ETV Bharat / sports

Sourav on T20 leagues: আর্থিকভাবে স্বচ্ছল টি-20 লিগগুলি টিকে থাকবে, মত সৌরভের - ঘঝথ

টিকে থাকার দৌড়ে রয়েছে আর্থিকভাবে স্বচ্ছল টি-20 লিগগুলি ৷ এদিন একটি অনুষ্ঠানে এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav on T20 leagues) ৷ আর বাকি ছোটখাটো লিগগুলি নিজে থেকেই উবে যাবে বলে জানান তিনি ৷

Sourav on T20 leagues ETV BHARAT
Sourav on T20 leagues
author img

By

Published : Feb 6, 2023, 8:55 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: গজিয়ে ওঠা একাধিক টি-20 লিগে ক্রিকেটারদের খেলার লোভ খুবই সাময়িক ৷ খুব বেশিদিন তা স্থায়ী হবে না ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ আর এই লড়াইয়ে টিকে থাকবে কেবলমাত্র আর্থিকভাবে স্বচ্ছল হাতেগোনা কয়েকটি টি-20 লিগ (T20 Leagues with Cricketing Ecosystem will Survive) ৷ সোমবার কলকাতায় একটি পাঁচতারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন সৌরভ ৷

উল্লেখ্য, ব্যাঙের ছাতার মতো বিশ্বজুড়ে টি-20 লিগ গজিয়ে উঠেছে ৷ আইপিএল, বিগ ব্যাশের পর ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ, শ্রীলঙ্কা প্রিমিয়র লিগ, পাকিস্তান প্রিমিয়র লিগ এবং বাংলাদেশ প্রিমিয়র লিগের মতো টি-20 টুর্নামেন্ট শুরু হয়েছে ৷ আর গত জানুয়ারি মাস থেকে শুরু হওয়া দুবাই এবং দক্ষিণ আফ্রিকা টি-20 লিগ হালের সংযোজন ৷ আর এই সব ক্রিকেট লিগগুলিতে খেলার জন্য ঝাপিয়ে পড়ছেন বিশ্বের অধিকাংশ ক্রিকেটার ৷ আর এবছরের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে আরও একটি লিগ শুরু হওয়ার কথা ৷

তবে, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এত টি-20 লিগ দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন সৌরভ ৷ তাঁর মতে, সেগুলিই থেকে যাবে যাদের আর্থিক কোনও সমস্যা নেই ৷ প্রসঙ্গত, সৌরভকে প্রশ্ন করা হয়, এত টি-20 লিগের ভিড়ে আগামিদিনে ক্রিকেটাররা দেশের জার্সি পড়তে আগ্রহ দেখাবেন তো ? নাকি টি-20 লিগ খেলে বেশি পয়সা উপার্জনের পথে এগোবেন ?

সৌরভের জবাব, ‘‘আমরা সারা বিশ্বের লিগ সম্পর্কে কথা বলতে থাকি ৷ আপনারা যদি আইপিএল-এর দিকে তাকান দেখবেন, এর একটা আলাদা আর্থিক পদ্ধতি রয়েছে এবং আলাদা একটা লিগ ৷ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খুব সফল হয়েছে ৷ ব্রিটেনে 100 খুব জনপ্রিয় হয়েছে ৷ আমি দেখলাম সাউথ আফ্রিকা লিগ খুব ভালো করেছে ৷ গত 3 সপ্তাগ ধরে দেখছি আমি ৷’’

আরও পড়ুন: চলতি বছরেই শুরু হবে সিএবি’র নতুন স্টেডিয়াম তৈরি কাজ, জানালেন সৌরভ

সৌরভ জানান, এই সমস্ত লিগের মধ্যে একটা যোগসূত্র রয়েছে ৷ এই সব দেশগুলিতে ক্রিকেট খুবই জনপ্রিয় ৷ সৌরভ বিশ্বাস করেন খুবই কম সময়ের মধ্যে, এত লিগের মধ্যে হাতে গোনা কয়েকটা বেঁচে থাকবে ৷ আর সেগুলি কোন লিগ তাও প্রাক্তন ভারত অধিনায়কের জানা ৷ আর গজিয়ে ওঠা বাকি লিগগুলি একে একে বন্ধ হয়ে যাবে বলার কারণও ব্যাখ্যা করেছেন সৌরভ ৷

তিনি বলেন, ‘‘ভবিষ্যতে ক্রিকেটাররাও বুঝতে পারবেন, কোন লিগটার গুরুত্ব আছে, আর কোনটার নেই ৷ আর যেদিন ক্রিকেটাররা বুঝতে পারবেন, সেদিন লিগগুলি থেকে তাঁরা নিজেরাই সরে আসবেন ৷ সেই সঙ্গে ক্রিকেটারের অভাবে অনেক ছোট লিগ বন্ধ হয়ে যাবে ৷’’ তবে, সেই ছোট লিগের তালিকায় কোনগুলি, তা স্পষ্ট করেননি সৌরভ ৷

