দুবাই, 3 অক্টোবর : লিগ তালিকায় 'লাস্ট বয়' সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে নামল কলকাতা নাইট রাইডার্স ৷ আগের ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে প্লে-অফের পথ কঠিন করে ফেলে কিং খানের নাইটরা ৷ এদিন তাই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হায়দরাবাদকে হারাতেই হবে ইয়ন মরগ্যানদের ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ নাইটরা এদিন দলে নিলেন শাকিব আল-হাসানকে ৷ মরু শহরে চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন বাংলাদেশি অল-রাউন্ডার ৷
চতুর্দশ আইপিএলে ভেন্যু পরিবর্তন হলেও ভাগ্য বদলায়নি সানরাইজার্সের ৷ এপ্রিলে ঘরের মাঠে প্রথম সাতটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছিল উইলিয়ামসন অ্যান্ড কোং ৷ মরু শহরে দ্বিতীয় পর্বেও ভাগ্য পরিবর্তন হয়নি হায়দরাবাদের ৷ 11টি ম্যাচের মধ্য়ে 9টি হেরে সানরাইজার্সের প্লে-অফ খেলার স্বপ্নের সলিলসমাধি ঘটেছে অনেক আগেই ৷ রবিবারের রাতে দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের রাস্তায় কাঁটা হতে পারে হায়দরাবাদ ৷ কারণ আগের ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে প্লে-অফের অঙ্ক জটিল করে ফেলেছে নাইটরা ৷ এদিন হারলেই কার্যত 2021 আইপিএল থেকে ছুটি হয়ে যাবে কিং খানের দলের ৷
পঞ্জাবের বিরুদ্ধে স্কোরবোর্ডে 165 রান তুলেও জিততে পারেনি কেকেআর ৷ মরু শহরে দ্বিতীয় হারের শোক সামলে উইলিয়ামসনদের বিরুদ্ধে জিতে প্রথম চারে টিকে থাকার মরিয়া লড়াই নামল নাইটরা ৷ আগের ম্যাচে দলে এদিন একটি পরিবর্তন করেছে কেকেআর ৷ টিম সেফার্টের পরিবর্তে দলে এসেছেন অল-রাউন্ডার শাকিব ৷ মরু শহরে চলতি আইপিএলে প্রথম সুযোগ পেলেন নাইটদের এই বাংলাদেশি ক্রিকেটার ৷
আরও পড়ুন : মরু শহরে ম্যাক্স-ঝড় অব্যাহত, বড় রান বিরাটদের
কলকাতা নাইট রাইডার্স : শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), শাকিব আল হাসান, দীনেশ কার্তিক, সুনীল নারিন, শিভম মাভি, টিম সাউদি ও বরুণ চক্রবর্তী ৷
সানরাইজার্স হায়দরাবাদ : জেসন রয়, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামস (ক্যাপ্টেন), প্রিয়াম গর্গ, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও সিদ্ধর্থ কউল ৷