা অবশ্যই বেড়ে যায় ৷ আমি মনে করি ভারতের বিশ্বকাপ জয়ের মঞ্চ প্রস্তুত ৷’’ আর সব শেষে তিনি যোগ করেন, টুর্নামেন্টে ভারত একমাত্র দল, যাঁরা শুরু থেকে শেষ পর্যন্ত সেরা ক্রিকেট খেলেছে ৷

আরও পড়ুন:

  1. ফাইনালে ভারত-অজি দ্বৈরথ, রোহিতদের রোখা কঠিন; মত সৌরভের
  2. মহারণের জন্য আমেদাবাদ পৌঁছল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিয়ো
  3. বাংলার মাটিতে উত্থানের গল্প ভোলেননি, সিএবি'র জন্য এবার পেসার তৈরি করবেন শামি

কলকাতা, 17 নভেম্বর: ব্যাটিং ব্যর্থতা ও গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলার খেসারত দিতে হয়েছে তাঁর দলকে ৷ আরও একটি বিশ্বকাপ সেমিফাইনালে হারতে হল দক্ষিণ আফ্রিকাকে ৷ তাই মানসিকভাবে বিপর্যস্ত প্রোটিয়া কোচ রব ওয়াল্টার জানিয়ে গেলেন, ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল তিনি দেখবেন না ৷ কিন্তু, চ্যাম্পিয়ন দলকে তিনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ৷ জানালেন, টুর্নামেন্টের সেরা দলের জন্য মঞ্চ প্রস্তুত রয়েছে ৷ কাঙ্খিত এই ট্রফি ভারতই জিতবে বলে বিশ্বাস ওয়াল্টারের ৷

ঘরের মাঠে কঠিন পরিস্থিতি তৈরি হলেও, দুরন্ত কামব্যাকে প্রতিপক্ষকে চুরমার করে দিয়েছে ভারত ৷ চলতি বিশ্বকাপে ভারতীয় দল তাই ধরা ছোঁয়ার বাইরে ৷ লাগাতার 10টি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মা অ্যান্ড পলটন ৷ তবে, ফাইনালে তাঁদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৷ 2011 বিশ্বকাপে আমেদাবাদের তৎকালীন মোতেরা স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত ৷ 12 বছর পর বদলে যাওয়া নাম ও চেহারায় সেই আমেদাবাদেই 2023 বিশ্বকাপে মুখোমুখি দুই দল ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 উইকেটে হারের পর বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকার কোচ বললেন, ‘‘সত্যি বলতে আমার ফাইনাল ম্যাচ দেখার মাত্র এক শতাংশ সম্ভাবনা রয়েছে ৷ আর তার থেকেও বড় সত্যি হল, আমি ওই ম্যাচ নিয়ে কিছু যায় আসে না ৷’’ তবে, তিনি মনে করেন, ঘরের মাঠে ভারতের ট্রফি তোলার মঞ্চ তৈরি হয়ে গিয়েছে ৷ তাঁর মতে, ‘‘অবশ্য় যেহেতু বিশ্বকাপ ভারতে হচ্ছে ৷ তাই সবসময় ঘরের দলের কাছে বিশ্বকাপ জেতাটা খুবই বিশেষ ব্যাপার ৷ আর অস্ট্রেলিয়া দলে আমার অনেক বন্ধু রয়েছে ৷ তাঁদের মধ্যে অনেক প্রতি আমার দুর্বলতা রয়েছে ৷ বিশেষত, তাঁদের কোচ ৷’’

কিন্তু, বাস্তব পরিস্থিতি দেখে ওয়ালটার মনে করছেন ঘরের মাঠে ভারতই বিশ্বকাপ জিতবে ৷ তিনি বলেন, ‘‘শেষবার যখন ভারতের বিরুদ্ধে আমরা এখানে খেলেছি, সেখানে তাঁদের সমর্থকরা যেভাবে সারাক্ষণ সমর্থন করে গেল, তা অসাধারণ ৷ তাই ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের অনুপ্রেরণা ও আশা অবশ্যই বেড়ে যায় ৷ আমি মনে করি ভারতের বিশ্বকাপ জয়ের মঞ্চ প্রস্তুত ৷’’ আর সব শেষে তিনি যোগ করেন, টুর্নামেন্টে ভারত একমাত্র দল, যাঁরা শুরু থেকে শেষ পর্যন্ত সেরা ক্রিকেট খেলেছে ৷

আরও পড়ুন:

  1. ফাইনালে ভারত-অজি দ্বৈরথ, রোহিতদের রোখা কঠিন; মত সৌরভের
  2. মহারণের জন্য আমেদাবাদ পৌঁছল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিয়ো
  3. বাংলার মাটিতে উত্থানের গল্প ভোলেননি, সিএবি'র জন্য এবার পেসার তৈরি করবেন শামি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.