ETV Bharat / sports

RCB vs PBKS : রুদ্ধশ্বাস লড়াই জিতে প্লে-অফে বিরাটরা

author img

By

Published : Oct 3, 2021, 8:02 PM IST

Updated : Oct 3, 2021, 8:58 PM IST

ব্যাটে গ্লেন ম্যাক্সওয়েল ও বল হাতে যুজবেন্দ্র চাহাল ৷ এই দু'জনের কাঁধে ভর করে পঞ্জাব কিংসকে হারাল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ সেই সঙ্গে প্লে-অফে পৌঁছে গেল কোহলি অ্যান্ড কোং ৷

Virat Kohli
রুদ্ধশ্বাস লড়াই জিতে প্লে-অফে বিরাটবাহিনী

শারজা, 3 অক্টোবর : ব্যাটে-বলে অল-রাউন্ড পারফরম্য়ান্স ৷ তাতেই মিলল প্লে-অফের ছাড়পত্র ৷ শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াই জিতে প্লে-অফে জায়গা করে নিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রইল কোহলি অ্যান্ড কোং ৷ রবিবার শারজায় পঞ্জাব কিংসকে 6 রানে হারায় আরসিবি ৷

টি-20 বিশ্বকাপে বিরাট কোহলির দলে জায়গা না-পাওয়া যুজবেন্দ্র চহালই আইপিএলে কোহলির দলের ত্রাতা হয়ে উঠেছেন ৷ রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নিয়ে দলকে জেতালেন চাহাল। সেই সঙ্গে জয়ের হ্যাটট্রিক করে প্লে-অফের ছাড়পত্র জোগাড় করে নিল আরসিবি ৷

শারজার ছোট মাঠে 165 রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল পঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল ৷ 10.5 ওভারে ওপেনিং জুটিতে 91 রান যোগ করে বিরাট কোহলিদের চাপে রেখেছিল প্রীতি জিন্টার দল ৷ ক্যাপ্টেন রাহুল 39 রানে আউট হলেও হাফ-সেঞ্চুরি করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ময়াঙ্ক ৷ তবে তিনি শেষ পর্যন্ত থেকে দলকে জেতাতে পারেননি ৷ 42 বলে 57 রান করে আউট হন ময়াঙ্ক ৷ এর পর মার্করাম ও শাহরুখ খান চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি ৷ 6 রানে হেরে 2021 আইপিএল থেকে কার্যত ছিটকে গেলে পঞ্জাব কিংস ৷

বল হাতে দুরন্ত ছিলেন চাহাল ৷ চার ওভারে 29 রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়ে দলকে জেতান আরসিবির এই অভিজ্ঞ লেগ-স্পিনার ৷ এছাড়া জর্জ গারটন ও হর্ষল প্যাটেল দারুণ বোলিং করেন ৷ চার ওভারে 27 রান দিয়ে একটি উইকেট নেন গারটন ৷ কোনও উইকেট না-পেলেও চার ওভারে 27 রান দিয়ে পঞ্জাব ব্যাটারদের চাপে রেখেছিলেন প্যাটেল ৷

আরও পড়ুন : পারিক্কলের নায্য আউট বাতিল, আইপিএলে ফের ডিআরএস বিতর্ক

এর আগে ফের মরু শহরে ব্যাট হাতে ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ প্রীতি জিন্টার দলের ব্রাত্য ক্রিকেটারই পঞ্জাব কিংসকে চতুর্দশ আইপিএল থেকে কার্যত ছুটি করে দিলেন ৷ গত মরসুমে মরু শহরে ব্যর্থ হওয়ার পর ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছিল পঞ্জাব ৷ নিলামে সেই ম্যাক্সওয়েলকে চড়া দামে কিনে হাসির খোরাক হয়েছিল বিরাটের ফ্র্যাঞ্চাইজি ৷ কিন্তু চতুর্দশ আইপিএলের দুটি পর্বেই দুরন্ত ব্যাটিং করে ম্যাক্সওয়েল প্রমাণ করেন তাঁকে কিনে ভুল করেনি আরসিবি ৷ এদিন হাফ-সেঞ্চুরির হ্যাটট্রিক করে বিরাটদের বড় রানে পৌঁছে দিয়েছিলেন এই অজি তারকা ৷

