চেন্নাই, 15 এপ্রিল : শাহবাজ় আহমেদ, বাংলার এই তরুণ অলরাউন্ডারের দাপট এবার আইপিএল-র মঞ্চে ৷ বুধবার রাতে চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারা ম্যাচ জেতার পিছনে এক এবং অন্যতম কারিগর তিনি ৷ এক ওভারে 3 টি বহুমূল্য উইকেট নিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ম্যাচ জিততে সাহায্য করেছেন তিনি ৷ আর শাহবাজ়ের এই পারফরমেন্সের প্রশংসায় তাঁর সতীর্থ মহম্মদ সিরাজ ৷
মহম্মদ সিরাজের মতে প্রথম একাদশে তাঁর বাছাইয়ের প্রতি শাহবাজ় সুবিচার করেছেন ৷ এনিয়ে হায়দরাবাদি এই তরুণ পেসার বলেন, ‘‘শাহবাজ় একজন অলরাউন্ডার, আর তাঁর বাঁ-হাতি স্পিন আমাদের কাছে একটা অতিরিক্ত বোলিং অপশন ৷ পিচ অনেকটা স্লো ছিল এবং টার্ন ছিল ৷ যেখানে তিনি নিজেকে খুব ভালভাবে মানিয়ে নিয়েছেন এবং নিজের কাজটা করেছে ৷’’ প্রসঙ্গত, 17 তম ওভারে বিরাট কোহলি শাহবাজ়ের হাতে বল তুলে দেন ৷ সেই ওভারের প্রথম বলেই তিনি জনি বেয়ার্স্টোর উইকেট নেন ৷ এর পরের বলেই সেট হয়ে যাওয়া মণীশ পাণ্ডেকে প্যাভিলিয়নে ফেরান শাহবাজ় এবং ওভারের শেষ বলে আব্দুল সামাদের উইকেট নিয়ে হায়দরাবাদের ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে দেন বাংলার এই তরুণ ক্রিকেটার ৷
আরসিবি দলের প্রথম একাদশে শাহবাজ়ের বাছাই নিয়ে সিরাজ বলেন, শাহবাজ় প্র্যাক্টিস গেমে খুব ভালো পারফর্ম করেছিলেন ৷ সেই সঙ্গে দলে একজন বাঁ-হাতি স্পিনার বৈচিত্র্য আনবে, সেই ভেবেই আরসিবি টিম ম্যানেজমেন্ট তাঁকে প্রথম একাদশে নিয়েছে ৷ আর সেই সুযোগটিকে খুব ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি ৷
আরও পড়ুন : 'অভব্য আচরণ', কোহলিকে তিরস্কার আইপিএল কর্তৃপক্ষের
অন্যদিকে, 17 তম ওভারে শাহবাজ়কে বল করানোর প্রসঙ্গে সিরাজ জানান, সেই সময় ক্রিজ়ে দু’দিকেই ডান হাতি ব্যাটসম্যান ছিলেন ৷ তখনও ওয়াশিংটন সুন্দরের ওভার বাকি ছিল ৷ কিন্তু, শাহবাজ় একবার মণীশ পাণ্ডেকে আউট করার সুযোগ তৈরি করেছিলেন, তাই তাঁকে দিয়ে বল করানোর সিদ্ধান্ত নেন বিরাট কোহলি ৷