ETV Bharat / sports

IPL 2023: স্পিনের চক্রব্যূহে লুকিয়ে জিওনকাঠি, ইডেনে নাইটদের সামনে রাজস্থান

ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রাজস্থান রয়্যালস ৷ এই ম্যাচে হার মানেই চলতি আইপিএল থেকে ছিটকে যাওয়া ৷ মাঠে নামার আগে একে অপরের বিরুদ্ধে লড়তে কতটা তৈরি দুই দল ?

Etv Bharat
ইডেনে আজ কলকাতা রাজস্থান ম্যাচ
author img

By

Published : May 11, 2023, 8:12 AM IST

কলকাতা, 11 মে: নাইটদের আস্থার মাপকাঠি এখন রিঙ্কু সিং । দল বিপদে পড়লেই মধুসূদন দাদার মতো অবতীর্ণ হচ্ছেন তিনি । শেষ ওভারের পাঁচ বলে পাঁচ ছক্কা কিংবা শেষ বলে বাউন্ডারি মেরে জয় ছিনিয়ে নেওয়ার কাজটা অবিশ্বাস্য দক্ষতায় করে চলেছেন রিঙ্কু । বৃহস্পতিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস । এই ম্যাচে হার মানেই চলতি আইপিএল থেকে ছিটকে যাওয়া । অর্থাৎ, সুতোর উপর হাঁটার পরিস্থিতি । এই অবস্থায় হায়দরাবাদ সানরাইজার্স এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরপর জয়ে আশার আলো এখন নাইটদের আকাশে ।

ম্যাচের 24 ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রিঙ্কু সিং । সোমবার ঘরের মাঠে গত ম্যাচটি এখনও অনেকেই ভুলতে পারছেন না উত্তরপ্রদেশের এই বাঁ-হাতি ব্যাটারের অকুতোভয় পারফরম্যান্সের সৌজন্যে । এবার সামনে রাজস্থান রয়্যালস । এই মরসুমে নাইট সংসার ছাপিয়ে চলতি আইপিএলে তারকাদের ভিড়ে উজ্জ্বল রিঙ্কু । ফিনিশারের ভূমিকায় বরফ শীতল স্নায়ুর পরিচয় দিচ্ছেন । কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার জন্য বিশেষ কী করেন রিঙ্কু ? নির্লিপ্তভাবে তাঁর উত্তর, "ব্যাটিংয়ের সময় সব কিছু সহজ রাখার চেষ্টা করি । বেশি কিছু চেষ্টা করলে সমস্যা হতে পারে । নিজের শটগুলোর উপর ভরসা রাখি ।"

ম্যাচ ফিনিসার মানেই মহেন্দ্র সিং ধোনির নাম সবার আগে মাথায় আসে । কিন্তু রিঙ্কু আদর্শ হিসেবে কাকে মানেন ? ইডেনে চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে ধোনির সঙ্গেই বা কী কথা হয়েছিল ? এই দুই প্রশ্নেও রিঙ্কুর সোজাসাপটা জবাব, "সেভাবে কাউকে আদর্শ হিসেবে ধরি না । তবে উত্তরপ্রদেশের হয়েও যেহেতু আমি 4-5 নম্বরে ব্য়াট করি, সেই দিক থেকে এই চাপ নিতেই হয় । বলতে গেলে, উত্তরপ্রদেশের হয়ে সুরেশ রায়নাও একই ভূমিকা পালন করেছেন । তিনিই আমার আদর্শ । আর মাহি ভাইকে জিজ্ঞেস করেছিলাম, আমি আর কী করতে পারি । এই উত্তরে (ধোনি) বলেছিল, বোলারকে ওর পরিকল্পনা মতো বোলিং করতে দাও । নিজে বেশি কিছু ভাবলেই সমস্যা । শুধু টিকে থাকতে হবে ।"

