ETV Bharat / sports

Rishabh Pant Special Care: বাইশ গজে ফেরার অপেক্ষা, প্রিয়তমার যত্নেই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ঋষভ - isha negi took care of rishabh pant

ডিসেম্বরের শেষের দিকে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি ৷ তবে এর সমস্ত কৃতিত্বটাই তাঁর প্রিয়তমার ৷ এই কঠিন সময়ে তাঁর ড্রিম গার্ল ঈশা নেগি প্রতি মুহূর্তে পন্তের খেয়াল রেখেছেন (Isha Negi took care of Cricketer Rishabh Pant) ৷ দুর্ঘটনার পর থেকে তাঁর সবকরকম যত্ন নিয়েছেন ইশা। আর তার পাশাপাশি পন্তের সমস্ত আপডেট তাঁর ব্যাকুল হয়ে থাকা অনুরাগী ও শুভাকাঙ্খীদের কাছে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ঈশা ৷

Rishabh Pant Special Care Taker
ঋষভ ও তাঁর গার্লফেন্ড ঈশা
author img

By

Published : Feb 11, 2023, 11:11 PM IST

দেরাদুন, 11 ফেব্রুয়ারি: চোট সারিয়ে দ্রুত সেরে উঠছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার ঋষভ পন্ত। মুম্বইয়ের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ঋষভ তাঁর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে তাঁকে ক্রাচের সাহায্যে হাঁটতে থাকতে দেখা গিয়েছে। গত দেড় মাস ঋষভ পন্তের জন্য একেবারেই সহজ ছিল না, কিন্তু এই সময়ে তাঁর প্রিয়তমা অর্থাৎ, বান্ধবী ঈশা নেগি ঋষভ পন্তের দিন-রাত যত্ন নিয়েছেন। তাঁর যত্নেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার (Isha Negi took care of Cricketer Rishabh Pant) ৷

গতকালই একটি ক্রাচ হাতে হাঁটছেন এমন একটা ছবি দিয়ে দুর্ঘটনার দেড় মাস পর প্রকাশ্যে দেখা গিয়েছে ঋষভ পন্তকে । সোশাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে বুঝিয়ে দিলেন, তিনি সুস্থ হচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজ খেলছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে ঋষভ পন্তকে মিস করছে ভারতীয় দল। ভক্তরাও ঋষভ পন্তের স্বাস্থ্য ও চোটের খবর জানতে আগ্রহী ছিলেন। দুর্ঘটনার পরে, যদি কেউ ঋষভের প্রতি মুহূর্তের খবর এবং তার সঙ্গে সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য অগণিত ভক্তকুলের কাছে সোশাল মিডিয়ায় শেয়ার করতেন, তিনি হলেন ঈশা নেগি ৷

টুইটার অ্যাকাউন্ট থেকে ইনস্টা যেখানে পন্ত সম্পর্কিত সমস্ত কিছুর আপডেট জানিয়েছেন তিনি ৷ ইতিমধ্যেই ঋষভ পন্ত তাঁর-ঊর্বশীর জল্পনার মাঝে সোশাল মিডিয়ায় ঈশার প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করেছেন। ঈশা নেগি সোশাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ এবং তিনি প্রায়ই তাঁর ভিডিয়ো আপলোড করেন ৷ তবে ঋষভের দুর্ঘটনার পর থেকে এই দেড় মাস আজ পর্যন্ত তাঁর কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করেননি। কে এই ঈশা? যার প্রতি মজলেন এই উইকেটকিপার-ব্যাটার ৷ জেনে নিন তাহলে..

