কলকাতা, 4 এপ্রিল: ইডেনে আইপিএলের প্রথম ম্যাচ আয়োজনে সিএবির চিন্তায় মৌমাছি । 9 নম্বর গেটের ওপর বিরাট চাক বেঁধেছে মৌমাছির দল । তা কেটে না-ফেলতে পারলে বৃহস্পতিবার ইডেনে ম্যাচ দেখতে আসা দর্শকরা সমস্যায় পড়তে পারেন । পাশাপাশি ওই গেটেই একটি গাছের দুটো শুকনো ডাল নিয়েও সমস্যা তৈরি হয়েছে । কারণ ম্যাচ চলাকালীন যদি কালবৈশাখী ঝড় ওঠে তাহলে ডাল ভেঙে দর্শকরা আহত হতে পারেন ।
মঙ্গলবার বিকেলে কলকাতা পুলিশ কমিশনার ইডেন পরিদর্শনে আসেন । যাবতীয় আয়োজন দেখে খুশি তাঁরা । কেবলমাত্র মৌমাছির চাক ভাঙা এবং শুকনো ডাল কাটার বিষয়টি দেখতে বলেছেন । দুটি সমস্যা দূর করতে সিএবি রাজ্য সরকারের বন দফতরের সঙ্গে যোগাযোগ করেছে । বুধবার তা মিটিয়ে ফেলা হবে ।
এদিকে শহরে পা দেওয়ার 24 ঘণ্টার মধ্যে মাঠমুখো হলেন না বিরাট কোহলি । বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । স্বাভাবিকভাবেই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে । মঙ্গলবার সন্ধ্যায় দুই দলের অনুশীলন দেখতে ভিড় ছিল চোখে পড়ার মত । বিশেষ করে বিরাট কোহলিকে দেখার জন্য অপেক্ষায় ছিল ক্রিকেট অনুরাগীরা ।
নাইটদের প্র্যাকটিস দেখার চেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্সের অনুশীলনে দর্শকের ভিড় ছিল বেশি । কিন্তু বিরাট কোহলি ছাড়াও ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল মঙ্গলবারের অনুশীলনে আসেননি । প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় জয় পাওয়ার পরেই আত্মবিশ্বাসী আরসিবি । ঐচ্ছিক অনুশীলন থাকায় কোহলি নিজেকে বিশ্রামে রেখে বুধবার থেকে ঝাঁপাতে চাইছেন । কোনও সন্দেহ নেই বিরাট কোহলি ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন ।
তিনি যে ইডেনেও দলের জয়ের ধারা এবং নিজের রান পাওয়ার বিষয়টি অব্যাহত রাখতে চাইবেন তা বলাই বাহুল্য । একইভাবে ডুপ্লেসি এবং ম্যাক্সওয়েল সম্পর্কেও বলা যায় । এদিকে ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া নাইটরা । আন্দ্রে রাসেল ছাড়া বাকি ক্রিকেটাররা সকলেই মঙ্গলবারের অনুশীলনে উপস্থিত ছিলেন । কোহলি ঝড় থামাতে নাইট শিবির স্পিনের ওপর আস্থা রাখতে চাইছে । বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন নেটে বহুক্ষণ হাত ঘোরালেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সামনে । পরে স্পট বোলিং করতেও দেখা গেল তাঁদের । ব্যাটিং অর্ডারেও বদল আসতে চলেছে । ভেঙ্কটেশ আইয়ারকে ইনিংস ওপেন করানো হবে । তিন নম্বরে অনুকূল রায় বাদ পড়ছেন । লাকি ফার্গুসনকে বল করতে দেখা যাবে কি না, তা নিয়ে নাইট ম্যানেজমেন্ট শেষ মিনিটে সিদ্ধান্ত নিতে চায় ।
আরও পড়ুন : ঘরের মাঠে ফুল ফুটিয়ে তিলোত্তমায় পা-বিরাট বাহিনীর