আরও পড়ুন : নন্দনকাননে 'রাজা' সেই রিঙ্কু, শেষ বলের থ্রিলারে পঞ্জাব 'বধ' কলকাতার

আজ সত্যিই টিকে থাকার লড়াইয়ে নাইটরা । ধীরে ধীরে পুরো দলটিই যেন জেগে উঠেছে আবার । ঝড়ের ইঙ্গিত নিশ্চিতভাবে মিলছে আন্দ্রে রাসেলের ব্যাটে । অধিনায়ক নীতীশ রানাও ভরসা দিচ্ছেন । ভেঙ্কটেশ আইয়ারের পারফরম্যান্সের গ্রাফ ওঠা নামা করলেও তাঁকে ভরসা করা যায় । ইনিংস শুরু করতে নেমে জেসন রয় এবং গুরবাজ পাওয়ার প্লে-র সুবিধা কাজে লাগাচ্ছেন । নাইট ব্যাটিংয়ের সামগ্রিক জ্বলে ওঠা, প্রতিপক্ষের নীল নকশায় গুরুত্ব পাচ্ছে ।

অন্যদিকে, রাজস্থান রয়্যালসের পেসার ট্রেন্ট বোল্ট বলছেন, আইপিএলে কোনও স্কোরই নিরাপদ নয় । এই পরিসংখ্যান আইপিএলের উন্নতমানের ছবি সামনে তুলে ধরে । 200 রান করেও ম্যাচ জিততে ব্যর্থ রাজস্থান । শেষ পাঁচটি ম্যাচের চারটিতে পরাজিত তারা । এর মধ্যে হারের হ্যাটট্রিকও রয়েছে । অথচ চলতি আইপিএলের অন্যতম ভারসাম্য যুক্ত দল রাজস্থান । ট্রেন্ট বোল্টের মত পেসার রয়েছেন । দলের স্পিনার ত্রয়ী রবিচন্দ্রন অশ্বিন-অ্যাডাম জাম্পা-যজুবেন্দ্র চহাল ।

তার উপর যজুবেন্দ্র চাহাল আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার দৌড়ে রয়েছেন । ডোয়েন ব্র্যাভোর 182টি উইকেটের রেকর্ড ভাঙতে যজুবেন্দ্র চাহালের আর একটি উইকেট দরকার । বাটলার, সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল রয়েছেন ব্যাটার হিসেবে । তবুও রাজস্থান ছিটকে যাওয়ার শঙ্কায় । তাদের এই খারাপ পরিস্থিতির জন্য পারফরম্যান্সের ভারসাম্যের অভাব দায়ী ।

এই বিষয়ে ট্রেন্ট বোল্ট বলছেন,"আন্দ্রে রাসেল বিধ্বংসী ক্রিকেটার । ওর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে । কেকেআর দল হিসেবে ভালো । রিঙ্কুও ভালো খেলছে ।" প্রতিপক্ষ সম্পর্কে দলের পরিকল্পনা ইঙ্গিত দিয়ে গেলেন নিউজিল্যান্ডের পেসার । তবে লক্ষ্মীবারের ম্যাচ স্পিনারদের দ্বৈরথ হতে চলেছে । রাজস্থানের স্পিনার ত্রয়ীকে জবাব দিতে নাইটদের বরুন চক্রবর্তী, সুহাস শর্মা ও সুনীল নারিন নিজেদের অস্ত্রে শান দিচ্ছেন ।

অনুশীলনে নাইট ব্যাটাররা দীর্ঘক্ষণ স্পিনারদের বিরুদ্ধে নেটিং করলেন বুধবার । জেসন রয় এবং গুরবাজকে বাড়তি সময় দিতে দেখা গেল এদিন । একইভাবে রাজস্থান ব্যাটাররাও স্পিনারদের বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নিলেন । ইডেনের বাইশ গজে স্পিনাররা সুবিধা পাচ্ছেন । তাই লক্ষ্মীবারে ঘূর্ণিজালের চক্রব্যূহে সফল হওয়ার মধ্যেই জয়ের চাবিকাঠি লুকিয়ে বেলই মনে করা হচ্ছে ।