Rishabh Pant Special Care Taker
ক্রাচের সাহায্যে দাঁড়িয়ে রয়েছেন ঋষভ

আরও পড়ুন: ঋষভের সঙ্গে ছবি পোস্ট ঊর্বশীর! নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত অভিনেত্রীর

ঈশা নেগি উত্তরাখণ্ডের বাসিন্দা। তিনি দেরাদুনে বড় হয়েছেন। ইশা নেগি লাইমলাইটে এসেছিলেন 2020 সালে ৷ সে সময় ঋষভ পন্ত তুষারপাতের মধ্যে তাঁর সঙ্গে সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন। এর পরে ইশা নেগিও তাঁর সোশাল মিডিয়া পেজে এই ছবিগুলি পোস্ট করেছিলেন। ঈশা নেগি বেশ স্টাইলিশ এবং একজন মডেলও ৷ তবে ঈশা, পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার, নতুন পোশাকে মাঝে-মাঝেই তাঁর অনেক ভিডিয়ো পোস্ট করেন।

দেরাদুন, 11 ফেব্রুয়ারি: চোট সারিয়ে দ্রুত সেরে উঠছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার ঋষভ পন্ত। মুম্বইয়ের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ঋষভ তাঁর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে তাঁকে ক্রাচের সাহায্যে হাঁটতে থাকতে দেখা গিয়েছে। গত দেড় মাস ঋষভ পন্তের জন্য একেবারেই সহজ ছিল না, কিন্তু এই সময়ে তাঁর প্রিয়তমা অর্থাৎ, বান্ধবী ঈশা নেগি ঋষভ পন্তের দিন-রাত যত্ন নিয়েছেন। তাঁর যত্নেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার (Isha Negi took care of Cricketer Rishabh Pant) ৷

গতকালই একটি ক্রাচ হাতে হাঁটছেন এমন একটা ছবি দিয়ে দুর্ঘটনার দেড় মাস পর প্রকাশ্যে দেখা গিয়েছে ঋষভ পন্তকে । সোশাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে বুঝিয়ে দিলেন, তিনি সুস্থ হচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজ খেলছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে ঋষভ পন্তকে মিস করছে ভারতীয় দল। ভক্তরাও ঋষভ পন্তের স্বাস্থ্য ও চোটের খবর জানতে আগ্রহী ছিলেন। দুর্ঘটনার পরে, যদি কেউ ঋষভের প্রতি মুহূর্তের খবর এবং তার সঙ্গে সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য অগণিত ভক্তকুলের কাছে সোশাল মিডিয়ায় শেয়ার করতেন, তিনি হলেন ঈশা নেগি ৷

টুইটার অ্যাকাউন্ট থেকে ইনস্টা যেখানে পন্ত সম্পর্কিত সমস্ত কিছুর আপডেট জানিয়েছেন তিনি ৷ ইতিমধ্যেই ঋষভ পন্ত তাঁর-ঊর্বশীর জল্পনার মাঝে সোশাল মিডিয়ায় ঈশার প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করেছেন। ঈশা নেগি সোশাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ এবং তিনি প্রায়ই তাঁর ভিডিয়ো আপলোড করেন ৷ তবে ঋষভের দুর্ঘটনার পর থেকে এই দেড় মাস আজ পর্যন্ত তাঁর কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করেননি। কে এই ঈশা? যার প্রতি মজলেন এই উইকেটকিপার-ব্যাটার ৷ জেনে নিন তাহলে..

Rishabh Pant Special Care Taker
ক্রাচের সাহায্যে দাঁড়িয়ে রয়েছেন ঋষভ

আরও পড়ুন: ঋষভের সঙ্গে ছবি পোস্ট ঊর্বশীর! নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত অভিনেত্রীর

ঈশা নেগি উত্তরাখণ্ডের বাসিন্দা। তিনি দেরাদুনে বড় হয়েছেন। ইশা নেগি লাইমলাইটে এসেছিলেন 2020 সালে ৷ সে সময় ঋষভ পন্ত তুষারপাতের মধ্যে তাঁর সঙ্গে সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন। এর পরে ইশা নেগিও তাঁর সোশাল মিডিয়া পেজে এই ছবিগুলি পোস্ট করেছিলেন। ঈশা নেগি বেশ স্টাইলিশ এবং একজন মডেলও ৷ তবে ঈশা, পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার, নতুন পোশাকে মাঝে-মাঝেই তাঁর অনেক ভিডিয়ো পোস্ট করেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.