দুবাই, 29 সেপ্টেম্বর : হারের হ্য়াটট্রিকের পর আগের ম্যাচেই জয়ে ফিরেছে বিরাট কোহলির রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ বুধবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে-অফের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় কোহলি অ্যান্ড কোং ৷ অন্যদিকে মরু শহরে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব জয় দিয়ে শুরু করলেও টানা দু'ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে আরও দূরে সরে গিয়েছে রাজস্থান রয়্যালস ৷ এদিন টস জিতে রয়্যালসের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রয়্যাল ক্যাপ্টেন কোহলি ৷
চতুর্দশ আইপিএলের 43তম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল ও রয়্য়ালস দ্বৈরথ ৷ মরু শহরে এবার এখনও পর্যন্ত হাইস্কোরিং ম্যাচ দেখা যায়নি ৷ এদিনও তার ব্যতিক্রম হবে, তার আশা দেখছেন না কোহলি ৷ টস জিতে তাই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রয়্য়াল ক্যাপ্টেন ৷ কোহলি বলেন, "আগের ম্যাচের মতই পিচ ৷ শুরুটা ভাল হলে স্কোর বোর্ড রান তোলা সম্ভব ৷ ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে চাই ৷ ছেলেদের বলেছি, আগের ম্যাচের মতোই কঠিন পরিস্থিতিতে নিজেদের তুলে ধরতে ৷ গত ম্যাচে ব্যাটে আমিও ছন্দ পেয়েছি ৷"
আগের ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পায় আরসিবি ৷ এই মাঠেই বিরাট ও ম্যাক্সওয়েলের ব্যাটে 165 রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ যা তাড়া করতে গিয়ে মাত্র 111 রানে গুটিয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স ৷ বল হাতে ভয়ঙ্কর ছিলেন হর্ষল প্যাটেল ৷ হ্যাটট্রিক-সহ 3.1 ওভারে মাত্র 17 রান দিয়ে চার উইকেট নিয়ে মুম্বই ইনিংসকে শেষ করে দিয়েছিলন ৷
আরও পড়ুন : পরের দু'টি বিশ্বকাপে রোহিতকে নেতা চান গাভাস্কর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ : বিরাট কোহলি (ক্যাপ্টেন), দেবদূত পারিক্কল , কেএস ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি'ভিলিয়ার্স, শাহবাজ আহমেদ, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, জর্জ গারটন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুবেন্দ্র চাহাল ৷
রজাস্থান রয়্যালস একাদশ : এভিন লুইস, জস্বশী জসওয়াল, সঞ্জু স্যামসন,(ক্যাপ্টেন) লিয়াম লিভিংস্টোন, মাহিপাল লোমরোর, রিয়ান পরাগ, রাহুল তেওটিয়া, ক্রিস হ্যারিস, কার্তিক ত্যাগী, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান ৷