আরও পড়ুন : স্লো ওভার-রেটের কারণে 12 লক্ষ টাকা জরিমানা নীতীশের

কলকাতা, 11 মে: নাইটদের আস্থার মাপকাঠি এখন রিঙ্কু সিং । দল বিপদে পড়লেই মধুসূদন দাদার মতো অবতীর্ণ হচ্ছেন তিনি । শেষ ওভারের পাঁচ বলে পাঁচ ছক্কা কিংবা শেষ বলে বাউন্ডারি মেরে জয় ছিনিয়ে নেওয়ার কাজটা অবিশ্বাস্য দক্ষতায় করে চলেছেন রিঙ্কু । বৃহস্পতিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস । এই ম্যাচে হার মানেই চলতি আইপিএল থেকে ছিটকে যাওয়া । অর্থাৎ, সুতোর উপর হাঁটার পরিস্থিতি । এই অবস্থায় হায়দরাবাদ সানরাইজার্স এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরপর জয়ে আশার আলো এখন নাইটদের আকাশে ।

ম্যাচের 24 ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রিঙ্কু সিং । সোমবার ঘরের মাঠে গত ম্যাচটি এখনও অনেকেই ভুলতে পারছেন না উত্তরপ্রদেশের এই বাঁ-হাতি ব্যাটারের অকুতোভয় পারফরম্যান্সের সৌজন্যে । এবার সামনে রাজস্থান রয়্যালস । এই মরসুমে নাইট সংসার ছাপিয়ে চলতি আইপিএলে তারকাদের ভিড়ে উজ্জ্বল রিঙ্কু । ফিনিশারের ভূমিকায় বরফ শীতল স্নায়ুর পরিচয় দিচ্ছেন । কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার জন্য বিশেষ কী করেন রিঙ্কু ? নির্লিপ্তভাবে তাঁর উত্তর, "ব্যাটিংয়ের সময় সব কিছু সহজ রাখার চেষ্টা করি । বেশি কিছু চেষ্টা করলে সমস্যা হতে পারে । নিজের শটগুলোর উপর ভরসা রাখি ।"

ম্যাচ ফিনিসার মানেই মহেন্দ্র সিং ধোনির নাম সবার আগে মাথায় আসে । কিন্তু রিঙ্কু আদর্শ হিসেবে কাকে মানেন ? ইডেনে চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে ধোনির সঙ্গেই বা কী কথা হয়েছিল ? এই দুই প্রশ্নেও রিঙ্কুর সোজাসাপটা জবাব, "সেভাবে কাউকে আদর্শ হিসেবে ধরি না । তবে উত্তরপ্রদেশের হয়েও যেহেতু আমি 4-5 নম্বরে ব্য়াট করি, সেই দিক থেকে এই চাপ নিতেই হয় । বলতে গেলে, উত্তরপ্রদেশের হয়ে সুরেশ রায়নাও একই ভূমিকা পালন করেছেন । তিনিই আমার আদর্শ । আর মাহি ভাইকে জিজ্ঞেস করেছিলাম, আমি আর কী করতে পারি । এই উত্তরে (ধোনি) বলেছিল, বোলারকে ওর পরিকল্পনা মতো বোলিং করতে দাও । নিজে বেশি কিছু ভাবলেই সমস্যা । শুধু টিকে থাকতে হবে ।"

