ETV Bharat / sports

WPL 2023: 4 উইকেট নিয়ে রাতারাতি তারকা বাংলার সাইকা, বড় জয় দিয়ে অভিযান শুরু মুম্বইয়ের - Harmanpreet Kaur

বাংলার হয়ে ঘরোয়া টুর্নামেন্টেই সীমাবদ্ধ ছিল তাঁর পরিচয় ৷ উইমেন্স প্রিমিয়র লিগ (WPL 2023)-এর দৌলতে এবার বিশ্বের নজরে বাংলার মেয়ে সাইকা ইশাক ৷ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে প্রথম ম্যাচেই 4 উইকেট নিয়ে রাতারাতি তারকা এই বাঁ-হাতি অর্থডক্স স্পিনার ৷

WPL 2023 ETV BHARAT
WPL 2023
author img

By

Published : Mar 5, 2023, 12:49 PM IST

মুম্বই, 5 মার্চ: উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম সিজনের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স ৷ 143 রানে গুজরাত জায়েন্টসকে হারিয়েছেন হরমনপ্রীত কৌররা ৷ 30 বলে 65 রানের ইনিংস খেলে ম্যাচের সেরাও হরমনপ্রীত ৷ তবে, এই বিশাল ব্যবধানে জয়ের পিছনে অনেক বড় অবদান রাখলেন বাংলার মেয়ে সাইকা ইশাক (Saika Ishaque from Bengal Creates Magic in WPL) ৷ কলকাতার বাসিন্দা সাইকা তাঁর বাঁ-হাতি অর্থডক্স স্পিনে গুজরাতের 4 উইকেট নিলেন ৷ প্রথমে ব্যাট করে মুম্বই 5 উইকেট হারিয়ে 207 রান করে ৷ জবাবে মাত্র 64 রানে অল আউট হয়ে যায় গুজরাত ৷

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে শনিবার সন্ধ্যায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাত জায়েন্টস অধিনায়ক বেথ মুনি ৷ কিন্তু, টস ছাড়া মাঠে আর কোনও কিছুই গুজরাতের পক্ষে যায়নি ৷ উইকেট-কিপার ব্যাটার যস্তিকা ভাটিয়াকে মাত্র 1 রানে আউট করেন তনুজা কনওয়ার ৷ এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের মেয়েরা ৷ শুরু থেকে আক্রমণে যান ওয়েস্ট ইন্ডিজের টি-20 স্পেশালিস্ট ওপেনার হেলি ম্যাথিউজ ৷ তিনি 31 বলে 47 রানের বিস্ফোরক ইনিংস খেলেন ৷ 3টে বাউন্ডারি ও 4টি ওভার-বাউন্ডারি মারেন তিনি ৷

ন্যাট সিভার ব্রান্ট (23 রান)-এর সঙ্গে হেলি দ্বিতীয় উইকেটে 54 রানের পার্টনারশিপ করেন ৷ এরপর শুরু হয় ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের শো ৷ 14টি বাউন্ডারিতে সাজানো তাঁর 30 বলে 65 রানের ইনিংসে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় গুজরাত ৷ হরমনপ্রীতের ক্লাসিক ক্রিকেট শট ছিল এই ইনিংসের বিশেষত্ব ৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন অ্যামিলিয়া কের (24 বলে 45 নট আউট) ৷ শেষে পূজা বস্ত্রকার (8 বলে 15 রান) আগ্রাসী ব্যাটিং করেন ৷

মুম্বইয়ের দেওয়া 208 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় গুজরাত জায়েন্টস ৷ প্রথম ওভারেই কাফ মাসলে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান ক্যাপ্টেন বেথ মুনি ৷ কিন্তু, এরপর আরও কোনও ব্যাটার দায়িত্ব নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের রানের ধারে কাছে পৌঁছানোর চেষ্টাও করেননি ৷ বলা ভালো মুম্বইয়ের বিধ্বংসী বোলিংয়ে তছনছ হয়ে যায় গুজরাত শিবির ৷ পাওয়ার-প্লে তে মাত্র 17 রানে 4 উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় তারা ৷

আরও পড়ুন: হাতে সময় কম! আইপিএল-এর প্রস্তুতিতে নেমে পড়লেন ধোনি

আর এখানেই বড় ভূমিকা নেন বাংলা তথা কলকাতার মেয়ে সাইকা ইশাক ৷ 3.1 ওভারের স্পেলে সাইকা একটি মেডেন ওভার-সহ 11 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন ৷ তাঁর উইকেট শিকারের তালিকায় ছিলেন, অ্যানাবেল সার্দারল্যান্ড (6), জর্জিয়া ওয়ারেহাম (8), মানসি যোশী (6) এবং মণিকা প্যাটেল (10) ৷ প্রাক্তন ভারতীয় মিডিয়াম-পেসার ঝুলন গোস্বামীর প্রশিক্ষণে প্রথম ম্যাচেই সকলের নজর কেড়েছেন 27 বছরের সাইকা ইশাক ৷ এদিন মুম্বইয়ের হয়ে 2 করে উইকেট নেন ন্যাট সিভার-ব্রান্ট এবং অ্যামিলিয়া কের ৷ 1টি উইকেট নিয়েছেন ইজে ওং ৷ ম্যাচের সেরা হয়েছেন হরমনপ্রীত কৌর ৷

