ETV Bharat / sports

IPL 2023: ব্যর্থ রিঙ্কু-রানার ইনিংস, ব্রুকের ব্যাটে নন্দনকানন নিজামের - আইপিএল 2023

সানরাইজার্সের বিশাল টার্গেট টপকাতে পারল না কেকেআর । 23 রানে কলকাতাকে হারিয়ে দিল হায়দরাবাদ ।

IPL 2023
ব্রুকের ব্যাটে নন্দনকানন নিজামের
author img

By

Published : Apr 14, 2023, 11:29 PM IST

কলকাতা, 14 এপ্রিল: মোতেরায় রিঙ্কুর সিংহগর্জনে গুজরাত টাইটান্সকে উড়িয়ে দিয়েছিল নাইটরা । ইডেনেও হাজার ওয়াটের আলো ঠিকরে বেরল রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে । যদিও শেষরক্ষা হল না । হায়দরাবাদের বিশাল টার্গেট টপকাতে পারল না কেকেআর । 23 রানে ম্যাচ জিতে নিল নিজামের শহর ।

চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স । হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে 229 রানের টার্গেট দিয়েছিল নিজামের শহর । লক্ষ্যমাত্রা কার্যত অসম্ভব হলেও শেষ বল পর্যন্ত লড়ল নাইটরা । বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন শুরুতেই ফেরেন রহমানুল্লাহ গুরবাজ । খাতাই খুলতে পারেননি কেকেআরের স্টাম্পার-ব্যাটার । ব্যক্তিগত 10 রানে ক্রিজ ছাড়েন ভেঙ্কটেশ আইয়ারও । সুনীল নারিনও ডাগ-আউটে ফেরেন খাতা না-খুলেই । আন্দ্রে রাসেলের ব্যাটে এসেছে 3 রান । টপ অর্ডারে একমাত্র উজ্জ্বল নারায়ণ জগদীশন । 21 বলে 36 রান করেন তিনি ।

ব্যাটিং ব্যর্থতায় কেকেআরকে টানলেন দুই অফ দ্য ফিল্ড বন্ধু । নীতীশ রানা ও রিঙ্কু সিংয়ের লড়াইয়েই শেষ বল পর্যন্ত টিকে থাকল কলকাতা । দুই ব্যাটারকে যোগ্য সঙ্গত দিলেন হায়দরাবাদের ফিল্ডাররা । গোটা ইনিংসে একাধিক ক্যাচ ফেললেন, তালুর ফাঁক দিয়ে বাউন্ডারিতে বল গলালেন মার্করাম অ্যান্ড কোং ।

IPL 2023
ব্রুকের ব্যাটে নন্দনকানন নিজামের

রানার ক্যাপ্টেন্স নক শেষ হল 41 বলে 75 রানে । দুরন্ত ইনিংস সাজানো 6টি ছয় ও 5টি চারে । গত ম্যাচের ঝলক দেখালেন নাইটদের নতুন তারকাও । রিঙ্কু অপরাজিত থাকলেন 31 বলে 58 রানের ইনিংস খেলে । সবমিলিয়ে কেকেআর থামল 205 রানে ।

  • Phew! That was some contest 🔥

    We leave Eden Gardens with the W and 2⃣ more points in the bank 😍 pic.twitter.com/bqs9lfU0ac

    — SunRisers Hyderabad (@SunRisers) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অবশেষে শ্রেয়স আইয়ারের পরিবর্ত নিল নাইটরা, দলে এলেন গুজরাতের আর্য

অন্যদিকে শ্রেয়স আইয়ারের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন গুজরাতের ক্রিকেটার আর্য দেশাই । তাঁকে 20 লক্ষ টাকায় দলে নেওয়া হয়েছে ৷

কলকাতা, 14 এপ্রিল: মোতেরায় রিঙ্কুর সিংহগর্জনে গুজরাত টাইটান্সকে উড়িয়ে দিয়েছিল নাইটরা । ইডেনেও হাজার ওয়াটের আলো ঠিকরে বেরল রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে । যদিও শেষরক্ষা হল না । হায়দরাবাদের বিশাল টার্গেট টপকাতে পারল না কেকেআর । 23 রানে ম্যাচ জিতে নিল নিজামের শহর ।

চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স । হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে 229 রানের টার্গেট দিয়েছিল নিজামের শহর । লক্ষ্যমাত্রা কার্যত অসম্ভব হলেও শেষ বল পর্যন্ত লড়ল নাইটরা । বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন শুরুতেই ফেরেন রহমানুল্লাহ গুরবাজ । খাতাই খুলতে পারেননি কেকেআরের স্টাম্পার-ব্যাটার । ব্যক্তিগত 10 রানে ক্রিজ ছাড়েন ভেঙ্কটেশ আইয়ারও । সুনীল নারিনও ডাগ-আউটে ফেরেন খাতা না-খুলেই । আন্দ্রে রাসেলের ব্যাটে এসেছে 3 রান । টপ অর্ডারে একমাত্র উজ্জ্বল নারায়ণ জগদীশন । 21 বলে 36 রান করেন তিনি ।

ব্যাটিং ব্যর্থতায় কেকেআরকে টানলেন দুই অফ দ্য ফিল্ড বন্ধু । নীতীশ রানা ও রিঙ্কু সিংয়ের লড়াইয়েই শেষ বল পর্যন্ত টিকে থাকল কলকাতা । দুই ব্যাটারকে যোগ্য সঙ্গত দিলেন হায়দরাবাদের ফিল্ডাররা । গোটা ইনিংসে একাধিক ক্যাচ ফেললেন, তালুর ফাঁক দিয়ে বাউন্ডারিতে বল গলালেন মার্করাম অ্যান্ড কোং ।

IPL 2023
ব্রুকের ব্যাটে নন্দনকানন নিজামের

রানার ক্যাপ্টেন্স নক শেষ হল 41 বলে 75 রানে । দুরন্ত ইনিংস সাজানো 6টি ছয় ও 5টি চারে । গত ম্যাচের ঝলক দেখালেন নাইটদের নতুন তারকাও । রিঙ্কু অপরাজিত থাকলেন 31 বলে 58 রানের ইনিংস খেলে । সবমিলিয়ে কেকেআর থামল 205 রানে ।

  • Phew! That was some contest 🔥

    We leave Eden Gardens with the W and 2⃣ more points in the bank 😍 pic.twitter.com/bqs9lfU0ac

    — SunRisers Hyderabad (@SunRisers) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অবশেষে শ্রেয়স আইয়ারের পরিবর্ত নিল নাইটরা, দলে এলেন গুজরাতের আর্য

অন্যদিকে শ্রেয়স আইয়ারের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন গুজরাতের ক্রিকেটার আর্য দেশাই । তাঁকে 20 লক্ষ টাকায় দলে নেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.