আরও পড়ুন : নন্দনকাননে 'রাজা' সেই রিঙ্কু, শেষ বলের থ্রিলারে পঞ্জাব 'বধ' কলকাতার

আজ সত্যিই টিকে থাকার লড়াইয়ে নাইটরা । ধীরে ধীরে পুরো দলটিই যেন জেগে উঠেছে আবার । ঝড়ের ইঙ্গিত নিশ্চিতভাবে মিলছে আন্দ্রে রাসেলের ব্যাটে । অধিনায়ক নীতীশ রানাও ভরসা দিচ্ছেন । ভেঙ্কটেশ আইয়ারের পারফরম্যান্সের গ্রাফ ওঠা নামা করলেও তাঁকে ভরসা করা যায় । ইনিংস শুরু করতে নেমে জেসন রয় এবং গুরবাজ পাওয়ার প্লে-র সুবিধা কাজে লাগাচ্ছেন । নাইট ব্যাটিংয়ের সামগ্রিক জ্বলে ওঠা, প্রতিপক্ষের নীল নকশায় গুরুত্ব পাচ্ছে ।

অন্যদিকে, রাজস্থান রয়্যালসের পেসার ট্রেন্ট বোল্ট বলছেন, আইপিএলে কোনও স্কোরই নিরাপদ নয় । এই পরিসংখ্যান আইপিএলের উন্নতমানের ছবি সামনে তুলে ধরে । 200 রান করেও ম্যাচ জিততে ব্যর্থ রাজস্থান । শেষ পাঁচটি ম্যাচের চারটিতে পরাজিত তারা । এর মধ্যে হারের হ্যাটট্রিকও রয়েছে । অথচ চলতি আইপিএলের অন্যতম ভারসাম্য যুক্ত দল রাজস্থান । ট্রেন্ট বোল্টের মত পেসার রয়েছেন । দলের স্পিনার ত্রয়ী রবিচন্দ্রন অশ্বিন-অ্যাডাম জাম্পা-যজুবেন্দ্র চহাল ।

তার উপর যজুবেন্দ্র চাহাল আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার দৌড়ে রয়েছেন । ডোয়েন ব্র্যাভোর 182টি উইকেটের রেকর্ড ভাঙতে যজুবেন্দ্র চাহালের আর একটি উইকেট দরকার । বাটলার, সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল রয়েছেন ব্যাটার হিসেবে । তবুও রাজস্থান ছিটকে যাওয়ার শঙ্কায় । তাদের এই খারাপ পরিস্থিতির জন্য পারফরম্যান্সের ভারসাম্যের অভাব দায়ী ।

এই বিষয়ে ট্রেন্ট বোল্ট বলছেন,"আন্দ্রে রাসেল বিধ্বংসী ক্রিকেটার । ওর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে । কেকেআর দল হিসেবে ভালো । রিঙ্কুও ভালো খেলছে ।" প্রতিপক্ষ সম্পর্কে দলের পরিকল্পনা ইঙ্গিত দিয়ে গেলেন নিউজিল্যান্ডের পেসার । তবে লক্ষ্মীবারের ম্যাচ স্পিনারদের দ্বৈরথ হতে চলেছে । রাজস্থানের স্পিনার ত্রয়ীকে জবাব দিতে নাইটদের বরুন চক্রবর্তী, সুহাস শর্মা ও সুনীল নারিন নিজেদের অস্ত্রে শান দিচ্ছেন ।

অনুশীলনে নাইট ব্যাটাররা দীর্ঘক্ষণ স্পিনারদের বিরুদ্ধে নেটিং করলেন বুধবার । জেসন রয় এবং গুরবাজকে বাড়তি সময় দিতে দেখা গেল এদিন । একইভাবে রাজস্থান ব্যাটাররাও স্পিনারদের বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নিলেন । ইডেনের বাইশ গজে স্পিনাররা সুবিধা পাচ্ছেন । তাই লক্ষ্মীবারে ঘূর্ণিজালের চক্রব্যূহে সফল হওয়ার মধ্যেই জয়ের চাবিকাঠি লুকিয়ে বেলই মনে করা হচ্ছে ।

আরও পড়ুন : স্লো ওভার-রেটের কারণে 12 লক্ষ টাকা জরিমানা নীতীশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.