শারজা, 3 অক্টোবর : ব্যাটে-বলে অল-রাউন্ড পারফরম্য়ান্স ৷ তাতেই মিলল প্লে-অফের ছাড়পত্র ৷ শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াই জিতে প্লে-অফে জায়গা করে নিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রইল কোহলি অ্যান্ড কোং ৷ রবিবার শারজায় পঞ্জাব কিংসকে 6 রানে হারায় আরসিবি ৷

টি-20 বিশ্বকাপে বিরাট কোহলির দলে জায়গা না-পাওয়া যুজবেন্দ্র চহালই আইপিএলে কোহলির দলের ত্রাতা হয়ে উঠেছেন ৷ রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নিয়ে দলকে জেতালেন চাহাল। সেই সঙ্গে জয়ের হ্যাটট্রিক করে প্লে-অফের ছাড়পত্র জোগাড় করে নিল আরসিবি ৷

শারজার ছোট মাঠে 165 রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল পঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল ৷ 10.5 ওভারে ওপেনিং জুটিতে 91 রান যোগ করে বিরাট কোহলিদের চাপে রেখেছিল প্রীতি জিন্টার দল ৷ ক্যাপ্টেন রাহুল 39 রানে আউট হলেও হাফ-সেঞ্চুরি করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ময়াঙ্ক ৷ তবে তিনি শেষ পর্যন্ত থেকে দলকে জেতাতে পারেননি ৷ 42 বলে 57 রান করে আউট হন ময়াঙ্ক ৷ এর পর মার্করাম ও শাহরুখ খান চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি ৷ 6 রানে হেরে 2021 আইপিএল থেকে কার্যত ছিটকে গেলে পঞ্জাব কিংস ৷

বল হাতে দুরন্ত ছিলেন চাহাল ৷ চার ওভারে 29 রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়ে দলকে জেতান আরসিবির এই অভিজ্ঞ লেগ-স্পিনার ৷ এছাড়া জর্জ গারটন ও হর্ষল প্যাটেল দারুণ বোলিং করেন ৷ চার ওভারে 27 রান দিয়ে একটি উইকেট নেন গারটন ৷ কোনও উইকেট না-পেলেও চার ওভারে 27 রান দিয়ে পঞ্জাব ব্যাটারদের চাপে রেখেছিলেন প্যাটেল ৷

আরও পড়ুন : পারিক্কলের নায্য আউট বাতিল, আইপিএলে ফের ডিআরএস বিতর্ক

এর আগে ফের মরু শহরে ব্যাট হাতে ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ প্রীতি জিন্টার দলের ব্রাত্য ক্রিকেটারই পঞ্জাব কিংসকে চতুর্দশ আইপিএল থেকে কার্যত ছুটি করে দিলেন ৷ গত মরসুমে মরু শহরে ব্যর্থ হওয়ার পর ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছিল পঞ্জাব ৷ নিলামে সেই ম্যাক্সওয়েলকে চড়া দামে কিনে হাসির খোরাক হয়েছিল বিরাটের ফ্র্যাঞ্চাইজি ৷ কিন্তু চতুর্দশ আইপিএলের দুটি পর্বেই দুরন্ত ব্যাটিং করে ম্যাক্সওয়েল প্রমাণ করেন তাঁকে কিনে ভুল করেনি আরসিবি ৷ এদিন হাফ-সেঞ্চুরির হ্যাটট্রিক করে বিরাটদের বড় রানে পৌঁছে দিয়েছিলেন এই অজি তারকা ৷

Last Updated : Oct 3, 2021, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.