ETV Bharat / sports

সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে আইপিএল 14’র বাকি ম্যাচ

আইপিএল 14’র বাকি ম্যাচ আয়োজনের চেষ্টা শুরু করল বিসিসিআই ৷ তবে, এবার আর ভারতে নয় ৷ আইপিএলের বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ বিসিসিআই এর এক কর্তা সংবাদসংস্থাকে এমনটাই জানিয়েছেন বলে সূত্রের খবর ৷

The postponed IPL 2021 will resume tentatively on September in the UAE
সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে আইপিএল 14’র বাকি ম্যাচ
author img

By

Published : May 26, 2021, 1:03 PM IST

নয়াদিল্লি, 26 মে : 2021 আইপিএল বাকি ম্যাচ হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ সেপ্টেম্বর মাসের 18 বা 19 তারিখ থেকে বাকি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষস্থানীয় কর্তা সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন ৷ যেখানে 21দিনের সময়ে সর্বাধিক 10টি ডবল হেডার হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অর্থাৎ, একদিনে দু’টি করে ম্যাচ খেলানোর পরিকল্পনা করা হচ্ছে ৷

বিসিসিআই এর ওই কর্তা আরও জানিয়েছেন 9 বা 10 অক্টোবর আইপিএলের ফাইনাল হতে পারে ৷ প্রসঙ্গত, 2021 আইপিএল শুরু হওয়ার পর মাঝপথে টুর্নামেন্টকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় ৷ কারণ সুরক্ষিত বায়ো-বাবলের মধ্যে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা করোনা আক্রান্ত হয়ে পড়ছিলেন ৷ ফলে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এর মাঝে আইপিএল চালিয়ে নিয়ে যাওয়ার ঝুঁকি বিসিসিআই নেয়নি ৷

আরও পড়ুন : ‘‘ক্রিকেটের ভারতকে দরকার’’, আইসিসি’র সাক্ষাৎকারে মন্তব্য রিচার্ড হেডলির

কিন্তু, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ফের একবার আইপিএল এর বাকি ম্যাচ শেষ করতে তৎপরতা দেখাতে শুরু করল বিসিসিআই ৷ তবে, এবার আর ভারতের মাটিতে নয় ৷ 2020 সালের মত 2021 এর বাকি আইপিএল ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হতে পারে ৷

নয়াদিল্লি, 26 মে : 2021 আইপিএল বাকি ম্যাচ হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ সেপ্টেম্বর মাসের 18 বা 19 তারিখ থেকে বাকি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষস্থানীয় কর্তা সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন ৷ যেখানে 21দিনের সময়ে সর্বাধিক 10টি ডবল হেডার হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অর্থাৎ, একদিনে দু’টি করে ম্যাচ খেলানোর পরিকল্পনা করা হচ্ছে ৷

বিসিসিআই এর ওই কর্তা আরও জানিয়েছেন 9 বা 10 অক্টোবর আইপিএলের ফাইনাল হতে পারে ৷ প্রসঙ্গত, 2021 আইপিএল শুরু হওয়ার পর মাঝপথে টুর্নামেন্টকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় ৷ কারণ সুরক্ষিত বায়ো-বাবলের মধ্যে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা করোনা আক্রান্ত হয়ে পড়ছিলেন ৷ ফলে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এর মাঝে আইপিএল চালিয়ে নিয়ে যাওয়ার ঝুঁকি বিসিসিআই নেয়নি ৷

আরও পড়ুন : ‘‘ক্রিকেটের ভারতকে দরকার’’, আইসিসি’র সাক্ষাৎকারে মন্তব্য রিচার্ড হেডলির

কিন্তু, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ফের একবার আইপিএল এর বাকি ম্যাচ শেষ করতে তৎপরতা দেখাতে শুরু করল বিসিসিআই ৷ তবে, এবার আর ভারতের মাটিতে নয় ৷ 2020 সালের মত 2021 এর বাকি আইপিএল ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.