ETV Bharat / sports

Obed McCoy's Pushpa Celebration : ‘ঝুকেগা নহি’, কেকেআর ম্যাচে ম্যাকয়ের পুষ্পা সেলিব্রেশন - Obed McCoy's Pushpa Celebration

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে উইকেট নিয়ে ‘পুষ্পা রাজের’ ভঙ্গিমায় সেলিব্রেশন ওবেড ম্যাকয়ের (Obed McCoy Celebrate Wickets in Pushpa Style in IPL Against KKR) ৷ ক্যারিবিয়ান মিডিয়াম পেসারের এই সেলিব্রেশনই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় (Obed McCoy's Pushpa Celebration) ৷

Obed McCoy Celebrate Wickets in Pushpa Style in IPL Against KKR
Obed McCoy Celebrate Wickets in Pushpa Style in IPL Against KKR
author img

By

Published : Apr 19, 2022, 11:09 AM IST

মুম্বই, 19 এপ্রিল : ক্যারিবিয়ান ক্রিকেটার ওবেড ম্যাকয়ের ‘পুষ্পা সেলিব্রেশন’ (Obed McCoy's Pushpa Celebration) ৷ যার পর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেছেন রাজস্থান রয়্যালসের এই বাঁ-হাতি ক্যারিবিয়ান পেসার ৷ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে উইকেট নিয়ে দক্ষিণী সিনেমার চরিত্র ‘পুষ্পা’র ভঙ্গিতে সেলিব্রেট করতে দেখা গেল ওবেড ম্যাকয়কে (Obed McCoy Celebrate Wickets in Pushpa Style in IPL Against KKR) ৷ যা নিয়ে নেট দুনিয়ায় নয়া ট্রেন্ড ‘ম্যাকয়, ঝুকে গা নহি’ ৷

চলতি আইপিএলে সোমবার রাতে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে 7 রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস ৷ 218 রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল কেকআর ৷ কিন্তু, যুজবেন্দ্র চাহালের এক ওভারে হ্যাটট্রিক-সহ 4 উইকেট ম্যাচ থেকে কলকাতাকে ছিটকে দেয় ৷ তারপর উমেশ যাদবের ট্রেন্ট বোল্টকে এক ওভারে 20 রান নেওয়ার পর ম্যাচ আবারও ঘুরে যায় ৷

শেষ ওভারে 11 রান ডিফেন্ড করার গুরু দায়িত্ব দেওয়া হয় ওবেড ম্যাকয়কে ৷ বিধ্বংসী উমেশকে থামাতে হলে একমাত্র উপায় ছিল, তাঁকে আউট করা ৷ ওই ওভারের দ্বিতীয় বলে নাইটদের উইকেট কিপার ব্যাটার শেল্ডন জ্যাকসনকে শর্ট ফাইন লেগে প্রসিদ্ধ কৃষ্ণার হাতে ক্যাচ আউট করান ম্যাকয় ৷ উইকেট নিয়ে দক্ষিণী সিনেমার হিরো অল্লু অর্জুনের ‘পুষ্পা’ চরিত্রের ভঙ্গিমায় সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে ৷ যেন কেকেআর-কে তাঁর বার্তা, ‘ম্যায় ঝুকে গা নহি’ ৷

আরও পড়ুন : IPL 2022 : হারের হ্যাটট্রিক নাইটদের, রয়্যালসদের থ্রিলার জয়ের নায়ক বাটলার-চাহাল

তবে, এটাই প্রথমবার নয় ৷ এর আগে রবীন্দ্র জাদেজাকেও ঘরের মাঠে টেস্ট ও আন্তর্জাতিক টি-20 সিরিজে পুষ্পা ভঙ্গিমায় উইকেট সেলিব্রেট করে দেখা গিয়েছিল ৷ সম্প্রতি অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকেও সোশ্যাল মিডিয়ায় পুষ্পা রাজের স্টাইল নকল করতে দেখা যায় ৷ এ বার সেই তালিকায় যোগ হল ক্যারিবিয়ান ওবেড ম্যাকয়ের নাম ৷

মুম্বই, 19 এপ্রিল : ক্যারিবিয়ান ক্রিকেটার ওবেড ম্যাকয়ের ‘পুষ্পা সেলিব্রেশন’ (Obed McCoy's Pushpa Celebration) ৷ যার পর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেছেন রাজস্থান রয়্যালসের এই বাঁ-হাতি ক্যারিবিয়ান পেসার ৷ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে উইকেট নিয়ে দক্ষিণী সিনেমার চরিত্র ‘পুষ্পা’র ভঙ্গিতে সেলিব্রেট করতে দেখা গেল ওবেড ম্যাকয়কে (Obed McCoy Celebrate Wickets in Pushpa Style in IPL Against KKR) ৷ যা নিয়ে নেট দুনিয়ায় নয়া ট্রেন্ড ‘ম্যাকয়, ঝুকে গা নহি’ ৷

চলতি আইপিএলে সোমবার রাতে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে 7 রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস ৷ 218 রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল কেকআর ৷ কিন্তু, যুজবেন্দ্র চাহালের এক ওভারে হ্যাটট্রিক-সহ 4 উইকেট ম্যাচ থেকে কলকাতাকে ছিটকে দেয় ৷ তারপর উমেশ যাদবের ট্রেন্ট বোল্টকে এক ওভারে 20 রান নেওয়ার পর ম্যাচ আবারও ঘুরে যায় ৷

শেষ ওভারে 11 রান ডিফেন্ড করার গুরু দায়িত্ব দেওয়া হয় ওবেড ম্যাকয়কে ৷ বিধ্বংসী উমেশকে থামাতে হলে একমাত্র উপায় ছিল, তাঁকে আউট করা ৷ ওই ওভারের দ্বিতীয় বলে নাইটদের উইকেট কিপার ব্যাটার শেল্ডন জ্যাকসনকে শর্ট ফাইন লেগে প্রসিদ্ধ কৃষ্ণার হাতে ক্যাচ আউট করান ম্যাকয় ৷ উইকেট নিয়ে দক্ষিণী সিনেমার হিরো অল্লু অর্জুনের ‘পুষ্পা’ চরিত্রের ভঙ্গিমায় সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে ৷ যেন কেকেআর-কে তাঁর বার্তা, ‘ম্যায় ঝুকে গা নহি’ ৷

আরও পড়ুন : IPL 2022 : হারের হ্যাটট্রিক নাইটদের, রয়্যালসদের থ্রিলার জয়ের নায়ক বাটলার-চাহাল

তবে, এটাই প্রথমবার নয় ৷ এর আগে রবীন্দ্র জাদেজাকেও ঘরের মাঠে টেস্ট ও আন্তর্জাতিক টি-20 সিরিজে পুষ্পা ভঙ্গিমায় উইকেট সেলিব্রেট করে দেখা গিয়েছিল ৷ সম্প্রতি অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকেও সোশ্যাল মিডিয়ায় পুষ্পা রাজের স্টাইল নকল করতে দেখা যায় ৷ এ বার সেই তালিকায় যোগ হল ক্যারিবিয়ান ওবেড ম্যাকয়ের নাম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.