আবুধাবি, 12 সেপ্টেম্বর : শনিবারই ম্যাঞ্চেস্টার থেকে আবুধাবি পৌঁছেছেন মুম্বই ইন্ডিয়ান্সের ভারতীয় দলে খেলা ক্রিকেটাররা ৷ চাটার্ড বিমানে ম্যাঞ্চেস্টার থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছন রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব ৷ আর রবিবার আবুধাবি পৌঁছলেন রোহিত-বুমরাদের মেন্টর সচিন তেন্ডুলকর ৷
19 সেপ্টেম্বর মরু শহরে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ মরু শহরে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রথম পর্বে সাতটি ম্যাচের মধ্যে চারটি জিতে 8 পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ মরু শহরে 2020 আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ এবারও চ্যাম্পিয়নের লক্ষ্যে আমিরশাহীতে পা-রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটাররা ৷ গতকালই সপরিবারে মরু শহরে পৌঁছেছেন রোহিত ৷
আরও পড়ুন : আইপিএল খেলতে সপরিবারে মরু শহরে পৌঁছলেন 'হিটম্যান'
এদিন সচিন আবুধাবি পৌঁছনোর পর মুম্বই ইন্ডিয়ান্স তাদের টুইটারে লেখা হয়, দ্য আইকন, দ্য লেজেন্ড, দ্য আলা রে মুম্বই ইন্ডিয়ান্স পরিবারে যোগ দিলেন ৷ এবারই আইপিএলে সুযোগ পেয়েছেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর ৷ গত ফেব্রুয়ারিতে আইপিএল নিলামে অর্জুনকে 20 লক্ষ টাকা দিয়ে কেনে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে ঘরের মাঠে প্রথম পর্বে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি সচিন তনয়ের ৷
নির্ধারিত সূচি মেনেই গত এপ্রিলে ঘরের মাঠে শুরু হয়েছিল চতুর্দশ আইপিএল ৷ কিন্তু টুর্নামেন্টের মাঝপথে একাধিক ফ্র্যাঞ্চাইজির বায়ো-বাবলে করোনা হানা দেওয়ায় টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয়ে বিসিসিআই ৷ তারপর আন্তর্জাতিক সূচি দেখে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি মরু শহরে আয়োজন করার সিদ্ধান্ত নেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড ৷ প্রথম পর্বে 8 ম্য়াচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আর 8 পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