মুম্বই, 5 মার্চ: উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম সিজনের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স ৷ 143 রানে গুজরাত জায়েন্টসকে হারিয়েছেন হরমনপ্রীত কৌররা ৷ 30 বলে 65 রানের ইনিংস খেলে ম্যাচের সেরাও হরমনপ্রীত ৷ তবে, এই বিশাল ব্যবধানে জয়ের পিছনে অনেক বড় অবদান রাখলেন বাংলার মেয়ে সাইকা ইশাক (Saika Ishaque from Bengal Creates Magic in WPL) ৷ কলকাতার বাসিন্দা সাইকা তাঁর বাঁ-হাতি অর্থডক্স স্পিনে গুজরাতের 4 উইকেট নিলেন ৷ প্রথমে ব্যাট করে মুম্বই 5 উইকেট হারিয়ে 207 রান করে ৷ জবাবে মাত্র 64 রানে অল আউট হয়ে যায় গুজরাত ৷

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে শনিবার সন্ধ্যায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাত জায়েন্টস অধিনায়ক বেথ মুনি ৷ কিন্তু, টস ছাড়া মাঠে আর কোনও কিছুই গুজরাতের পক্ষে যায়নি ৷ উইকেট-কিপার ব্যাটার যস্তিকা ভাটিয়াকে মাত্র 1 রানে আউট করেন তনুজা কনওয়ার ৷ এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের মেয়েরা ৷ শুরু থেকে আক্রমণে যান ওয়েস্ট ইন্ডিজের টি-20 স্পেশালিস্ট ওপেনার হেলি ম্যাথিউজ ৷ তিনি 31 বলে 47 রানের বিস্ফোরক ইনিংস খেলেন ৷ 3টে বাউন্ডারি ও 4টি ওভার-বাউন্ডারি মারেন তিনি ৷

ন্যাট সিভার ব্রান্ট (23 রান)-এর সঙ্গে হেলি দ্বিতীয় উইকেটে 54 রানের পার্টনারশিপ করেন ৷ এরপর শুরু হয় ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের শো ৷ 14টি বাউন্ডারিতে সাজানো তাঁর 30 বলে 65 রানের ইনিংসে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় গুজরাত ৷ হরমনপ্রীতের ক্লাসিক ক্রিকেট শট ছিল এই ইনিংসের বিশেষত্ব ৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন অ্যামিলিয়া কের (24 বলে 45 নট আউট) ৷ শেষে পূজা বস্ত্রকার (8 বলে 15 রান) আগ্রাসী ব্যাটিং করেন ৷

মুম্বইয়ের দেওয়া 208 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় গুজরাত জায়েন্টস ৷ প্রথম ওভারেই কাফ মাসলে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান ক্যাপ্টেন বেথ মুনি ৷ কিন্তু, এরপর আরও কোনও ব্যাটার দায়িত্ব নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের রানের ধারে কাছে পৌঁছানোর চেষ্টাও করেননি ৷ বলা ভালো মুম্বইয়ের বিধ্বংসী বোলিংয়ে তছনছ হয়ে যায় গুজরাত শিবির ৷ পাওয়ার-প্লে তে মাত্র 17 রানে 4 উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় তারা ৷

আরও পড়ুন: হাতে সময় কম! আইপিএল-এর প্রস্তুতিতে নেমে পড়লেন ধোনি

আর এখানেই বড় ভূমিকা নেন বাংলা তথা কলকাতার মেয়ে সাইকা ইশাক ৷ 3.1 ওভারের স্পেলে সাইকা একটি মেডেন ওভার-সহ 11 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন ৷ তাঁর উইকেট শিকারের তালিকায় ছিলেন, অ্যানাবেল সার্দারল্যান্ড (6), জর্জিয়া ওয়ারেহাম (8), মানসি যোশী (6) এবং মণিকা প্যাটেল (10) ৷ প্রাক্তন ভারতীয় মিডিয়াম-পেসার ঝুলন গোস্বামীর প্রশিক্ষণে প্রথম ম্যাচেই সকলের নজর কেড়েছেন 27 বছরের সাইকা ইশাক ৷ এদিন মুম্বইয়ের হয়ে 2 করে উইকেট নেন ন্যাট সিভার-ব্রান্ট এবং অ্যামিলিয়া কের ৷ 1টি উইকেট নিয়েছেন ইজে ওং ৷ ম্যাচের সেরা হয়েছেন হরমনপ্রীত কৌর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.