লন্ডন, 8 মে : চলতি বছরের স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলি সেপ্টেম্বরে আরব আমিরশাহির পরিবর্তে ইউনাইটেড কিংডমে হোক ৷ এমনই চান ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন ৷
পিটারসন মনে করেন ইউকে-তে ম্য়াচগুলি করানো হবে সবথকে ভাল সিদ্ধান্ত ৷ কারণ ভারতের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ় খেলার পর ইংল্যান্ডে একটি ক্রিকেট উইন্ডো ফাঁকা থাকবে ৷ সেই সময় ম্যাচগুলি অনায়াসেই করা যেতে পারে ৷ দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজ় শেষ হবে 14 সেপ্টেম্বর ৷
আরও পড়ুন : ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন সস্ত্রীক অজিঙ্কা রাহানে
তিনি বলেন, ‘‘ আমি দেখেছি অনেকে খেলাগুলি আবর আমিরশাহিতে করানোর কথা বলছেন ৷ তবে আমি চাই খেলাগুলি আরব আমিরশাহিতে নয়, ব্রিটেনে হোক ৷ ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ়ের পর একটি উইন্ডো ফাঁকা থাকবে ৷ ভারতের প্রায় সব সেরা ক্রিকেটার সেখানেই থাকবে ৷ এছাড়া ইংল্যান্ডেরও সব সেরা ক্রিকেটারও থাকবেন ৷’’
40 বছরের ডান হাতি ক্রিকেটার বলছেন সেপ্টেম্বরে ইংল্যান্ডে ক্রিকেট আয়োজন করার জন্য ভাল সময় ৷