কলকাতা, 6 ফেব্রুয়ারি: গজিয়ে ওঠা একাধিক টি-20 লিগে ক্রিকেটারদের খেলার লোভ খুবই সাময়িক ৷ খুব বেশিদিন তা স্থায়ী হবে না ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ আর এই লড়াইয়ে টিকে থাকবে কেবলমাত্র আর্থিকভাবে স্বচ্ছল হাতেগোনা কয়েকটি টি-20 লিগ (T20 Leagues with Cricketing Ecosystem will Survive) ৷ সোমবার কলকাতায় একটি পাঁচতারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন সৌরভ ৷

উল্লেখ্য, ব্যাঙের ছাতার মতো বিশ্বজুড়ে টি-20 লিগ গজিয়ে উঠেছে ৷ আইপিএল, বিগ ব্যাশের পর ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ, শ্রীলঙ্কা প্রিমিয়র লিগ, পাকিস্তান প্রিমিয়র লিগ এবং বাংলাদেশ প্রিমিয়র লিগের মতো টি-20 টুর্নামেন্ট শুরু হয়েছে ৷ আর গত জানুয়ারি মাস থেকে শুরু হওয়া দুবাই এবং দক্ষিণ আফ্রিকা টি-20 লিগ হালের সংযোজন ৷ আর এই সব ক্রিকেট লিগগুলিতে খেলার জন্য ঝাপিয়ে পড়ছেন বিশ্বের অধিকাংশ ক্রিকেটার ৷ আর এবছরের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে আরও একটি লিগ শুরু হওয়ার কথা ৷

তবে, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এত টি-20 লিগ দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন সৌরভ ৷ তাঁর মতে, সেগুলিই থেকে যাবে যাদের আর্থিক কোনও সমস্যা নেই ৷ প্রসঙ্গত, সৌরভকে প্রশ্ন করা হয়, এত টি-20 লিগের ভিড়ে আগামিদিনে ক্রিকেটাররা দেশের জার্সি পড়তে আগ্রহ দেখাবেন তো ? নাকি টি-20 লিগ খেলে বেশি পয়সা উপার্জনের পথে এগোবেন ?

সৌরভের জবাব, ‘‘আমরা সারা বিশ্বের লিগ সম্পর্কে কথা বলতে থাকি ৷ আপনারা যদি আইপিএল-এর দিকে তাকান দেখবেন, এর একটা আলাদা আর্থিক পদ্ধতি রয়েছে এবং আলাদা একটা লিগ ৷ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খুব সফল হয়েছে ৷ ব্রিটেনে 100 খুব জনপ্রিয় হয়েছে ৷ আমি দেখলাম সাউথ আফ্রিকা লিগ খুব ভালো করেছে ৷ গত 3 সপ্তাগ ধরে দেখছি আমি ৷’’

আরও পড়ুন: চলতি বছরেই শুরু হবে সিএবি’র নতুন স্টেডিয়াম তৈরি কাজ, জানালেন সৌরভ

সৌরভ জানান, এই সমস্ত লিগের মধ্যে একটা যোগসূত্র রয়েছে ৷ এই সব দেশগুলিতে ক্রিকেট খুবই জনপ্রিয় ৷ সৌরভ বিশ্বাস করেন খুবই কম সময়ের মধ্যে, এত লিগের মধ্যে হাতে গোনা কয়েকটা বেঁচে থাকবে ৷ আর সেগুলি কোন লিগ তাও প্রাক্তন ভারত অধিনায়কের জানা ৷ আর গজিয়ে ওঠা বাকি লিগগুলি একে একে বন্ধ হয়ে যাবে বলার কারণও ব্যাখ্যা করেছেন সৌরভ ৷

তিনি বলেন, ‘‘ভবিষ্যতে ক্রিকেটাররাও বুঝতে পারবেন, কোন লিগটার গুরুত্ব আছে, আর কোনটার নেই ৷ আর যেদিন ক্রিকেটাররা বুঝতে পারবেন, সেদিন লিগগুলি থেকে তাঁরা নিজেরাই সরে আসবেন ৷ সেই সঙ্গে ক্রিকেটারের অভাবে অনেক ছোট লিগ বন্ধ হয়ে যাবে ৷’’ তবে, সেই ছোট লিগের তালিকায় কোনগুলি, তা স্পষ্ট করেননি সৌরভ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.