ETV Bharat / sports

IPL 2023: ক্যাপ্টেন কিংস ! একক লড়াইয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং টার্গেট দিলেন ধাওয়ান

আইপিএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি নিজামের শহর । অন্যদিকে পরপর দু'টি ম্যাচ জিতে অ্যাওয়ে ম্যাচে নেমেছে পঞ্জাব কিংস । উপলে শুরুটা ভালো না-হলেও ক্যাপ্টেন শিখর ধাওয়ানের একক লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদের সামনে চ্যালেঞ্জিং টার্গেট রাখল প্রীতি জিন্টার দল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 9, 2023, 7:34 PM IST

Updated : Apr 9, 2023, 9:50 PM IST

হায়দরাবাদ, 9 এপ্রিল: একা লড়াই করেও প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা রাখলেন কিংস ক্যাপ্টেন ৷ স্যাম কারেন ছাড়া ক্যাপ্টেন শিখর ধাওয়ানকে কেউ সঙ্গ দিলেন না ৷ তবে ধাওয়ানের একক লড়াইয়ে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 143 রান তোলে পঞ্জাব কিংস ৷ 99 রানে অপরাজিত ক্যাপ্টেন ৷ 66 বলের ইনিংসে পাঁচটি ছক্কা ও এক ডজন বাউন্ডারি মেরে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থামতে হল কিংস ক্যাপ্টেনকে ৷ পঞ্জাব ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর কারেনের ৷

আগের ম্যাচে দারুণ ব্যাটিং করেও রবিবার উপলে খাতা খুলতে পারেননি প্রভসিমরণ সিং ৷ ইনিংসের প্রথম বলেই ডাগ-আউটে ফেরেন পঞ্জাব কিংসের এই তরুণ ওপেনার ৷ ম্যাচের প্রথম বলেই ওপেনার পার্টনারকে হারিয়েও হাল ছাড়েননি ক্যাপ্টেন ৷ কিন্তু তিনি লড়াই চালিয়ে গেলেও অন্যপ্রান্তের ব্যাটাররা ডাগ-আউটে ফেরার মিছিলে নাম লেখান ৷ ধাওয়ানকে কিছুটা সঙ্গ দেন স্যাম কারেন ৷ কিন্তু তিনিও ব্যক্তিগত 22 রানে ডাগ-আউটে ফেরেন ৷ এর পর শিকন্দর রাজাও 5 রান করে আউট হন ৷ ফলে মাত্র 69 রানেই পাঁচ উইকেট হারায় প্রীতি জিন্টার দল ৷ 10 ওভারে পাঁচ উইকেটে 73 রান থেকে দলকে 143 রানে পৌঁছে দেন ক্যাপ্টেনের একক লড়াই ৷

ধাওয়ান ও কারেন ছাড়া কিংসের কোনও ব্যাটার দুই অংকের রানে পৌঁছননি ৷ সানরাইজার্সের সফলতম বোলার ময়াঙ্ক মারকান্ডে ৷ 4 ওভারে মাত্র 15 রান দিয়ে চারটি উইকেট তুলে নেন তিনি ৷ এছাড়া মার্কো জ্যানসেন 3 ওভারে 16 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ চলতি আইপিএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি নিজামের শহর । অন্যদিকে পরপর দু'টি ম্যাচ জিতে অ্যাওয়ে ম্যাচে নেমেছে পঞ্জাব কিংস । হোম ম্যাচে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ ।

আরও পড়ুন: মোতেরায় 'সিংহগর্জন', ব্রেথওয়েটকে মনে করিয়ে 'নাইটহুড' রিঙ্কু

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ময়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, থাঙ্গারাসু নটরাজন।

পঞ্জাব কিংস একাদশ: শিখর ধাওয়ান, প্রভসিমরান সিং, ম্যাথিউ শর্ট, স্যাম কারেন, জিতেশ শর্মা, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, রাহুল চাহার, নাথান এলিস, মোহিত রাঠে, আর্শদীপ সিং

আরও পড়ুন: সুদর্শন মঞ্চে বিধ্বংসী শংকর, গিলের নজিরে রানের পাহাড়ে গুজরাত

হায়দরাবাদ, 9 এপ্রিল: একা লড়াই করেও প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা রাখলেন কিংস ক্যাপ্টেন ৷ স্যাম কারেন ছাড়া ক্যাপ্টেন শিখর ধাওয়ানকে কেউ সঙ্গ দিলেন না ৷ তবে ধাওয়ানের একক লড়াইয়ে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 143 রান তোলে পঞ্জাব কিংস ৷ 99 রানে অপরাজিত ক্যাপ্টেন ৷ 66 বলের ইনিংসে পাঁচটি ছক্কা ও এক ডজন বাউন্ডারি মেরে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থামতে হল কিংস ক্যাপ্টেনকে ৷ পঞ্জাব ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর কারেনের ৷

আগের ম্যাচে দারুণ ব্যাটিং করেও রবিবার উপলে খাতা খুলতে পারেননি প্রভসিমরণ সিং ৷ ইনিংসের প্রথম বলেই ডাগ-আউটে ফেরেন পঞ্জাব কিংসের এই তরুণ ওপেনার ৷ ম্যাচের প্রথম বলেই ওপেনার পার্টনারকে হারিয়েও হাল ছাড়েননি ক্যাপ্টেন ৷ কিন্তু তিনি লড়াই চালিয়ে গেলেও অন্যপ্রান্তের ব্যাটাররা ডাগ-আউটে ফেরার মিছিলে নাম লেখান ৷ ধাওয়ানকে কিছুটা সঙ্গ দেন স্যাম কারেন ৷ কিন্তু তিনিও ব্যক্তিগত 22 রানে ডাগ-আউটে ফেরেন ৷ এর পর শিকন্দর রাজাও 5 রান করে আউট হন ৷ ফলে মাত্র 69 রানেই পাঁচ উইকেট হারায় প্রীতি জিন্টার দল ৷ 10 ওভারে পাঁচ উইকেটে 73 রান থেকে দলকে 143 রানে পৌঁছে দেন ক্যাপ্টেনের একক লড়াই ৷

ধাওয়ান ও কারেন ছাড়া কিংসের কোনও ব্যাটার দুই অংকের রানে পৌঁছননি ৷ সানরাইজার্সের সফলতম বোলার ময়াঙ্ক মারকান্ডে ৷ 4 ওভারে মাত্র 15 রান দিয়ে চারটি উইকেট তুলে নেন তিনি ৷ এছাড়া মার্কো জ্যানসেন 3 ওভারে 16 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ চলতি আইপিএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি নিজামের শহর । অন্যদিকে পরপর দু'টি ম্যাচ জিতে অ্যাওয়ে ম্যাচে নেমেছে পঞ্জাব কিংস । হোম ম্যাচে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ ।

আরও পড়ুন: মোতেরায় 'সিংহগর্জন', ব্রেথওয়েটকে মনে করিয়ে 'নাইটহুড' রিঙ্কু

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ময়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, থাঙ্গারাসু নটরাজন।

পঞ্জাব কিংস একাদশ: শিখর ধাওয়ান, প্রভসিমরান সিং, ম্যাথিউ শর্ট, স্যাম কারেন, জিতেশ শর্মা, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, রাহুল চাহার, নাথান এলিস, মোহিত রাঠে, আর্শদীপ সিং

আরও পড়ুন: সুদর্শন মঞ্চে বিধ্বংসী শংকর, গিলের নজিরে রানের পাহাড়ে গুজরাত

Last Updated : Apr 9, 2023, 9:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.