শারজা, 12 অক্টোবর : মরুশহরে যেন নিজেকে নতুন করে ফিরে পেলেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার সুনীল নারাইন ৷ একদা তাঁর নাম শুনে বিশ্বের তাবড়-তাবড় ব্যাটসম্যানদের যে রাতের ঘুম উড়ত, সেই বিষয়টাই যেন মাঝে কোথাও হারিয়ে গিয়েছিল ৷ কিন্তু চ্যাম্পিয়নরা বোধহয় সহজে ফুরিয়ে যান না ৷ নারাইনের ক্ষেত্রে মরুশহরে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব আবারও প্রমাণ করল সে কথা ৷
ফিরে যে এসেছেন বুঝিয়ে দিয়েছিলেন বিগত ম্যাচগুলোতেই ৷ আর সোমবার সন্ধেয় এলিমিনেটরে কোহলিদের বিরুদ্ধে যেন সংহার মূর্তি ধারণ করলেন সুনীল নারাইন ৷ প্রথমে বল হাতে এবং পরে ব্যাট হাতে ধ্বংস করলেন রয়্যাল চ্যালেঞ্জার্সকে ৷ আর কোহলিদের দুরমুশ করার পথে এদিন একাধিক নজির গড়লেন নারাইন ৷
এমনিতেই রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনারের রেকর্ড ঈর্ষণীয় ৷ এদিন সেই ঈর্ষণীয় রেকর্ড আরও একটু পোক্ত করলেন নারাইন ৷ 21 রানে 4 উইকেট নিয়ে আইপিএলের একমাত্র স্পিনার হিসেবে একই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সর্বাধিকবার 4 উইকেট নেওয়ার নজির গড়লেন ৷ এই নিয়ে তিনবার আরসিবির বিরুদ্ধে চার উইকেট ঝুলিতে নিলেন নারাইন ৷ এর আগে 2013 এবং 2014 মরসুমে বিরাটদের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ৷
আরও পড়ুন : নারাইন শো’র দাপটে আরসিবি’র বিদায়, কোয়ালিফায়ারে কেকেআর
পাশাপাশি ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে সর্বাধিকবার 4 বা তার উইকেট নেওয়ার নজির স্পর্শ করলেন কেকেআরের ভরসার বিগ্রহ ৷ সবমিলিয়ে অষ্টমবারের জন্য ইনিংসে চার উইকেট নিলেন নারাইন ৷ একইসঙ্গে ছাপিয়ে গেলেন লাসিথ মালিঙ্গাকে ৷ যিনি আইপিএলে 7 বার ইনিংসে চার বা তার বেশি উইকেট নিয়েছেন ৷